অর্থসহ শিব পঞ্চাক্ষর স্তোত্রম্

শিব পঞ্চাক্ষর স্তোত্রম্ / Shiva Panchakshara Stotram

নাগেংদ্রহারায় ত্রিলোচনায় ভস্মাংগরাগায় মহেশ্বরায়।
নিত্যায় শুদ্ধায় দিগংবরায় তস্মৈ “ন” কারায় নমঃ শিবায় ॥ ১ ॥

বাংলা অর্থ : যাঁর সর্প কণ্ঠহার; ত্রিনয়ন, ভস্মই যাঁর প্রসাধন, যিনি নিত্য, শুদ্ধ, দিগম্বর ও মহেশ্বর, সেই ন-কাররূপী শিবকে প্রণাম।

মংদাকিনী সলিল চংদন চর্চিতায় নংদীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়।
মংদার মুখ্য বহুপুষ্প সুপূজিতায় তস্মৈ “ম” কারায় নমঃ শিবায় ॥ ২ ॥

বাংলা অর্থ : যাঁর শরীর মন্দাকিনীর জল ও চন্দন দ্বারা প্রলিপ্ত, মন্দার বহুপুষ্প ও অন্যান্য পুষ্প দ্বারা পূজিত, নন্দীর প্রভু, প্রমথগণের ঈশ্বর ও মহেশ্বর, সেই ম-কাররূপী শিবকে প্রণাম।

শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষাধ্বর নাশকায়।
শ্রী নীলকংঠায় বৃষভধ্বজায় তস্মৈ “শি” কারায় নমঃ শিবায় ॥ ৩ ॥

বাংলা অর্থ : যিনি মঙ্গলময়, দেবী পার্বতীর মুখমণ্ডলে প্রসন্নতার সূর্যস্বরূপ, যিনি দক্ষযজ্ঞ বিনাশকারী, যাঁর ধ্বজায় বৃষ-চিহ্ন; যিনি শোভাশালী নীলকণ্ঠ, সেই শি-কাররূপী শিবকে প্রণাম।

বশিষ্ঠ কুম্ভোদভব গৌতমার্য মুনীংদ্র দেবার্চিত শেখরায়।
চংদ্রার্ক বৈশ্বানর লোচনায় তস্মৈ “ব” কারায় নমঃ শিবায় ॥ ৪ ॥

বাংলা অর্থ : বশিষ্ঠ, অগস্ত্য এবং গৌতম প্রভৃতি আর্য বংশীয় মুনিঋষিগণ ও দেবগণ যাঁর পূজা করেন, তাদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ, চন্দ্র, সূর্য ও অগ্নি যাঁর ত্রিনয়ন, সেই ব-কাররূপী শিবকে প্রণাম ॥

যক্ষ স্বরূপায় জটাধরায় পিনাক হস্তায় সনাতনায়।
দিব্যায় দেবায় দিগংবরায় তস্মৈ “য়” কারায় নমঃ শিবায় ॥ ৫ ॥

বাংলা অর্থ : যিনি যজ্ঞের স্বরূপ; জটাধারী, ত্রিশূলধারী, নিত্যস্বরূপ, দিগম্বর, দিব্য দেব সেই – য় কাররূপী শিবকে প্রণাম ৷

পংচাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেচ্ছিব সন্নিধৌ ।
শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ॥

বাংলা অর্থ : যিনি শিবের সান্নিধ্যে এই পঞ্চাক্ষর পুণ্যস্তোত্র পাঠ করেন, তিনি শিবলোকে গমন করেন এবং শিবের সহিত আনন্দ ভোগ করেন।

ইতি শিবপঞ্চাক্ষরস্তোত্রং সম্পূর্ণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *