লক্ষ্মী চালীসা // Laxmi Chalisa In Bengali

 লক্ষ্মী চালীসা // Laxmi Chalisa Lyrics in Bengali

laxmi chalisa

লক্ষ্মী চালীসা হল মালক্ষ্মীকে প্রসন্ন করবার এক শক্তিশালী মন্ত্র। এই শ্ৰী লক্ষ্মী চালীশা পাঠ করলে ধন দৌলতের দেবী মালক্ষ্মী ভক্তদের ওপর অত্যন্ত প্রসন্ন হন।


।। দোহা।।


মাতু লক্ষ্মী করি কৃপা, করো হৃদয় মেঁ বাস।

মনোকামনা সিদ্ধ করি, পুরবহু মেরী আস । ।


।। সোৱঠা।।


য়হী মোর অরদাস, হাত জোড় বিনতী করু।

সববিধি করৌ সুবাস, জয় জননি জগদম্বিকা।।

|| চৌপাঈ ||

সিন্ধু সুতা মে্যঁ সুমিরো তোহী।

জ্ঞান বুদ্ধি বিদ্যা দে মোহী।।

তুম সমান নহী কোই উপকারী।

সব বিধি পুরবহু আস হমারী।।

জয় জয় জয় জননী জগদম্বা।

সবকী তুম হী হো অবলম্বা।।

তুম হো সব ঘট ঘট কে বাসী।

বিনতী য়হী হমারী খাসী।।

জগ জননী জয় সিন্ধুকুমারী।

দীনন কী তুম হো হিতকারী।।

বিনবোঁ নিত্য তুমহি মহারানী।

কৃপা করো জগ জননি ভবানী।।

কেহি বিধি স্তুতি করোঁ তিহারী।

সুধি লীজৈ অপরাধ বিসারী।।

কৃপা দৃষ্টি চিতবো মম ওরী।

জগ জননী বিনতী সুন মোরী।।

জ্ঞান বুদ্ধি সব সুখ কা দাতা।

সংকট হরো হমারী মাতা।।

ক্ষীর সিন্ধু জব বিষ্ণু মথায়ো।

চৌদহ রত্ন সিন্ধু মেঁ পায়ো।।

চৌদহ রত্ন মেঁ তুম সুখরাসী।

সেবা কিয়ো প্ৰভু বনদাসী।।

জো জো জন্ম প্রভু জহাঁ লীনা।

রূপ বদল তহঁ সেবা কীনহা৷৷

স্বয়ঁ বিষ্ণু জব নরতনু ধারা।

লীনহেউ অবধপুরী অবতারা।।

তব তুম প্রগট জনকপুর মাহী।

সেবা কিয়ো হৃদয় পুলকাহী।।

অপনায়ো তোহি অন্তর্যামী।

বিশ্ব বিদিত ত্রিভুবন কে স্বামী।।

তুম সম প্রবল শক্তি নহিঁ আনি।

কহু লোঁ মহিমা কহোঁ বখানী।।

মন ক্রম বচন করে সেবকাই।

মন ইচ্ছিত বাঁছিত ফল পাই।।

তজি ছল কপট ঔর চতুরাই।

পূজহি বিবিধ মনলাই।।

ঔর হাল ম্যাঁ কহোঁ বুঝাই।

জো য়হ পাঠ করৌ মন লাই।।

তাকো কোই কষ্ট ন হোই।

মন ইচ্ছিত পাবৈ ফল সোই।।

ত্রাহি ত্রাহি জয় দুখ নিবারিণী।

তাপভব বন্ধন হারিণী।।

জো য়হ পঢ়ে ঔর পঢ়াবে।

ধ্যান লগাকর সুনৈ সনাবৈ।।

তাকো কোই না রোগ সতাবে।

পুত্র আদি ধন সুম্পত্তি পাবে।।

পুত্রহীন অরু সম্পতিহীনা।

অন্ধ বধির কোটী অতি দীনা।।

বিপ্র বোলায় কে পাঠ করাবে।

শংকা দিল মেঁ কভী না লাবৈ।।

পাঠ করাবৈ দিন চালীসা।

তাপর কৃপা কেঁ গৌরীসা।।

সুখ সম্পতি বহুত সো পাবৈ।

কর্মী নহী কাহু কী আবৈ ।।

বারহ মাস করে সো পূজা।

তেহি সম ধন্য ঔর নহি দূজা।।

প্রতিদিন পাঠ করে মনমাহী।

ঊন সম কোই জগ মেঁ কহু নাহী।।

বহুবিধি ক্যা ম্যাঁ করোঁ বড়াই।

লেয় পরীক্ষা ধ্যান লগাই।।

করি বিশ্বাস করে ব্রত নেমা।

হোয় সিদ্ধ উপজৈ উর প্রেমা।।

জয় জয় জয় লক্ষ্মী ভবানী।

সব মেঁ ব্যাপিত হো গুণখানী।।

তুমহারো তেজ প্রবল জগ মাহী।

তুম সমকোউ দয়ালু কহু নাহি।।

মোহি অনাথ কী সুধ অব লীজৈ।

সংকট কাটি ভক্তি মোহি দীজৈ।।

ভূল চূক করি ক্ষমা হমারী।

দর্শন দীজৈ দশা নিহারী।।

কেহ প্রকার ম্যাঁয় করোঁ বড়াই।

জ্ঞান বুদ্ধি মোহি নহিঁ অধিকাই।।

বিন দর্শন ব্যাকুল অধিকারী।

তুমহি অছত দুখ সহতে ভারী।।

নহি মোহি জ্ঞান বুদ্ধি হ্যায় মম মেঁ।

সব জানত হো অপনে মন মেঁ।।

রূপ চতুর্ভুজ করকে ধারণ।

কষ্ট মোর অব করহু নিবারণ।।


৷৷ দোহা ।।


ত্রাহি ত্রাহি দুখ হারিণী, হরো বেগি সব ত্রাস।

জয়তি জয়তি জয় লক্ষ্মী, করো দুম্মন কা নাশ।।

রামদাস ধরি ধ্যান নিত, বিনয় করত কর জোর।

মাতু লক্ষ্মী দাস পৈ, করহু দয়া কী কোর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *