কোজাগরী লক্ষ্মী পুজো

 2023 সালের কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ ও সময়সূচী


Kojagori laxmi puja 2023,

বাংলার সনাতনীদের কাছে কোজাগরী লক্ষ্মী পুজো হল এক উল্লেখযোগ্য উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় বাংলার ঘরে ঘরে।মালক্ষ্মী হলেন ধন ও সম্পদের দেবী। তাই ধন ও সম্পত্তির আশায় বাংলার প্রতিটি হিন্দু ঘরে এই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে।

কোজাগরী কথার অর্থ কি?

এই লক্ষ্মী পুজো যে পূর্নিমায় করা হয় তাকে বলা হয় কোজাগরী পূর্নিমা। এই কোজাগরী কথার অর্থ হল “কে জেগে আছে”? কোজাগরী লক্ষ্মী পুজো হয় মূলত রাতে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে এই রাতে মালক্ষ্মী প্রতিটি গৃহস্থে উঁকি মেরে দেখেন কে জেগে রয়েছেন। আর যিনি জেগে থাকেন তার হাতেই ধরিয়ে দেন ধন দৌলত।


2023 সালের কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ এবং সময় :

তারিখ : 28 অক্টোবর।

বার : রবিবার।

পুজোর সময়সূচী :

পূর্ণিমা তিথি শুরু – 28 অক্টোবর, 2023 তারিখে 04:17 AM.

পূর্ণিমা তিথি শেষ – 29 অক্টোবর, 2023 তারিখে 01:53 AM.

Leave a Comment