দরিদ্রতা দূর করতে প্রতিদিন মাত্র ১ বারপাঠ করুন লক্ষ্মী অষ্টোত্তর শতনাম মন্ত্র।

লক্ষ্মী অষ্টোত্তরশতনাম মন্ত্র হল মা লক্ষ্মীর সকল মন্ত্রের মধ্যে অন‍্যতম। মা লক্ষ্মী হলেন ধন এবং ঐশ্বর্যের দেবী। তিনি প্রসন্ন হলে ব‍্যক্তির জীবনে আর কোন প্রকার অর্থাভাব থাকে না। এই লক্ষ্মী ১০৮ নাম মন্ত্র নিত‍্য ভক্তি ও বিশ্বাস ভরে পাঠ করলে জীবন থেকে সকল দরিদ্রতা দূর হয়।

Ashtottara Shatanamavali of Goddess Lakshmi in Bengali // 108 Names of Goddess Lakshmi in Bengali


ওঁ প্রকৃত্যৈ নমঃ।
ওঁ বিকৃত্যৈ নমঃ।
ওঁ বিদ্যায়ৈ নমঃ।
ওঁ সর্বভূত হিতপ্রদায়ৈ নমঃ।
ওঁ শ্রদ্ধায়ৈ নমঃ।
ওঁ বিভূত্যৈ নমঃ।
ওঁ সুরাভ্যৈ নমঃ।
ওঁ পরমাত্মিকায়ৈ নমঃ।
ওঁ বাচৈ নমঃ।
ওঁ পদ্মালয়ায়ৈ নমঃ।
ওঁ পদ্মায়ৈ নমঃ।
ওঁ শুচায়ে নমঃ।
ওঁ স্বাহায়ৈ নমঃ।
ওঁ স্বধায়ৈ নমঃ।
ওঁ সুধায়ৈ নমঃ।
ওঁ ধন্যায়ৈ নমঃ।
ওঁ হিরণ্মায়ৈ নমঃ।
ওঁ লক্ষ্ম্যৈ নমঃ।
ওঁ নিত্যপুষ্টায়ৈ নমঃ।
ওঁ বিভাবার্যৈ নমঃ।
ওঁ অদিত্যৈ নমঃ।
ওঁ দিত্যৈ নমঃ।
ওঁ দীপায়ৈ নমঃ।
ওঁ বসুধায়ৈ নমঃ।
ওঁ বসুধারিণ্যৈ নমঃ।
ওঁ কমলায়ৈ নমঃ।
ওঁ কাংতায়ৈ নমঃ।
ওঁ কামাক্ষ্যৈ নমঃ।
ওঁ ক্রোধদসংভবায়ৈ নমঃ।
ওঁ অনুগ্রহপ্রদায়ৈ নমঃ।
ওঁ ঋদ্ধয়ে নমঃ।
ওঁ অনঘায়ৈ নমঃ।
ওঁ হরিবল্লভায়ৈ নমঃ।
ওঁ অশোকায়ৈ নমঃ।
ওঁ অমৃতায়ৈ নমঃ।
ওঁ দীপ্তায়ৈ নমঃ।
ওঁ লোকশোক বিনাশিন্যৈ নমঃ।
ওঁ ধর্মনিলয়ায়ৈ নমঃ।
ওঁ করুণায়ৈ নমঃ।
ওঁ লোকমাত্রে নমঃ।
ওঁ পদ্মপ্রিয়ায়ৈ নমঃ।
ওঁ পদ্মহস্তায়ৈ নমঃ।
ওঁ পদ্মাক্ষ্যৈ নমঃ।
ওঁ পদ্মসুংদর্যৈ নমঃ।
ওঁ পদ্মোদ্ভবায়ৈ নমঃ।
ওঁ পদ্মমুখ্যৈ নমঃ।
ওঁ পদ্মনাভপ্রিয়ায়ৈ নমঃ।
ওঁ রমায়ৈ নমঃ।
