12 Jyotirlinga of India

 12 Jyotirlinga of India // দ্বাদশ জ্যোতির্লিঙ্গ


12 Jyotirlinga of India


মহাদেব শিবের শান্ত রুপ শিব লিঙ্গের পুজো করেন সকল ভক্তরা। গোটা ভারতের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র শিব লিঙ্গর মন্দির। কিন্তু সেই সকল শিবলিঙ্গ গুলির মধ্যে ১২ টি লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ কারন এই ১২টি স্থানে মহাদেব জ‍্যোতি আকারে আবির্ভূত হয়ে সেই স্থানেই স্বয়ম্ভু হয়েছিলেন। এই শিবলিঙ্গ গুলিকে বলা হয় জ‍্যোর্তিলিঙ্গ এবং এই ১২টি জ‍্যোর্তিলিঙ্গকে একসঙ্গে বলা হয় দ্বাদশ জ‍্যোর্তিলিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রে সমস্ত শিব লিঙ্গের অবস্থান সম্পর্কে জানা যায়। শিবের শিব পুরাণ অনুসারে এই দ্বাদশ জ‍্যোর্তিলিঙ্গ গুলো হল :

১) সোমনাথ জ্যোতির্লিঙ্গ : 

অবস্থান : সৌরাষ্ট্র, গুজরাট।

বর্ণনা : এই জ্যোতির্লিঙ্গকে ভগবান শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ বলা হয়। বিদেশী শক্তির আক্রমনে বহুবার এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় আবার পুনর্নির্মিত হয়।

২ ) মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : শ্রীশৈলম পর্বত,অন্ধ্রপ্রদেশ।

বর্ণনা : কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলম পর্বতে অবস্থিত পূর্বমূখী এই মন্দিরটি প্রাচীন স্থাপত‍্য ও শিল্প কলায় ভরপুর।

৩ ) মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : মহাকাল,উজ্জয়নী,মধ‍্যপ্রদেশ।

বর্ণনা : মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মন্দির। তান্ত্রিক শিবনেত্র এই জ্যোতির্লিঙ্গের অন‍্যতম বৈশিষ্ট্য।

৪ ) ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : ওঙ্কারেশ্বর, নর্মদার দ্বীপ, মধ‍্যপ্রদেশ।

বর্ণনা : নর্মদা নদীর একটি দ্বীপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ও মামল্লেশ্বর মন্দির অবস্থিত।

৫ ) কেদারনাথ জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : কেদারনাথ, উওরাখন্ড।

বর্ণনা : মন্দাকিনী নদীর তীরে সর্ব উওরে অবস্থিত জ্যোতির্লিঙ্গ এটি। মন্দিরটি এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে।

৬ ) ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : ভীমশঙ্কর, মহারাষ্ট্রে।

বর্ণনা : ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। মহারাষ্ট্রের পুনেতে ভীমাশঙ্কর মন্দির রয়েছে যা অতীতে ডাকিনী নামে পরিচিত ছিল। আবার উওরাখন্ডের কাশীপুরেও ভীমশঙ্কর মন্দির রয়েছে সেটাও ডাকিনী নামে পরিচিত ছিল। এছাড়াও মহারাষ্ট্রের সহ্যাদ্রি, অসমের গুয়াহাটির কাছে ও ওড়িশার গুনুপুরে অবস্থিত মন্দিরগুলি ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের দাবী রাখে।

৭ ) কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : বারানসী, উওরপ্রদেশ।

বর্ণনা : এই মন্দিরে শিব পুজিত হন “বিশ্বনাথ” বা “বিশ্বেশ্বর” নামে। স্কন্ধ পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে।

৮ ) ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : ত্র্যম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র।

বর্ণনা : গোদাবরীর উৎসের কাছে এই মন্দির অবস্থিত। এখানে লিঙ্গমূর্তি তিন ভাগে বিভক্ত।

৯ ) বৈদনাথ জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : দেওঘর, ঝাড়খন্ড।

বর্ণনা : এই জ্যোতির্লিঙ্গের অবস্থানও বিতর্কিত। অন‍্যান‍্য যে সমস্ত মন্দির গুলো বৈদনাথ জ্যোতির্লিঙ্গের দাবী রাখে সেগুলো হল হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈজনাথ শিবধাম ও মহারাষ্ট্রের বিড জেলার পারলি বৈজনাথ। এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটির সঙ্গে রাবণের পৌরাণিক গল্পটি জড়িত। এটিই একমাত্র মন্দির যা একাধারে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ।

১০ ) নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : আলমোরা ( উওরাখন্ড ) // দ্বারকা ( গুজরাট ) 

বর্ণনা : এই মন্দিরটির অবস্থানও অনেক বিতর্কিত। উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে জাগেশ্বর, গুজরাতের দ্বারকা ও মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার অন্ধ নাগনাথে অবস্থিত জ্যোতির্লিঙ্গও এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দাবী রাখে।

১১) রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : রামেশ্বরম, তামিলনাড়ু।

বর্ণনা : রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ চার ধামের মধ্যে অন‍্যতম। একে দক্ষিন ভারতের কাশী বলা হয়। এই মন্দিরে রামেশ্বর স্তম্ভ অবস্থিত।

১২) ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ :

অবস্থান : ঔরাঙ্গাবাদ, মহারাষ্ট্র।

বর্ণনা : দ্বাদশ জ‍্যোর্তিলিঙ্গের শেষ জ‍্যোর্তিলিঙ্গ হল এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মন্দিরটি ইলোরা গুহামন্দিরের কাছে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *