2023 সালের দোলযাত্রার তারিখ ও সময়

2023 সালের দোল পূর্নিমার তারিখ ও সময় // 2023 সালের দোল যাত্রার নির্ঘন্ট // Dolyatra

Dolyatra date and time

দোল পূর্নিমা হল হিন্দুদের এক উল্লেখযোগ্য উৎসব যা পালিত হয় সারা দেশ জুড়ে। অন‍্যান‍্য অংশে এই দোলযাত্রার উৎসবকে বলা হয় হোলি। এটি মূলত রঙ্গের উৎসব যা পালিত হয় রাধা কৃষ্ণের আরাধনায়। এই দিন আবার চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। তাহলে কবে পড়েছে এই বছর অর্থাৎ 2023 সালের দোল পূর্নিমা এবং এর নির্ঘন্টই কি রয়েছে?


এবারের দোল পূর্নিমা পড়েছে 7 মার্চ, 2023.


পূর্ণিমা তিথি শুরু – 06 মার্চ, 2023 তারিখে 04:17 PM.

পূর্ণিমা তিথি শেষ – 07 মার্চ, 2023 তারিখে 06:09 PM.

Leave a Comment