2023 সালের ভাই ফোঁটার তারিখ ও সময়

কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই ভাই ফোঁটা উৎসব পালিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব পরিচিত ভাইদুজ নামে।

ভাই ফোঁটার তারিখ :

তারিখ : 14 নভেম্বর।

বার : মঙ্গলবার।

অপরাহ্ন সময় – 01:01 PM থেকে 02:46 PM.

দ্বিতীয়া তিথি শুরু – 14 নভেম্বর, 2023,

09:06 AM
দ্বিতীয়া তিথি শেষ – 15 নভেম্বর, 2023 08:17 AM.

Leave a Comment