March 25, 2024

কেন ধনতেরাসের দিন মূল‍্যবান বস্তু কেনা হয়

 ধনতেরাস কি এবং কেন ঐ দিন মূল্যবান দ্রব‍্য কেনা হয় // 2023 সালের ধনতেরাসের তারিখ ও পুজোর সময়সূচী

dhanteras 2023

কার্তিক মাসের ১৩ তম দিনে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই পালিত হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী। কালী পুজোর ঠিক আগের দিন এই উৎসব পালিত হয়। পরিবারের সকলের মঙ্গল এবং ধন সম্পদ বৃদ্ধির আশায় বহু মানুষ এইদিন কুবেরে ও মালক্ষ্মীর আরাধনা করেন। পুরান মতে এই দিন ভগবান ধন্বন্তরির আবির্ভাব হয় সমুদ্র মন্থন থেকে। তার নাম থেকেই এই দিনের নাম ধনতেরাস। এই দিন ভগবান ধন্বন্তরিরও পুজো করা হয়।এই দিন প্রত‍্যেকে কোন না কোন মূল্যবান ধাতু, যেমন সোনা,রুপো,পিতল ইত্যাদি বা বাসনপত্র অথবা নতুন পোশাক কিনে থাকেন। ধনতেরাসের দিন কেন সোনা রুপো কেনা হয় সে নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে তার মধ্যে যেটি বহুল প্রচলিত সেটি হল :

রাজা হিমের অভিশাপ ছিল যে বিয়ের মাত্র চার দিনের মাথায় তার সর্প দংশনে মৃত্যু হবে। তাই স্বামীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নববধূ তাদের শয্যা কক্ষের বাইরে প্রচুর ধন-সম্পদ, সোনা রুপোর গয়না, বাসনপত্র সাজিয়ে রেখেছি নববধূ। যমরাজ সেখানে এলে ঘরের দরজায় গয়নার জৌলুস এবং প্রদীপের আলোতে তার চোখ ধাঁধিয়ে যায় এবং তিনি ফিরে যান। এই ঘটনার পর থেকেই ঘরে ঘরে ধনতেরাস পালিত হয়।

এই ঘটনার পর থেকে প্রতিবছর রাজ পরিবারে সোনার এবং রুপোর তিনি ধনতেরাস উত্‍সব পালন


2023 সালের ধনতেরাসের তারিখ ও পুজোর সময়সূচী :


তারিখ : 10 নভেম্বর।

বার : শুক্রবার।


পুজোর সময়সূচী :


পূজার শুভ মুহুর্ত – 05:13 PM থেকে 07:11 PM.

পুজোর সময়কাল – 01 ঘন্টা 58 মিনিট।


ত্রয়োদশী তিথি শুরু – 10 নভেম্বর, 2023;

সময় : 12:35 PM

ত্রয়োদশী তিথি শেষ – 11 নভেম্বর, 2023;

সময় :01:57 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *