April 15, 2024

Ganesh Aarti

 Ganesh Aarti / Ganesh Aarti Lyrics  


Ganesh aarti




সিদ্ধি দাতা গণেশ জীর পূজোর অন‍্যতম প্রধান অঙ্গ হল গণেশ আরতি । যেকোন পূজো বা শুভ কাজ করবার আগে গণেশ জীর পুজোর বিধান রয়েছে। গণেশ জীকে সংকট মোচন বলা হয়। বলা হয় যে গৃহে গণেশ জীর পুজো ভক্তি ভরে করা হয় সেই গৃহে কখনও কোন সংকট থাকে না,বাধা দূর হয়ে খুব তাড়াতাড়ি সাফল্য আসে এবং দরিদ্রতা দূর হয়। তাই গণেশ পুজোর জন‍্য নির্ভুল গণেশ আরতি এবং তার সঠিক বাংলা অর্থ আপনাদের সামনে পরিবেশিত হল।

Ganesh Aarti Lyrics :



    || গণেশ আরতি ||


জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা ।


বাংলা অর্থ : জয় গণেশ,জয় গণেশ,জয় গণেশ দেব।


মাতা জাকী পারবতী পিতা মহাদেবা ॥


বাংলা অর্থ : মাতা যার পার্বতী এবং পিতা মহাদেব।


একদন্ত দয়াবন্ত চারভুজাধারী । 


বাংলা অর্থ : আপনার একটি শুড় রয়েছে , আপনি মমতায় পরিপূর্ণ এবং আপনার চার হাত রয়েছে।


মাথে পর তিলক সোহে মূসে কী সবারী ॥


বাংলা অর্থ : আপনার কপালে একটি সুন্দর তিলক রয়েছে এবং আপনি ইদুরের পিঠে চরে চলেছেন।


পান চঢ়ে ফল চঢ়ে ঔর চঢ়ে মেবা । 

লাড্ডুঅন কা ভোগ লগে সন্ত করেং সেবা ॥


বাংলা অর্থ : ভক্তরা আপনাকে পান , ফুল, মেওয়া

এবং লাডু আকারে মিষ্টি ভক্তি ভরে সরবরাহ করে।


বাংলা অর্থ : হে প্রভু তুমি অন্ধকে দৃষ্টিশক্তি দান কর এবং কুষ্ঠরোগীকে নিরাময় কর।


অংধে কো আঁখ দেত কোঢ়িন কো কায়া । 


বাংলা অর্থ : হে প্রভু তুমি অন্ধকে দৃষ্টি দান কর এবং কুষ্ঠরোগীকে নিরাময় কর।


বাঁঝন কো পুত্র দেত নির্ধন কো মায়া ॥


বাংলা অর্থ : হে প্রভু তুমি বন্ধ্যা মহিলাকে সন্তান এবং দরিদ্রকে সম্পদ দান কর।


সুর শ্যাম শরণ আএ সফল কীজে সেবা ।


বাংলা অর্থ : আমরা তোমার কাছে দিনরাত প্রার্থনা করি। তুমি আমাদের সাফল্য প্রদান কর।


মাতা জাকী পারবতী পিতা মহাদেবা ॥


বাংলা অর্থ : মাতা যার পার্বতী এবং পিতা মহাদেব।


জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা ॥


বাংলা অর্থ : জয় গণেশ,জয় গণেশ,জয় গণেশ দেব।

Ganesh Aarti in Hindi : 


जय गणेश, जय गणेश, जय गणेश देवा।


माता जाकी पार्वती, पिता महादेवा।।


एकदंत, दयावन्त, चार भुजाधारी,


माथे सिन्दूर सोहे, मूस की सवारी। 


पान चढ़े, फूल चढ़े और चढ़े मेवा,


लड्डुअन का भोग लगे, सन्त करें सेवा।। 


जय गणेश, जय गणेश, जय गणेश, देवा।


माता जाकी पार्वती, पिता महादेवा।।


अंधन को आंख देत, कोढ़िन को काया,


बांझन को पुत्र देत, निर्धन को माया। 


‘सूर’ श्याम शरण आए, सफल कीजे सेवा।। 


जय गणेश जय गणेश जय गणेश देवा


माता जाकी पार्वती, पिता महादेवा।।



Ganesh Aarti by Anuradha Paudwal : 


সংকট মোচন গণেশ জীর প্রতি বুধবার নিষ্টার সঙ্গে পুজো ও তার সঙ্গে সঙ্গে গণেশ আরতি করলে আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *