জানুন প্রভু রামের প্রনাম মন্ত্র // পাঠের বিধি এবং উপকারিতা
প্রভু রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। বলা হয় রামের থেকেও শক্তিশালী হল রাম নাম। যে ব্যক্তি রাম নাম জপ করেন এবং রাম মন্ত্র পাঠ করে প্রভু রামের পুজো করেন সেই ব্যক্তি হন এই সংসারের সবচেয়ে সুখী ব্যক্তি। আজ আপনারা অর্থ সহ রাম প্রনাম মন্ত্র জানবেন সঙ্গে জানবেন এই মন্ত্র পাঠ করবার বিধি এবং উপকারিতা।
রাম প্রনাম মন্ত্র পাঠ করবার বিধি :
প্রত্যহ সকালে বা সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাম দরবারের ছবি বা মূর্তির সামনে কোন আসনের ওপর বসবেন। এইবার তার সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তাকে ফুল অর্পন করবেন এবং সবার প্রথভে এই রামের প্রনাম মন্ত্র একবার পাঠ করবেন এবং তারপর “রাম” নাম ১০৮ বার জপ করবেন। এই প্রনাম মন্ত্র মাত্র একবারই পাঠ করবেন। বার বার জপ করবার প্রয়োজন নেই।
এই মন্ত্র পাঠের উপকারিতা :
প্রভু রামের এই মন্ত্র নিয়মিত পাঠে প্রভু রাম ও বজরংবলী সর্বাত্বক ভাবে ভক্তকে রক্ষা করে থাকেন। ভক্তের জীবনে আর কোন কিছুর অভাব থাকে না। সকল বাধা সকল নেতিবাচক শক্তি দূর হয়ে গিয়ে আসে ইতিবাচক শক্তি। জীবনে আসে সফলতা এবং অর্থ। এই মন্ত্র পাঠে ভক্ত সকল পার্থিব ও অপার্থিব সুখ ভোগ করে থাকে।
রাম প্রনাম মন্ত্র :
রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে।
রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ।।
অনুবাদ:
হে রাম, হে রামচন্দ্র, হে রামভদ্র, হে রঘুনাথ,
হে মাতা সীতা পতি, আপনাকে প্রনাম জানাই।