2023 সালের মহাশিবরাত্রির তারিখ ও নির্ভুল সময়সূচী

Mahashiva Ratri – 2023 : Shivaratri Date and Puja Timing

2023 Shiva ratri date and time

মহাশিবরাত্রি হল সনাতন হিন্দু ধর্মের এক অন‍্যতম ধর্মীয় অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই দিন অগণিত ভক্ত মহাদেব শিবের মথায় জল,দুধ,বেলপাতা অর্পন করেন। তাই প্রতি বছরের মত এবছরও অর্থাৎ ইংরেজির 2023 সালেও পালিত হতে চলেছে শিবরাত্রি। জেনেনিন এবছরের মহাশিবরাত্রি পালনের বিস্তারিত সময়সূচী। 

আমাদের দেওয়া সময়সূচী গুলো ভারতীয় সময় অনুসারে। আপনারা যদি বাংলাদেশের সময় পেতে চান তাহলে আমাদের দেওয়া সময় থেকে 30 মিনিট যোগ করে সময়টি গণণা করবেন।

2023 মহাশিবরাত্রিঃ 18ই ফেব্রুয়ারি, শণিবার।

চতুর্দশী তিথি শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারী, 2023 রাত 08:02 PM থেকে এবং শেষ হচ্ছে 19 ফেব্রুয়ারী, বিকাল 04:18 PM.

নিশিথ কাল পুজো : 19 ফেব্রুয়ারি, 11 : 25 pm থেকে 12 : 15 am.

সময়কাল: 50 মিনিট।

পারণের সময়সূচী : 19 ফেব্রুয়ারি; 06:06 AM থেকে 02:43 PM.

প্রথম প্রহরের পুজোর সময় : 18ই ফেব্রুয়ারি 05:35 PM থেকে 08:42 PM.

দ্বিতীয় প্রহরের পুজোর সময় : 18ই ফেব্রুয়ারি 08:42 PM থেকে 11:50 PM.

তৃতীয় প্রহরের পুজোর সময় : 18ই ফেব্রুয়ারি 11:50 PM থেকে 19শে ফেব্রুয়ারি 02:58 AM.

চতুর্থ প্রহরের পুজোর সময় : 19শে ফেব্রুয়ারি 02:58 AM থেকে 06:06 AM.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *