শিব দ্বাদশা নামাবলী মন্ত্র // বাংলায় Shiva 12 Naam Mantra // Shiva Mantra
শিব দ্বাদশা নামাবলী মন্ত্র বা শিবের 12 নাম মন্ত্র ভগবান শিবের এক শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র পাঠে খুব সহজে মহাদেব শিবকে প্রসন্ন করা যায় এবং এই শিবের 12 নাম মন্ত্র পাঠে তার কৃপা বর্ষিত হয়।
Topics of Discussion :
1. How to Chant Shiv 12 Naam Mantra.
2. Benefits of Shiv 12 Naam Mantra.
3. Shiv 12 Naam Mantra.
শিবের 12 নাম মন্ত্র পাঠের নিয়ম বা বিধি:
এই মন্ত্রের কোন বিধি বিধান নেই বা কোনো বিধিনিষেধ নেই। শুধুমাত্র এই মন্ত্র পাঠেই মেলে এই মন্ত্রের শুভ ফল। আপনি যদি প্রতিদিন সকালে ভগবান ভোলেনাথের এই 12 নাম মন্ত্র জপ করে আপনার দিন শুরু করেন তাহলে আপনার সারা দিন যাবে সকল প্রকার সংকট বিহীন। খুব ভালো হয় আপনি যদি প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গের বেলপাতা বা কোন ফুল অর্পণ করতে করতে এই শিব দ্বাদশা নামাবলী মন্ত্র পাঠ করেন।আপনি যখন শিবলিঙ্গে দুধ বা জল অর্পন করবেন তখনও এই মন্ত্র জপ করতে করতে আপনি দুধ বা জল অর্পণ করতে পারেন। আপনি অবশ্যই প্রতি সোমবার বা মাসিক শিবরাত্রির দিন বা মহা শিবরাত্রির দিন এই সহজ পদ্ধতিতে এই মন্ত্র পাঠ করুন। তবে আপনি যদি সারাদিনের যেকোন সময়ে কোন আচার উপাচার ছাড়াই একবার এই মন্ত্র পাঠ করেন তাহলে আপনার মিলবে সমান সুফল।
এই মন্ত্র পাঠের উপকারিতা :
আপনি যদি নিয়মিত ভোলেনাথের এই 12 নাম মন্ত্র পাঠ করেন তাহলে আপনার ভগবান শিবের পূর্ণ কৃপা প্রাপ্ত হয়। আপনার জীবনের সকল বাধা-বিপত্তি কেটে যায় আসে সফলতা। বৈবাহিক ও পারিবারিক সম্পর্কে ঘটে উন্নতি। শত্রু নাশ হয়। কেউ আপনার কোনো রকম ক্ষতি করতে পারে না। যে গৃহে এই মন্ত্র পাঠ হয় সেই গৃহে কোন প্রকার Negative শক্তি প্রবেশ করতে পারে না।
শিব দ্বাদশা নামাবলী মন্ত্র // বাংলায় Shiva 12 Naam Mantra:
এক – ঔঁ শিবায়ে নমঃ |
দুই – ঔঁ রুদ্রায় নমঃ |
তিন – ঔঁ পশুপতয়ে নমঃ |
চার – ঔঁ নীলকণ্ঠায় নমঃ |
পাঁচ – ঔঁ মহেশ্বরায় নমঃ।
ছয় – ঔঁ হরিকেশায় নমঃ।
সাত – ঔঁ বীরূপক্ষায় নমঃ ।
আট – ঔঁ পিনাকিনে নমঃ |
নয় – ঔঁ ত্রিপুরান্তকায় নমঃ |
দশ – ঔঁ শাম্ভেব নমঃ |
এগার – ঔঁ শুলিনে নমঃ |
বারো – ঔঁ মহাদেবায় নমঃ ||
শিব দ্বাদশা নামাবলী মন্ত্র সমাপ্ত