2023 সালের বুদ্ধ পূর্ণিমার তারিখ ও সময়

Buddha Purnama 2023 // বুদ্ধ পূর্ণিমা 2023

Buddha purnima



বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মানুলম্বী মানুষদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। শুধু বৌদ্ধ ধর্মানুলম্বী মানুষ এই দিনটি পালন করেন পবিত্র বুদ্ধ পূর্ণিমা। এদিনই গৌতম বুদ্ধের এই ধরাধামে আবির্ভাব হয়েছিল,এই দিনই উনি বোধি লাভ করেন এবং এই দিনই তার মহাপরিনির্বাণ লাভ হয়। এই পুণ্যোৎসব প্রতি বছর বাংলার বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়।

2023 সালের বুদ্ধ পূর্ণিমা কবে :

তারিখ : 05ই মে, 2023.
বার : শুক্রবার।

বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার সময় :

পূর্ণিমা তিথি শুরু = 4 মে 2023, রাত 11:43 PM.
পূর্ণিমা তিথি শেষ = 5 মে 2023, রাত 11:03 PM.

Leave a Comment