2023 সালের অক্ষয় তৃতীয়ার তারিখ ও সময়

 2023 সালের অক্ষয় তৃতীয়ার তারিখ ও পুজোর সময়সূচী // 2023 Akshaya Tritiya Date and Puja Timing

2023 Akshaya Tritiya Date and Puja Timing

 

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি বাঙ্গালীদের কাছে পহেলা বৈশাখের মতই অত্যন্ত শুভ একটি দিন। এইদিন বাঙ্গালীরা কোন শুভ কাজ শুরু করে এবং বাড়িতে ও দোকানে লক্ষ্মী গণেশের পুজো করে।

 

অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ :

 

এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই দিন মহাভারত রচনার কাজ শুরু করেন গণেশ ও বেদব‍্যাস। এই দিনই গাঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন মর্তে রাজা ভগীরথ। এই দিনই মহাদেবের কৃপায় কুবেরের লক্ষ্মী লাভ হয়। এই বিশেষ দিনেই সত‍্য যুগের শেষ হয়ে শুরু হয় ত্রেতা যুগের।

 

অক্ষয় তৃতীয়ার তারিখ ও পুজোর সময়সূচী :

 

তারিখ : 23 April.

বার : রবিবার।

 

তৃতীয়া তিথি শুরু  – 22 এপ্রিল, 2023,

সময় : সকাল 07:49 AM.

তৃতীয়া তিথি শেষ  – 23 এপ্রিল, 2023,

সময় : সকাল 07:47 AM.

 

অক্ষয় তৃতীয়ার পুজোর মুহূর্ত :

 

23 April রবিবার 05:10 AM থেকে 07:47 AM পযর্ন্ত।

সময়কাল – 02 ঘন্টা 37 মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *