Hanuman Chalisa পাঠের সময় এই ভুল গুলি করছেন নাতো?

Mistake never do while reading Hanuman Chalisa / How to read Hanuman Chalisa to Get best Results – হনুমান চালিসা পাঠ করার সঠিক নিয়ম


আমরা অনেকেই একটি সুন্দর জীবন পেতে বা জীবনের কোন সমস্যা সমাধানে Hanuman Chalisa পাঠ করে থাকি। কিন্তু আমরা আমাদের অজান্তেই Hanuman Chalisa পাঠের সময় এই Mistake গুলি করে থাকি। অনেকেই অনেকদিন ধরেই হনুমান চালিসা পরছেন কিন্তু আশানুরুপ ফল পাচ্ছেন না। অনেকেই অনেক বছর ধরে হয়ত পাঠ করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পান নি। আপনার হয়ত হনুমানজীর ওপর ভক্তিতে কোন কমতি নেই আপনি মনে করছেন। তাও আপনি ভাবছেন আপনার ভুলটি কোথায়? এবার আপনাকে একটা প্রশ্ন করি আপনার Hanuman Chalisa পাঠের সময় এই ভুল গুলো করছেন নাতো? উত্তরে বলা যেতে পারে হ্যাঁ আপনার হনুমান চালিসা পাঠের পদ্ধতিতে কিছু ভুল হয়ে যাচ্ছে হয়ত। এই ভুল গুলি হয়ত খুব ছোট ছোট। কিন্তু এই ভুল গুলি ঠিক কোথায় জানলে আপনিও Hanuman Chalisa পাঠের best result পাবেন পাবেন খুব তাড়াতাড়ি। আসুন এবার জেনেনি হনুমান চালিসা পাঠ করবার সঠিক নিয়ম।

How to read Hanuman Chalisa to Get best Results :


1.Hanuman Chalisa পাঠ করবার সময় অবশ্যই পরিস্কার কাপড় পরে পাঠ করবেন। যদি সম্ভব হয় স্নান করে পাঠ করবেন। 

2.পাঠ করবার সময় কোন লাল আসনে বসে পাঠ করবেন।

3.আমরা হনুমান চালিসা পাঠ দ্রুত করবার জন্য অনেক উচ্চারণ ভুল করি। এই ভুল উচ্চারণ এড়ানোর জন্য দেখে দেখে আস্তে আস্তে পাঠ করুন। 
4.Hanuman Chalisa পাঠ করবার সময় আপনি অবশ্যই এর অর্থ সহ পাঠ করবেন। এর প্রতিটি লাইনের আলাদা আলাদা মানে আছে। আছে আলাদা আলাদা গুরুত্ব। অর্থ সহ হনুমান চালিসা পেতে এখানে click করুন।
5.যদি কোন বিশেষ উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করা শুরু করেন তাহলে অবশ্যই মঙ্গলবার বা শনি বার থেকে শুরু করুন।
6.Hanuman Chalisa পাঠের উদ্দেশ্য যেন কারও ক্ষতি করার না হয়। তাহলে এর চরম পরিনাম আপনাকে ভুগতে হবে।
7.হনুমান চালিসা কতবার পাঠ করবেন তা আপনার উপর নির্ভর করছে। তবে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে যেমন চাকরি পাবার জন্য, পরীক্ষায় ভাল ফল লাভের জন্য এই রকম যদি কোন কারন হয় তাহল দিনে সাত বার এক চল্লিশ দিন পাঠ করতে হবে।
8.Hanuman Chalisa পড়বার আগে অবশ্যই কিছুক্ষণ রামনাম করে নেবেন। 

9.মন শুদ্ধ আর পরিস্কার রাখুন। মনে রাখবেন হনুমান চালিসাতে একটি চৌপাই রয়েছে। যেখানে বলা আছে : মহাবীর বিক্রম বজরংগী |কুমতি নিবার সুমতি কে সংগী |অর্থাৎ উনি যাদের মনের উদ্দেশ্য খারাপ তাদের সঙ্গে থাকেন না। তাই আপনি যদি একজন খারাপ মনের মানুষ হন বা সব সময় অপরের ক্ষতি করেন বা ক্ষতি করার কথা চিন্তা করেন তবে Hanuman Chalisa পাঠে লাভ হবে না। আপনি যতই যা করুন হনুমানজীর যত টাকা খরচা করেই পুজো করুন আর যত নিয়ম নিষ্ঠাবান হন না কেন আপনার হনুমান চালিসা পাঠে লাভ পাবেন না। পেলেও তা ক্ষনিকের জন্য। তাই হনুমান চালিসা পাঠের নিয়ম পরিস্কার কাপড়ের সঙ্গে পরিস্কার মন। 

 10.হনুমান চালিসার শেষ চৌপাইতে রয়েছে  :

তুলসীদাস সদা হরি চেরা। কীজৈ নাথ হৃদয মহ ডেরা।। 

      এই খানে তুলসীদাসজীর বদলে আপনি আপনার নাম নিন।


11. Hanuman Chalisa পাঠ শেষে আপনি দশ মিনিট ধ্যান করলে খুব ভাল হয়। এই ধ্যান করবার সময় আপনি ভাববেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছেন। আপনি জীবনে খুব খুশি আছেন। আপনি সেই ধ্যানের মধ্যে সেই রকম একটি মনে মনে ছবি তৈরি করার প্রস্তত করুন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর পরে আপনি কি রকম অনুভব করবেন। মনে করুন আপনি চাকরির জন্য Hanuman Chalisa পাঠ করছেন তাহলে চিন্তা করুন সেই চাকরি পাবার পর আপনি কি রকম অনুভব করছেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার সঙ্গে কি রকম ব্যবহার করছে বা কিরকম আপনাকে বাহবা দিচ্ছে। এই positive চিন্তা গুলি করুন।


মনে রাখবেন এই কলি যুগের সবচেয়ে জার্গত দেবতা হলেন হনুমানজী। আর ওনার কৃপা পাওয়ায় রাস্তাও ওনার মতই সরল। একটু ভক্তি ভরে সরল মনে ওনাকে ডাকলেই ওনার কৃপা পাওয়া যায়। আর ওনাকে আরাধনার সহজ রাস্তা হল সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ। আশাকরি Hanuman Chalisa পাঠ করার যে ভুল গুলি করছিলেন সেই ভুল গুলি শুধরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন খুব তাড়াতাড়ি।

                           জয় শ্রীরাম



1. রোগমুক্তির জন্য হনুমান চালিসা মন্ত্র পেতে click করুন।

2. বাংলায় হনুমান চালিসা পেতে click করুন।
3.বাংলা স্বরলিপিতে হনুমান চালিসার lyrics পেতে click করুন।
4.”হনুমান চালিসায় বিজ্ঞান “- এই তত্বে একটি যুক্তিবাদি আলোচনা পড়তে click করুন।

     




    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *