মকর সংক্রান্তি 2023 তারিখ ও সময়সূচী // মকর সংক্রান্তি পালনের গুরুত্ব // ভারতের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি উৎসব

Makar Sankranti 2023

পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি তথা হিন্দু ধর্মের লোকেদের একটি বিশেষ এক উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষে দিন এই উৎসব পালন করা হয়। সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। মকর সংক্রান্তির দিন সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে।

ভারতের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি উৎসব :

পশ্চিম বাংলায় পৌষ সংক্রান্তির দিন মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ পালিত হয়। বাংলায় পৌষ সংক্রান্তি ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে এই দিন বিভিন্ন নামে উৎসব পালিত হয়। যেমন তামিলনাড়ুতে হয় পোঙ্গল,গুজরাতে হয় উত্তরায়ণ, অসমে হয় ভোগালি বিহু,কর্নাটকে হয় মকর সংক্রমণ, কাশ্মীরে হয় শায়েন-ক্রাত প্রভৃতি।

কেন পালন করা হয় মকর সংক্রান্তি?

এই মকর সংক্রান্তির দিন মহাভারতের পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। এদিন সূর্য নিজের ছেলে শনির বাড়িতে এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এই দিন দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল।

2023 সালের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির সময়সূচী :

সূর্য এই দিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে।

তারিখ : 15 জানুয়ারি।

বার     : রবিবার।

সময়সূচী :

  পূণ্যকাল       : 06:19 AM থেকে 05:13 PM.

        সময়কাল    : 10 ঘ: 54 মি:।

  মহা পূণ্যকাল : 06:19 AM থেকে 08:08 PM.

        সময়কাল    : 1 ঘ: 54 মি: ।

সংক্রান্তির মুহূর্ত: 08:57 PM, 14 জানুয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *