মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ

Mallikarjuna Jyotirlingam // Srisailam Mallikarjuna Temple Timings,Mythological Story,Pooja Timing,How to Reach




মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত। এই স্থানটি ১৮টি মহাশক্তি পীঠের একটি। এই স্থানে সতীর উপরোষ্ঠ পড়েছিল। এছাড়াও এই মন্দিরটি

২৭৫টি পাদল পেত্রা স্থলমের অন্যতম মন্দির।


পৌরাণিক কাহিনী :


শিব পার্বতীর দুই ছেলে কার্তিক ও গণেশ বিয়ের উপযুক্ত হলে তাদের জন‍্য পাত্রী খুঁজছিলেন তার বাবা মা। কে আগে বিবাহ করবেন এই নিয়ে কার্তিক ও গণেশের মধ্যে কে আগে বিবাহ করবে সেই নিয়ে তুমুল বিরোধ বাধে। এই বিরোধ মেটাতে শিব বলেন যে আগে বিশ্ব প্রদক্ষিণ করবে তার আগে বিবাহ হবে। এই কথা শোনা মাত্র কার্তিক তার বাহন ময়ূরে চেপে বেরিয়ে পড়ে বিশ্ব পরিক্রমা করতে। কিন্তু গণেশ তার পিতামাতার সাতবার প্রদক্ষিন করে। শাস্ত্রমতে পিতামাতাকে প্রদক্ষিণ করলেই ভূলোক প্রদক্ষিন হয়ে যায়। শিব তার কথামত বুদ্ধি, সিদ্ধি ও ঋদ্ধির সঙ্গে গণেশের বিবাহ দেন। কার্তিক পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে এসব দেখে রেগে গিয়ে ক্রৌঞ্চ পর্বতে কুমারব্রহ্মচারী নামে বাস করতে চলে যান। শিব কার্তিককে শান্ত করতে সেখানে আসেন। তা দেখে কার্তিক অভিমান করে অন্যত্র চলে যেতে চাইলে সকল দেবতাদের অনুরোধে তিনি কাছাকাছিই থেকে যান। শিব ও পার্বতী যে স্থানে ছিলেন সেই স্থানটি হল শ্রীশৈলম । শিব অমাবস্যায় ও পার্বতী পূর্ণিমায় কার্তিককে দেখতে সেখানে আসতেন। কিছুকাল পরে পার্বতী পুত্র গণেশ কে বলেন,কার্তিক তাকে ছেড়ে চলে যাবার জন্য তিনি খুব কষ্টে আছেন। আড়ালে সব কথা শুনে কার্তিক সকল অভিমান ছেড়ে তার মায়ের কাছে আবার কৈলাসে ফিরে যান এবং দেবী ষষ্ঠী কে বিবাহ করেন।


মন্দির খোলা ও বন্ধের সময়সূচী :


4:30 am to 3.30 pm & 4.30 PM to 10 PM.



পুজোর বিস্তারিত সময়সূচী :


Mangalavadyams : 4:30 AM to 5:00 AM.

Suprabhatam : 5:00 AM to 5:15 AM.

Pratahkalapuja : 5:15 AM to 6:30 AM.

Gopuja : 5:15 AM to 6:30 AM.

Maha Mangala Harathi : 5:15 AM to 6:30 AM.

Darshanam : 6.:30 AM to 1:00 PM.

Abhishekam : 6.:30 AM to 1:00 PM.

Archanas : 6.:30 AM to 1:00 PM.

Alankara Darshanam : 1:00 PM to 3:30 PM.

Mangalavadyams : 4:30 PM to 4:50 PM.

Pradoshakalapuja : 4:50 PM to 5:20 PM.

Susandhyam and Maha Mangala Harathi : 5:20 PM to 6:00 PM.

Rajopachara puja to Bhramaramba Devi : 5:50 PM to 6:20 PM.

Darshanam : 6:20 PM to 9:00 PM.

Abhishekam and Archanas : 6:20 PM to 9:00 PM.

Dharma Darshanam : 9:00 PM to 10:00 PM.

Ekantha Seva : 9:30 PM to 10:00 PM.


মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরে কিভাবে পৌছাবেন :


নিকটবর্তী বিমানবন্দর : রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ।

মন্দির থেকে দূরত্ব : 202 KM.


নিকটবর্তী রেলওয়ে স্টেশন : মার্কাপুর।

মন্দির থেকে দূরত্ব : 80 KM.


নিকটবর্তী বাসস্টান্ড : শ্রীশৈলম বাসস্টান্ড।

মন্দির থেকে দূরত্ব : 1 KM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *