জীবনের দুর্দশা ঘোচাতে পাঠ করুন শনিদেবের দশ শক্তিশালী মন্ত্র

শনিদেবের দশ শক্তিশালী মন্ত্র // পাঠ করবার বিধি // শনি মন্ত্র পাঠের উপকারিতা 


shani mantra



গ্রহরাজ শনিদেব হলেন পাপ পুণ্যের দেবতা। আমাদের সকল কৃত কর্মের ওপর তার নজর রয়েছে। উনি যারা খারাপ কর্ম করেন তাদের উনি শাস্তি দেন আবার যারা ভাল কর্ম করেন তাদের উনি পুরস্কৃত করতে ভোলেন না। তাই শনির দৃষ্টি যে ব‍্যক্তির ওপর একবার পড়ে তার জীবনে আর দুর্দশার অন্ত থাকে না আবার শনি মহারাজ যে ব‍্যক্তির ওপর প্রসন্ন হন সেই ব‍্যক্তির জীবন হয়ে ওঠে সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। আজ আপনারা জানবেন শনিদেবের দশটি শক্তিশালী মন্ত্র যা আপনার জীবনের সকল দুর্দশা লাঘব করবে এবং আপনাকে দেখাবে সুখের দিশা।

তাহলে কি সেই গ্রহরাজ শনি দেবকে প্রসন্ন করবার দশটি শক্তিশালী মন্ত্র? মন্ত্র জানবার আগে ভালকরে জেনে নেওয়া যাক মন্ত্র পাঠ করবার বিধি বা নিয়ম :


এক : শনিদেবের মন্ত্র পাঠ যে কেউ করতে পারে। স্ত্রী-পুরুষ বাচ্চা আট থেকে আশি সকলেই শনিদেবের মন্ত্র পাঠ করতে পারে।

দুই : শনিদেবের মন্ত্র পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করে বসে পাঠ করতে হবে তবে পশ্চিম দিকে মুখ করে পাঠ করলে সবচেয়ে ভালো ফল পাবেন।

তিন : রুদ্রাক্ষের মালা অথবা লাল চন্দন মালা মন্ত্র জপের সময় ব্যবহার করবেন। রুদ্রাক্ষের মালা বা লাল চন্দনের মালা যদি না থাকে তাহলে হাতের কর গুনে মন্ত্র জপ করতে পারেন।

চার : শনিদেবের মন্ত্র জপের উত্তম সময় হল সূর্যাস্তের পর থেকে মধ্যরাত পর্যন্ত।

পাঁচ : সর্বদা কোন আসনের উপর বসে শুদ্ধ বস্ত্র পরে মন্ত্র জপ করবেন।

ছয় : নীল বা সাদা বস্ত্র পরে মন্ত্র জপ করলে সবচেয়ে ভালো ফল পাবেন।

সাত : মন্ত্র জপের আগে সবার আগে ভগবান শিবকে স্মরণ করবেন।



গ্রহরাজ শনিদেবের ১০টি শক্তিশালী মন্ত্র :


এক : শনিদেবের বীজ মন্ত্র :

শং ( উচ্চারণ : শম্ )


দুই : শনিদেবের বৈদিক মন্ত্র :

ওঁ শং শনিশ্চারায় নমঃ


তিন : শনিদেবের তান্ত্রিক মন্ত্র :

ওঁ প্রাম্ প্রীম্ প্রোম্ সঃ

শনিশ্চারায় নমঃ


চার : শনিদেবের ধ‍্যান মন্ত্র :


নীলামজনসমভাসম্

রবিপুত্রম্ যমাগ্রজম্।

ছায়ামার্তন্ডসম্ভতম্ তম্

নমামী শনিশ্চারাম।।


পাঁচ : শনিদেবের সূর্যপুত্র শিবপ্রিয় মন্ত্র :

সূর্যপুত্র দীর্ঘ্দেহ

বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ।

মন্দচারাঃ প্রসন্নাত্মাঃ

পীড়াম হরতু মেঁ শনিঃ।।


ছয় : শনি গায়ত্রী মন্ত্র :

ওঁ শনিশ্চারায় বিদ্মহে

ছায়া পুত্রায় ধীমহী

তন্নো মন্দোঃ প্রচোদয়াত।


সাত : শনিদেবের সূর্য পুত্রায় মন্ত্র :

ওঁ সূর্য পুত্রায় নমঃ।


আট: শনিদেবের শনিশ্চারায় মন্ত্র :

ওঁ শ্রাং শ্রীং শ্রুং শনিশ্চারায় নমঃ

( উচ্চারণ :

ওঁ শ্রাম শ্রীম শ্রুম শনিশ্চারায় নমঃ )


নয় : শনিদেবের মন্দায় মন্ত্র :

ওঁ মন্দায় নমঃ


দশ : শনিদেবের শনিশ্চারায় সূর্য পুত্রায় মন্ত্র :

ওঁ নমোঃ ভগবতে শনিশ্চারায় সূর্য পুত্রায় নমঃ


গ্রহরাজ শনিদেবের এই মন্ত্র গুলো অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ জপ করলে শনির সাড়ে সাতির সময় দুর্ভোগ কম হয়। এছাড়াও এই সকল মন্ত্র জপে আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সমস্যা দূর হয়,গৃহে আসে শান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *