মহাদেব শিবের যত মন্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী শিব মন্ত্র হল শিবাষ্টক স্তোত্রম ।
এই শিব মন্ত্র নিয়মিত পাঠে মানুষ তার জীবনের যেকোন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হন।
শিবাষ্টক স্তোত্রম / Shivashtakam Stotram / Powerful Shiva Mantra
প্রভুমীশমণীশমশেষগুণং
গুণহীনমহীশ-গরলাভরণম্।
রণ – নিজির্জত-দুর্জয়-দৈত্যপুরং
প্রণমামি শিবং শিবকল্পতরুম ।।১।।
গিরিরাজ-সুতান্বিত-বামতনুং
তনু-নিন্দিত-রাজিত-কোটিবিধুম।
বিধি-বিষ্ণু-শিরোধৃত-পাদযুগং
প্রণমামি শিবং শিবকল্পতরুম্।।২।।
শশলাঞ্ছিত-রঞ্জিত-সন্মুকুটুং
কটিলম্বিত-সুন্দর-কৃওিপটম্।
সুরশৈবলিনী-কৃত-পূতজটং
প্রণমামি শিবং শিবকল্পতরুম।।৩।।
নয়নত্রয়-ভূষিত-চারুমুখং
মুখপদ্ম-পরাজিত-কোটিবিধূম্।
বিধুখন্ড-বিমন্ডিত-ভাল-তটং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৪।।
বৃষরাজ-নিকেতনমাদিগুরুং
গরলাশর্নমাজি-বিষাণধরম্।
প্রমথাধিপ-সেবক-রঞ্জনকং
প্রণমামি শিবং শিবকল্পতলমন।।৫।।
মকরধ্বজ-মও-মাওঙ্গ-হরং
করিচম্মগ-নাগ-বিবোধকরম্।
বরমার্গণ-শূল-বিষাণ-ধরং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৬।।
জগদুদ্ভবপালননাশকরং
ত্রিদিবেশ-শিরোমণি-ঘৃষ্টপদম।
প্রিয়মানব-সাধুজনৈকগতিং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৭।।
অনাথং সুদীনং বিভো বিশ্বনাথ
পুনজ্জন্মদুঃখাং পরিত্রাহি শম্ভো।
ভজতোহখিল-দুঃখ-সমূহহরং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৮।।
ইতি শিবাষ্টক স্তোত্রম সম্পূর্ণং
এই মন্ত্র YouTube এ শুনতে এখানে Click করুন।
এই মন্ত্র খুব শক্তিশালী শিব মন্ত্র।আপনিও যদি আপনার জীবনে সফলতার চূড়ায় পৌছাতে চান তাহলে আপনিও রোজ পাঠ করতে পারেন শিবাষ্টক স্তোত্রম।