April 15, 2024

2021 সালের Ram Navami – র তারিখ, সময়সূচী,গুরুত্ব এবং অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ তথ্য

আমাদের হিন্দু ধর্মে শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। তার জন্ম তিথিতে ভারত তথা গোটা পৃথিবী জুড়ে Ram Navami পালিত হয়। আজ আমরা জেনে নেব 2021 সালের রাম নবমীর তারিখ, সময়সূচী,গুরুত্ব এবং অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ তথ্য।



ram navami 2021



Ram Navami কেন পালিত হয়?


সরযূ নদীর তীরে অযোধ্যা নগরীতে রাজা দশরথ ও রাণী কৌশল‍্যার কোলে বিষ্ণুর সপ্তম অবতার রুপে জন্ম গ্রহণ করেন শ্রীরাম। শ্রীরাম চন্দ্রের জন্ম উৎযাপন উপলক্ষ্যে রাম নবমী পালিত হয় গোটা দেশ তথা পৃথিবীতে।


কখন Ram Navami পালিত হয়?


উৎসবটি বসন্ত নব রাত্রির একটি অংশ। এটি চৈত্র মাসের নবম দিনে শুক্লপক্ষে উৎযাপন করা হয়। সাধারণত ইংরেজি মাসের মার্চ বা এপ্রিল মাসে রাম নবমী পালিত হয়।

রাম জন্মের ইতিবৃওান্ত :


অযোধ্যার রাজা দশরথের তিন রাণী কৈশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী। এদের মধ্যে কেউই পুত্র সন্তান জন্ম দিতে অহ্মম ছিল। সুতরাং অযোধ্যার উওরাধিকারী চয়নে রাজা দশরথ অহ্মম ছিলেন। তাই তিনি ঋষি বশিষ্ঠর পরামর্শে পুত্র কমেস্তি যজ্ঞের আয়োজন করেন। রাজা দশরথ তাঁর তিন স্ত্রীকে পায়সম অর্থাৎ আমরা যাকে বলি পায়েস বিতরণ করেন। এবার চৈত্র মাসের নবমীর দিন কৌশল‍্যা শ্রীরাম চন্দ্রের জন্ম দেন।


Ram Navami – র পূজা বিধি :


নবমীর দিন খুব সকালে উঠে স্নান করুন এবং সূর্য নমস্কার করুন। এর পরে, পরিষ্কার পোশাক পরিধান করুন এবং শ্রী রামের উপাসনার জন্য একটি রাম,লক্ষন এবং সীতার মূর্তি বা ফটো নিন এবং গণেশের মূর্তি বা ফটো নিন। এবার একটি ছোট টুল নিন এবং সেটাকে লাল কাপড় দিয়ে ঢাকুন। এবার সেই জায়গাটিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন।


এবার লাল কাপড়ে ঢাকা টুলের ওপর গণেশের মূর্তি স্থাপন করে ধূপ,ফুল দিয়ে পূজা করুন এবং গণেশজীকে রাম নবমীর পূজা গ্রহনের জন্য অনুরোধ করুন। এবার সেখানে রামজীর মূতি বা ফটো স্থাপন করে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। এরপর মূতি বা ফটোতে চন্দনের তিলক দিন। এবার ধূপ জ্বালান। এরপরে সদাপ্রভুকে তুলসী পাতা ও পদ্ম ফুল অর্পণ করুন। ফল এবং পায়েস প্রসাদ অর্পন করুন। এই দিন রামচরিতমানস, রামায়ণ এবং রাম রক্ষাস্তোত্র পড়ুন।  এর পরে রাম আরতি করুন। রামজীর মূতি বা ফটো ঝুলা ঝুলান। পূজা শেষ হওয়ার পরে লোকদের মধ্যে প্রসাদ বিতরণ করুন।  ব্রাহ্মণকে অনুদান দান করুন। যারা উপোষ করেছেন তারা ফল খান এবং দশমীর দিন আবার একবার রামজীর পূজা করে উপোষ ভাঙুন।



পূজার উপকরণ : 


1.রাম লক্ষণ ও সীতার ফটো বা মূর্তি এবং গণেশের মূর্তি বা ফটো।

2.লাল ছোট টুল,লাল কাপড় ও একটি দোলনা।

3.গঙ্গা জল।

4.ফুল,ফল,ধূপ,চন্দন কাঠ,পায়েস,তুলসী পাতা ও পদ্ম।


2021 সালের Ram Navami পূজার সময়সূচী :


তারিখ : 21 এপ্রিল, 2021, বুধবার


রামা নবমীর মধ্যাহ্ন মুহুর্ত – সকাল 11:02 am থেকে  অপরাহ্ন 01:38 pm.


সময়কাল – 02 ঘন্টা 36 মিনিট


রাম নবমী মধ্যাহ্ন মুহূর্ত – 12:20 PM


নবমী তিথি শুরু – এপ্রিল 21, 2021 এ 12:43 am

নবমী তিথি শেষ – এপ্রিল 22, 2021 এ 12:35 am.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *