শিবনামাবল্যষ্টকম্ – Shivnamavlyashtakam

শিবনামাবল্যষ্টকম্ হল ভগবান শিবের অনেক মন্ত্র এবং স্তোত্রের মধ্যে অন‍্যতম গুরুত্বপূর্ণ একটি স্তোত্র বা মন্ত্র। আট স্তবক যুক্ত এই শিব স্তোত্রে ভগবান শিবের বিভিন্ন নাম বর্ণিত হয়েছে। বলা হয় এই স্তোত্র নিয়মিত পাঠ বা শ্রবণে ভক্ত এই সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট হতে নিস্তার পান এবং তিনি মৃত‍্যুর পর জন্ম মৃত‍্যুর চক্র থেকে বেরিয়ে শিবধামে যাত্রা করেন।

শিবনামাবল্যষ্টকম্

হে চন্দ্রচূড় মদনান্তক শূলপাণে স্থাণো গিরিশ গিরিজেশ মহেশ শস্তো।
ভূতেশ ভীতভয়সূদন মামনাথং সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ।

হে পার্বতী-হৃদয়বল্লভ চন্দ্রমৌলে ভূতাধিপ প্রমথনাথ গিরীশজাপ।
হে বামদেব ভব রুদ্র পিনাকপাণে সংসার-দুঃখগহনাজ্জগদীশ রক্ষ।

হে নীলকণ্ঠ বৃষভধ্বজ পঞ্চবজ্র লোকেশ শেষবলয় প্রমথেশ শর্ব।
হে ধূর্জটে পশুপতে গিরিজাপতে মাং সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ।

হে বিশ্বনাথ শিব শঙ্কর দেবদেব গঙ্গাধর প্রমথনায়ক নন্দিকেশ।
বাণেশ্বরান্ধকরিপো হর লোকনাথ সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ।।

বারাণসীপুরপতে মণিকর্ণিকেশ বীরেশ দক্ষমখকাল বিভো গণেশ।
সর্বজ্ঞ সর্বহৃদয়ৈকনিবাস নাথ সংসারদুখগহনাজ্জগদীশ রক্ষ।।

শ্রীমন্মহেশ্বর কৃপাময় হে দয়ালো হে ব্যোমকেশ শিতিকণ্ঠ গণাধিনাথ।
ভস্মাঙ্গরাগ নৃকপালকলাপমাল সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ।।

কৈলাসশৈলবিনিবাস বৃষাকপে হে মৃত্যুঞ্জয় ত্রিনয়ন ত্রিজগন্নিবাস।
নারায়ণপ্রিয় মদাপহ শক্তিনাথ সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ।।

বিশ্বেশ বিশ্বভবনাশিত বিশ্বরূপ বিশ্বাত্মক ত্রিভুবনৈকগুণাধিবাস।
হে বিশ্ববন্দ্য করুণাময় দীনবন্ধো সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *