গণেশ চতুর্থী

 গণেশ চতুর্থী 2023 তারিখ এবং সময় // Ganesh Chaturthi 2023 Date and Time

Ganesh Chaturthi 2023


গণেশ চতুর্থী হল শিব ও পার্বতীর পুত্র বুদ্ধি,সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা  প্রজাপতি গণেশের বাৎসরিক পুজো উৎসব। এটা বিশ্বাস করা হয় এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামেও পরিচিত। ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে এই গণেশের পুজো বা গণেশ চতুর্থী পালিত হয়। দশদিনব্যাপী এই গণেশোৎসবের পরিসমাপ্তি হয় চতুর্দশীর দিন। গণেশ পুজো ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও মূলত এই উৎসব মহারাষ্ট্র,গোয়া,কর্ণাটক,রাজস্থান,মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাত ও ছত্তিশগড় রাজ্যে বিশেষ ভাব পালিত হয়। ভারতের বাইরেও যেমন নেপালে এই উৎসব পালিত হয়।

2023 সালের গণেশ চতুর্থী কবে?

Date : 19 সেপ্টেম্বর।

বার : মঙ্গলবার।

2023 সালের গণেশ চতুর্থী পুজোর সময়সূচী :

চতুর্থী তিথি শুরু – 18 সেপ্টেম্বর, 2023.

সময় : 12:39 PM.

চতুর্থী তিথি শেষ – 19 সেপ্টেম্বর, 2023.

সময় : 01:43 PM.

গণেশ পুজোর মন্ত্র :

গণেশ পুজোর বিভিন্ন মন্ত্রগুলো জানতে নীচের Link গুলোতে Click করুন।

1. গণেশ দ্বাদশা নামাবলী।

2. গণেশ আরতি।

3. গণেশ চালিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *