শ্রী রাম চালীসা

 

Ram chalisa



শ্রী রাম চালীসা হল ভগবান রাম ও বজরংবলীকে প্রসন্ন করবার সবচেয়ে সহজতম উপায়। যে ব‍্যাক্তি নিত‍্য এই রাম চালিশা পাঠ করেন তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। এই চালিশা পাঠে হনুমানজীও খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। মাথায় রাখবেন যেখানে শ্রী রামের নাম সেখানেই বজরংবলী প্রসন্ন। তাই আপনাদের সামনে রইল বাংলা লিরিক্স সহ শ্রী রাম চালিশা।


শ্রী রাম চালীসা


চৌপাঈ


শ্রী রঘুবীর ভক্ত হিতকারী।

সুনি লীজৌ প্রভু অরজ হমারী ।।

নিশি দিন ধ্যান ধরৈ জো কোই।

তা সম ভক্ত ঔর নহি হোই।।


ধ্যান ধরে শিবজী মন মাহী।

ব্রহ্মা ইন্দ্র পার নহি পাহী।।

জয় জয় জয় রঘুনাথ কৃপালা।

সদা করো সন্তন প্রতিপালা ৷৷


দূত তুমহার বীর হনুমানা। 

জাসু প্রভাব তিহু পুর জানা।।

তব ভুজদণ্ড প্রচণ্ড কৃপালা।

রাবণ মারি সুরন প্রতিপালা।।


তুম অনাথ কে নাথ গোসাই।

দীনন কে হো সদা সহাই।।

ব্রহ্মাদিক তব পার না পাব।

সদা ইশ তুমহরো য়শ গাবৈ।।


চারিউ বেদ ভরত হৈঁ সাখী

তুম ভক্তন কী লজ্জা রাখী।।

গুণ গাবত শারদ মম মাহী।

সুরপতি তাকো পার না পাহী।।


নাম তুমহার লেত জো কোই।

তা সম ধন্য ঔর নহি হোই।।

রাম নাম হ্যা অপরম্পারা।

চারিউ বেদন জাহি পুকারা।।


গণপতি নাম তুমহারো লীনহৌ।

তিনকো প্রথম পূজ্য তুম কীনহোঁ।।

শেষ রটত নিত নাম তুমহারা।

মহি কো ভার শশী পর ধারা।।


ফুল সমান রহত সো ভারা।

পাব ন কোউ তুমহারো পারা।।

ভরত নাম তুমহরো উর ধারো।

তাসো কবহু ন রণ মে হারো।।


নাম শত্রুহন হৃদয় প্রকাশা।

সুমিরত হোত শত্রু কর নাশা।।

লখন তুমহারে আজ্ঞাকারী।

সদা করত সন্তন রখবারী।।


তাতে রণ জীতে নহি কোই।

যুদ্ধ জুরে যমহু কিন হোই।।

মহা লক্ষ্মী ধর অবতারা।

সব বিধি করত পাপ কো ছারা।।


সীতা নাম পুনীতা গায়ো।

ভুবনেশ্বরী প্রভাব দিখায়ো।।

ঘট সোঁ প্রকট ভই সো আই।

জাকো দেখত চন্দ্ৰ লজাই।।


সো তুমরে নিত পাঁব পলোটত।

নবো নিদ্ধি চরণন মেঁ লোটত।।

সিদ্ধি অঠারহ মঙ্গলকারী।

সো তুম পর জাবৈ বলিহারী।।


ঔরহু জো অনেক প্রভুতাই।

সো সীতাপতি তুমহি বনাই।।

ইচ্ছা তে কোঠিন সংসারা।

রচত না লাগত পল কী বারা।।


জো তুমহরে চরণন চিত লাবৈ।

তাকী মুক্তি অবসি হো জাৰৈ।।

জয় জয় জয় প্রভু জ্যোতি স্বরূপা।

নির্গুণ ব্রহ্মা অখণ্ড অনুপা।।


সত্য সত্য সত্য ব্রত স্বামী।

সত্য সনাতন অন্তর্যামী।।

সত্য ভজন তুমহরো জো গাবৈ।

সো নিশ্চয় চারো ফল পাবে।।


সত্য শপথ গৌরিপতি কীনহী।

তুমনে ভক্তিহিঁ সব সিধি দীনহী।।

সুনহু রাম তুম তাত হমারে।

তুমহি ভরত কুল পূজ্য প্রচারে।।


তুমহি দেব কুল দেব হমারে।

তুম গুরু দেব প্রাণ কে প্যারে।।

জো কুছ হো সো তুম হী রাজা।

জয় জয় জয় প্রভু রাখো লাজা।।


রাম আত্মা পোষণ হারে।

জয় জয় জয় দশরথ দুলারে।।

জ্ঞান হৃদয় দো জ্ঞান স্বরূপা ।

নমো নমো জয় জগপতি ভূপা।।


ধন্য ধন্য তুম ধন্য প্রতাপা।

নাম তুমহার হরত সংতাপা।।

সত্য শুদ্ধ দেবন মুখ গায়া।

বজী দুন্দুভী শংখ বজায়৷৷


সত্য সত্য তুম সত্য সনাতন।

তুম হী হো হমারে তন মন ধন।।

যাকো পাঠ করে জো কোই।

জ্ঞান প্রকট তাকে উর হোই।।


আবাগমন মিটে তিহি কেরা।

সত্য বচন মানে শিব মেরা।।

ঔর আস মন মেঁ জো হোই।

মন বাঁছিত ফল পাবে সোই।।


তীনহু কাল ধ্যান জো ল্যাবোঁ।

তুলসী দল অরু ফুল চঢ়াবৈঁ।।

সাগ পত্র সো ভোগ লগাবৈ।

সো নর সকল সিদ্ধতা পাবে।।


অন্ত সময় রঘুবর পুর জাই।

জহাঁ জন্ম হরি ভক্ত কহাই।।

শ্রী হরিদাস কহৈ অরু গাবৈ।

সো বৈকুণ্ঠ ধাম কো জাবৈ।।


।। দোহা ।।


সাত দিবস জো নেম কর,পাঠ করে চিত লায়।

হরিদাস হরি কৃপা সে,অবসি ভক্তি কো পায়।।

রাম চালীসা জো পঢ়ে,রাম চরণ চিত লায়।

জো ইচ্ছা মন যে করে,সকল সিদ্ধ হো জায়।।

Leave a Comment