সকল হিন্দু দেব – দেবীর গায়ত্রী মন্ত্র

আমাদের হিন্দু শাস্ত্রে গায়ত্রী মন্ত্রের এক আলাদা মাহাত্ম্য রয়েছে। আবার প্রতিটি দেব দেবতারও এক বা একাধিক গায়ত্রী মন্ত্র রয়েছে। এই গায়ত্রী মন্ত্র গুলো তাদের পুজোর সময় উচ্চারণ করলে সেই দেবতার বিশেষ আশির্বাদ আপনি পেতে পারেন। রইল সকল দেব দেবীর গায়ত্রী মন্ত্র।

সকল হিন্দু দেব – দেবীর গায়ত্রী মন্ত্র

১.গণেশ গায়ত্রী মন্ত্র :
ওঁ তৎপুরুষায় বিদ্মহে,
বক্রতুণ্ডায় ধীমহি,
তন্নো দন্তি প্রচোদয়াৎ।

২.গুরু গায়ত্রী মন্ত্র :
ওঁ গুরুদেবায় বিদ্মহে,
পরব্রহ্মায় ধীমহি,
তন্নো গুরু প্রচোদয়াৎ।

৩.ব্রহ্মা গায়ত্রী মন্ত্র :
ওঁ বেদাত্ননে চ বিদ্মহে,
হিরণ্যগর্ভায় ধীমহি,

তন্নো ব্ৰহ্মা প্রচোদয়াৎ।

৪.বিষ্ণু গায়ত্ৰী মন্ত্র :
ওঁ শ্রীবৈষ্ণবে চ বিদ্মহে,
বাসুদেবায় ধীমহি,
তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।

৫.লক্ষ্মী গায়ত্ৰী মন্ত্ৰ :
ওঁ মহাদেব্যৈ চ বিদ্মহে,
বিষ্ণুপত্নৈ চ ধীমহি,
তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ।

৬.নারায়ণ গায়ত্রী মন্ত্র :
ওঁ নারায়ণঃ বিদ্মহে,
বাসুদেবায় ধীমহি,
তন্নো নারায়ণ প্রচোদয়াৎ।

৭.রাম গায়ত্রী মন্ত্র :
ওঁ দশরাথায়ৈ বিদ্মহে,
সীতাবল্লভায় ধীমহি,
তন্নো রামঃ প্রচোদয়াৎ।

৮.হনুমান গায়ত্রী মন্ত্র :
ওঁ অঞ্জনীসূতায় বিদ্মহে,
বায়ুপুত্ৰায় ধীমহি,
তন্নো হনুমান প্রচোদয়াৎ।

৯.গরুড় গায়ত্রী মন্ত্র :
ওঁ তৎপুরুষায় বিদ্মহে,
সুবর্ণ বরণায় ধীমহি,
তন্নো গরুড়ঃ প্রচোদয়াৎ।

১০.কৃষ্ণ গায়ত্ৰী মন্ত্র :
ওঁ দেবকী নন্দনায় বিদ্মহে,
বাসুদেবায় ধীমহি,
তন্নো কৃষ্ণঃ প্রচোদয়াৎ।

১১.গোপাল গায়ত্রী মন্ত্র :
ওঁ গোপালায় বিদ্মহে,
গোপীজন বল্লভায় ধীমহি,
তন্নো গোপাল প্রচোদয়াৎ।

১২.নৃসিংহ গায়ত্ৰী মন্ত্র :
ওঁ উগ্র নৃসিংহায় বিদ্মহে,
বজ্রনখায় ধীমহি,
তন্নো নৃসিংহঃ প্রচোদয়াৎ।

১৩.শিব গায়ত্ৰী মন্ত্র :
ওঁ মহাদেবায় বিদ্মহে,
রুদ্রমূর্তয়ে ধীমহি,
তন্নো শিবঃ প্রচোদয়াৎ।

১৪.রুদ্র গায়ত্রী মন্ত্র :
ওঁ তৎপুরুষায় বিদ্মহে
ধীমহি মহাদেবায় ধীমহি,
তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।

১৫.সূর্য গায়ত্ৰী মন্ত্র :
ওঁ ভাস্করায় বিদ্মহে,
মহাতেজায় ধীমহি,
তন্নো সূর্য প্রচোদয়াৎ।

১৬.চন্দ্ৰ গায়ত্ৰী মন্ত্র :
ওঁ ক্ষীর পুত্রায় বিদ্মহে,
অমৃততত্বায় ধীমহি,
তন্নো চন্দ্ৰঃ প্রচোদয়াৎ।

১৭.কালী গায়ত্রী মন্ত্র :
ওঁ কালিকায়ৈ চ বিদ্মহে,
শ্মশানবাসিন্যৈ ধীমহি,
তন্নো ঘোরে প্রচোদয়াৎ।

১৮.তারা গায়ত্রী মন্ত্র :
ওঁ তারায়ৈ বিদ্মহে,
মহোগ্রায়ৈ চ ধীমহি,
তন্নো দেবী প্রচোদয়াৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *