ভগবান শিবের এক অন্যতম শক্তিশালী স্তোত্র হল শিব ষড়াক্ষর স্তোত্রম্। এই সাত স্তবক যুক্ত শিব স্তোত্রের প্রথম ছয়টি স্তবকে ভগবান শিবের পঞ্চতত্ত্বের পাঁচ রুপ এবং ওঁ রুপী পরম ব্রহ্ম স্বরুপ শিব রুপকে স্তুতি করা হয়েছে এবং সপ্তম স্তবকে এই স্তোত্র পাঠের ফলাফল সম্পর্কে বলা হয়েছে। আজ আপনারা আমাদের এই লেখায় শিবষড়ক্ষরস্তোত্রম্ সম্পর্কে বিশদ ভাবে জানবেন। আপনারা জানবেন কিভাবে এই শিব স্তোত্রের পাঠ করতে হয়, এর উপকারিতা কি এবং বাংলা হরফে শিব ষড়াক্ষর স্তোত্রম্।
Table of Contents
কিভাবে পাঠ করবেন :
প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ কাপড় পরে কোন আসনের ওপর শিব লিঙ্গ বা ভগবান শিবের ছবি বা মূর্তির সামনে ধূপ ও প্রদীপ প্রজ্জ্বলিত করে বসবেন। তারপর শিব লিঙ্গে জল অর্পন করে এই স্তোত্রটি পাঠ করবেন।
এই স্তোত্র পাঠের উপকারিতা :
নিয়মিত এই শিব স্তোত্র পাঠ করলে সংসারের সকল দুঃখ দুর্দশা বেদনা থেকে মুক্তি মেলে, ভক্তের সকল মনোকামনা পূরণ হয় এবং সর্বোপরি এই শিবষড়ক্ষরস্তোত্রম্ পাঠে ভোলেনাথ অত্যন্ত প্রসন্ন হন এবং মৃত্যুর পর ভক্ত শিব লোকে যাত্রা করেন।
শিব ষড়াক্ষর স্তোত্রম্
ওঁকারং বিন্দুসংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ।
কামদং মোক্ষদঞ্চৈব ওঁকারায় নমো নমঃ।।
নায়াতং নৈব সম্ভূতং ক্ষয়ো যস্য ন বিদ্যতে।
নমন্তি দেবতাঃ সর্ব্বে ন-কারায় নমো নমঃ।।
মহাদেবং মহাত্মানং মহাযোগিনমীশ্বরম্।
মহাপাপ-হরং দেবং ম-কারায় নমো নমঃ।।
শিবং শান্তং জগন্নাথং লোকানুগ্রহকারকম্।
শিবমেকং পরং ব্রহ্ম শি-কারায় নমো নমঃ।।
বাহনং বৃষভো যস্য বাসুকিঃ কণ্ঠভূষণম্।
বামে শক্তিধরং দেবং বা-কারায় নমো নমঃ।।
যত্র যত্র স্থিতো দেবঃ জগদ্ব্যাপী মহেশ্বরঃ।
জগৎকর্তা জগন্নাথঃ য়-কারায় নমো নমঃ।।
ষড়ক্ষরমিদং স্তোত্রং যঃ পঠেৎ শিবসন্নিধৌ।
শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে।।