অর্থসহ লক্ষ্মী দ্বাদশ নাম স্তোত্রম্

লক্ষ্মী দ্বাদশ নামাবলী স্তোত্রম্ // লক্ষ্মী ১২ নাম স্তোত্র // 12 Names of Mata Laxmi

12 names of maa laxmi


মা লক্ষ্মী হলেন ধন,ধৌলত ও ঐশ্বর্যের দেবী। যে ব‍্যক্তির ওপরে মা লক্ষ্মী একবার প্রসন্ন হন তার পার্থিব সকল সুখ প্রাপ্ত হয়। মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য সবচেয়ে সহজ উপায় হল লক্ষ্মী দ্বাদশ নাম স্তোত্রম্ পাঠ। এই স্তোত্রম্ পাঠে ভক্ত সকল সুখ প্রাপ্ত হয়। আপনারা জানবেন এই স্তোত্রম্ পাঠের বিধি বা নিয়ম,এই স্তোত্রম্ পাঠের উপকারিতা এবং সঙ্গে জানবেন মা লক্ষ্মীর ১২ টি নাম এবং এই স্তোত্রের বাংলা অর্থ।


এই স্তোত্রম্ পাঠের বিধি বা নিয়ম :

প্রত‍্যহ স্নান সেরে শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ দেহ ও মনে মা লক্ষ্মীর পুজোর পর এই লক্ষ্মী দ্বাদশ নামাবলী স্তোত্রম্ পাঠ করা উচিৎ। প্রত‍্যহ সম্ভব না হলে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজোর পর এই মন্ত্র অবশ‍্যই পাঠ করবেন


এই স্তোত্রম্ পাঠের উপকারিতা : 

এই স্তোত্রম্ পাঠে মালক্ষ্মী ভক্তের গৃহে সুস্থির ভাবে বাস করেন। যার গৃহে মা লক্ষ্মীর বাস সেই ভক্ত সকল পার্থিব সুখ ভোগ করেন। দরিদ্রতা দূর হয়।ধন,ধৌলত ও ঐশ্বর্যের কোন অভাব থাকে না। সমাজের প্রতি ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পায়।


    লক্ষ্মী দ্বাদশ নাম স্তোত্রম্


ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।

যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।

ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।

পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।।

দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।

স্থিরা লক্ষ্মীর্ভবেত্‍ তস্য পুত্রদারাদিভিস্সহ।।


 

বাংলা অনুবাদ : 


ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।


ত্রৈলোক্য = তিন লোকে ( আকাশ,পাতাল এবং স্বর্গ ),পূজিতে = পূজিত হন,দেবী = দেবী,কমলে = হে কমলা,বিষ্ণুবল্লভে = বিষ্ণুর প্রান বল্লভ।

বাংলা অর্থ : হে দেবী কমলা,হে বিষ্ণুর প্রান বল্লভ তিন লোকে আপনি পূজিত হোন।

যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।

যথাস্তং = যেভাবে বাস করো,সুস্থিরা = স্থির হয়ে,   কৃষ্ণে = কৃষ্ণের মধ্যে,তথা = তেমন ভাবে,ভবময়ি = আমার মধ্যেও হও,স্থিরা = স্থির বা অচঞ্চল।

বাংলা অর্থ : কৃষ্ণের মধ্যে তুমি যেভাবে বাস করো ঠিক তেমনই তুমি আমার মধ্যেও সুস্থির হও।

ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।

ঈশ্বরী = ঈশ্বরী,কমলা = দেবী কমলা,লক্ষ্মীশ্চলা =লক্ষ্মী ও চলা,ভূতি = ভূতি,হরিপ্রিয়া = হরিপ্রিয়া।

বাংলা অর্থ : ঈশ্বরী,দেবী কমলা,লক্ষ্মী ও চলা,ভূতি,হরিপ্রিয়া।

পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।।

পদ্মা = পদ্মা,পদ্মালয়া = পদ্মালয়া,সম্পদ = সম্পদ,সৃষ্টি = সৃষ্টি,শ্রী = শ্রী,পদ্মধারিণী = পদ্মধারিণী।

বাংলা অর্থ:

পদ্মা,পদ্মালয়া,সম্পদ,সৃষ্টি,শ্রী এবং পদ্মধারিণী।

দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।

দ্বাদশৈতানি = এই দ্বাদশ,নামানি = নাম,লক্ষ্মীং = লক্ষ্মী, সম্পূজ্য = পুজোর শেষে,যঃ = যিনি,পঠেত = পাঠ করেন।

বাংলা অর্থ : লক্ষ্মীর এই দ্বাদশ নাম যিনি পুজোর শেষে পাঠ করেন।

স্থিরা লক্ষ্মীর্ভবেত্‍ তস্য পুত্রদারাদিভিস্সহ।।

স্থিরা = স্থির ভাবে,লক্ষ্মীর্ভবেত্‍ = লক্ষ্মী থাকে,তস্য = তার কাছে,পুত্রদারাদিভিস্সহ = স্ত্রী – পুত্রের আশির্বাদ সহ।

বাংলা অর্থ : লক্ষ্মী তার কাছে স্থির ভাবে অবস্থান করেন এবং তার সঙ্গে স্ত্রী ও পুত্রেকে আশির্বাদ করেন।


লক্ষ্মীর ১২ নাম : 

১.ঈশ্বরী।

২.কমলা।

৩.লক্ষ্মী।

৪.চলা।

৫.ভূতি।

৬.হরিপ্রিয়া।

৭.পদ্মা।

৮.পদ্মালয়া।

৯.সম্পদ।

১০.সৃষ্টি।

১১.শ্রী।

১২.পদ্মধারিণী।


লক্ষ্মীর এই ১২ নাম মন্ত্র পাঠ করলে আপনার জীবনের সকল দরিদ্রতা দূর হয়। লক্ষ্মী দ্বাদশ নাম স্তোত্রম্ মা লক্ষ্মীর সকল মন্ত্র গুলোর মধ্যে অন‍্যতম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *