মা কালীর ৭ সবচেয়ে শক্তিশালী মন্ত্র // Powerful 7 Maa Kali mantra in Bengali
মাকালী মন্ত্র
১) কালী বীজ মন্ত্র :
অন্যান্য দেব দেবীর মত মাকালীরও রয়েছে বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র হল মূল মন্ত্র এবং এর কার্যকারিতা অন্য সকল মন্ত্রের থেকে অনেক বেশি।
মন্ত্র পাঠের বিধি : আপনি যেকোন অমাবস্যার মধ্য রাতে বা খুব ভাল হয় যদি আপনি কালি পুজোর দিন মধ্য রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোন লাল আসনে মা কালির ছবির সামনে বসে এই মন্ত্র আপনি নিরন্তর জপ করবেন। আপনাকে কমপক্ষে ১০৮ বার এই মন্ত্র জপ করবেন।
মন্ত্র : “ওম ক্রিং কালী” ।।
উপকারিতা : এই মন্ত্র পাঠে আপনার সমস্ত রকম নেগেটিভ শক্তিকে দূর করে এবং পজিটিভ শক্তির বিকাশ ঘটে। সমস্ত রকম ভয় ভীতি দূর করে এবং দুর্ঘটনার আশঙ্কা হ্রাস করে।
২ ) দেবী কালী মন্ত্র :
দেবী কালী মন্ত্র আর কালী মন্ত্রের মতই শক্তিশালী এক মন্ত্র। তাহলে জেনে নেওয়া যাক এই দেবী কালী মন্ত্র কি, পাঠের বিধি এবং উপকারিতা।
মন্ত্র পাঠের বিধি : আপনি যেকোন মধ্যরাতে মাকালীর ছবি বা মূর্তির সামনে স্নান করে শুদ্ধ কাপড় পড়ে এই মন্ত্র নিরন্তর পাঠ করতে হয়।
মন্ত্র : ” ওম ক্রিং কালিকায়ে নমঃ “।।
উপকারিতা : এই মন্ত্র পাঠে ভক্তের সকল সমস্যা দূর হয়ে যায়। পারিবারিক ও বৈবাহিক সম্পর্কে উন্নতি হয়।
৩ ) মহাকালী মন্ত্র :
এই মন্ত্রটিও একটি শক্তিশালী কালী মন্ত্র। এই মন্ত্র পাঠে মাকালী অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোঃস্কামনা পূরণ করেন।
মন্ত্র পাঠের বিধি : আপনাকে যেকোন দিন রাতে একমনে এই মন্ত্র পাঠ করে যাবেন।
মন্ত্র : “ওম শ্রী মহা কালীকায় নমহ”।।
উপকারিতা : এই মন্ত্র পাঠে সকল মনের বাসনা পূরণ হয় এবং সকল দুঃখ কষ্ট দূর হয়।
৪ ) মাকালী জপ মন্ত্র :
এটি দক্ষিণা কালির এক শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র মা কালির এক শক্তিশালী শত্রু নাশক মন্ত্র।
মন্ত্র পাঠের বিধি : এই মন্ত্র কালী পুজোর রাতে মাকালীর বিধিবিধান মেনে পুজো করবার পর নিরন্তর জপ করতে হয়।
মন্ত্র : ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং
দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং ক্রীং
হুং হুং হুং স্বাহাঃ।।
উপকারিতা : এই মন্ত্র পাঠে ভক্তের ওপর সকল প্রকার নেতিবাচক শক্তির এবং কালা যাদুর প্রভাব প্রভাব দূর করে,সকল শত্রু নাশ করে এবং আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে বিপদমুক্ত করে।
৫ ) মাকালী প্রণাম মন্ত্র :
এই মন্ত্র হল মা কালীর প্রণাম মন্ত্র। এই মন্ত্রও মাকালীর এক শক্তিশালী মন্ত্র।
মন্ত্রপাঠের বিধি : এই মন্ত্র কালী পুজোর রাতে মাকালীর পুজোর সময় পাঠ করতে হয়।
মন্ত্র : জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী
কপালিনীদূগা শিবা সমাধ্যাতীসাহা
সুধা নমস্তুতে।
উপকারিতা : এই মন্ত্র পাঠে মাকালী অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও এই মন্ত্র পাঠে পাঠকের মনে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে।
৬ ) কালী গায়েত্রী মন্ত্র :
অন্য দেবদেবীর মত মাকালীরও গায়েত্রী মন্ত্র রয়েছে। আপনারা সকলেই জানেন গায়েত্রী মন্ত্র নিজে থেকেই এক শক্তিশালী মন্ত্র। তাই এই কালী গায়েত্রী মন্ত্রও এক অন্যতম শক্তিশালী কালি মন্ত্র।
পাঠের বিধি : এই মন্ত্রও যেকোন ব্যক্তি রোজ রাতে কমপক্ষে ১০৮ বার কোন কালীর ছবি বা মূর্তির সামনে পাঠ করতে হবে।
মন্ত্র : ওঁ কালিকায়ৈ বিদ্মহে;
শ্মশানবাসিন্যৈ ধীমহি।
তন্নো ঘোরে প্রচোদয়াৎ ওঁ।
উপকারিতা : এই মন্ত্র পাঠে আপনার অন্তরে থাকা সকল হতাশা,দুঃখ,কষ্ট দূর হয়ে সুখ ও আনন্দে ভরে ওঠে মন প্রান। এই মন্ত্র পাঠে মন ও মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি পায়।
৭) কালী স্তোত্র :
এটি মাকালীর সকল মনোঃস্কামনা পূর্তি মন্ত্র। ভক্তদের সকল মনোঃস্কামনা পূরণ করে এই শক্তিশালী কালী মন্ত্র।
পাঠের বিধি : এই মন্ত্রও যেকোন ব্যক্তি রোজ রাতে কমপক্ষে ১০৮ বার কোন কালীর ছবি বা মূর্তির সামনে পাঠ করতে হবে। তবে পাঠের সংখ্যা যত বেশি হবে তত ভাল।
মন্ত্র : “ওম কালী, কালী! ওম কালী, কালী! নমস্তে নমস্তে নমো! নমস্তে, নমস্তে নমো!”
উপকারিতা : ভক্তের সকল মনোঃস্কামনা পূরণ হয়; কর্মক্ষেত্র ও আর্থিক উন্নতির পথ প্রশস্থ হয় এই মন্ত্র পাঠে।