ওঁ পদ্মামালাধরায়ৈ নমঃ।
ওঁ দেব্যৈ নমঃ।
ওঁ পদ্মিন্যৈ নমঃ।
ওঁ পদ্মগংধিন্যৈ নমঃ।
ওঁ পুণ্যগাংধায়ৈ নমঃ।
ওঁ সুপ্রসন্নায়ৈ নমঃ।
ওঁ প্রসাদাভিমুখ্যৈ নমঃ।
ওঁ প্রভায়ৈ নমঃ।
ওঁ চন্দ্রবদনায়ৈ নমঃ।
ওঁ চন্দ্রায়ৈ নমঃ।
ওঁ চন্দ্রসাহোদয়ৈ নমঃ।
ওঁ চতুর্ভুজায়ৈ নমঃ।
ওঁ চদ্ররূপায়ৈ নমঃ।
ওঁ ইংদিরায়ৈ নমঃ।
ওঁ ইংদুশীতলায়ৈ নমঃ।
ওঁ আহ্লাদজনন্যৈ নমঃ।
ওঁ পুষ্ট্যৈ নমঃ।
ওঁ শিবায়ৈ নমঃ।
ওঁ শিবকর্যৈ নমঃ।
ওঁ সত্যৈ নমঃ।
ওঁ বিমলায়ৈ নমঃ।
ওঁ বিশ্বজনন্যৈ নমঃ।
ওঁ তুষ্টয়ে নমঃ।
ওঁ দারিদ্র্যনাশিন্যৈ নমঃ।
ওঁ প্রীতিপুষ্কারিণ্যৈ নমঃ।
ওঁ শাংতায়ৈ নমঃ।
ওঁ শুক্লামাল্যাবরায়ৈ নমঃ।
ওঁ শ্রিয়ৈ নমঃ।
ওঁ ভাস্কর্যৈ নমঃ।
ওঁ বিল্বনিলয়ায়ৈ নমঃ।
ওঁ বরারোহায়ৈ নমঃ।
ওঁ যশস্বিন্যৈ নমঃ।
ওঁ বসুংধরায়ৈ নমঃ।
ওঁ উদারাংগায়ৈ নমঃ।
ওঁ হারিণ্যৈ নমঃ।
ওঁ হেমমালিন্যৈ নমঃ।
ওঁ ধনধান্য কর্যৈ নমঃ।
ওঁ সিদ্ধায়ে নমঃ।
ওঁ সদাসৌম্যায়ৈ নমঃ।
ওঁ শুভপ্রদায়ৈ নমঃ।
ওঁ নৃপবেশ্ম গতানংদায়ৈ নমঃ।
ওঁ নংদায়ৈ নমঃ।
ওঁ বরলক্ষ্ম্যৈ নমঃ।
ওঁ বসুপ্রদায়ৈ নমঃ।
ওঁ শুভায়ৈ নমঃ।
ওঁ হিরণ্যপ্রাকারায়ৈ নমঃ।
ওঁ সমুদ্র তনয়ায়ৈ নমঃ।
ওঁ জয়ায়ৈ নমঃ।
ওঁ মংগলায়ৈ দেব্যৈ নমঃ।
ওঁ বিষ্ণু বক্ষঃস্থল স্থিতায়ৈ নমঃ।
ওঁ বিষ্ণুপত্ন্যৈ নমঃ।
ওঁ প্রসন্নাক্ষ্যৈ নমঃ।
ওঁ নারায়ণ সমাশ্রিতায়ৈ নমঃ।
ওঁ দারিদ্র্য ধ্বংসিন্যৈ নমঃ।
ওঁ সর্বোপদ্রব বারিণ্যৈ নমঃ।
ওঁ নবদুর্গায়ৈ নমঃ।
ওঁ মহাকাল্যৈ নমঃ।
ওঁ ব্রহ্ম বিষ্ণু শিবাত্মিকায়ৈ নমঃ।
ওঁ ত্রিকাল জ্ঞান সংপন্নায়ৈ নমঃ।
ওঁ ভুবনেশ্বর্যৈ নমঃ।

মা লক্ষ্মী অষ্টোত্তরশতনাম মন্ত্র সমাপ্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *