Loknath Baba Mantras / লোকনাথ বাবার মন্ত্র
লোকনাথ বাবার মহীমার কথা আমরা কে না জানি। আমরা প্রত্যেকে ঘরে ঘরে লোকনাথ বাবার পূজা করি। আজ আমরা বাবার কয়েকটি মন্ত্র নিয়ে বলব। আজ আমরা যে সমস্ত লোকনাথ মন্ত্র নিয়ে আলোচনা করব :
১. লোকনাথ ধ্যান মন্ত্র।
২. পুষ্পাঞ্জলি মন্ত্র।
৩. হোমমন্ত্র।
৪. প্রনাম মন্ত্র।
১. লোকনাথ ধ্যান মন্ত্র
ওম শিবকল্প মহাযোগী জটাজুট সমননীতম।
আজানুলম্বিত ভুজঙ দন্ডকমন্ডলু শোভিতম।।
শ্বেতবস্ত্র পরিধানাঙ তাপনাশাঙ লোকেস্বরম।
শ্বেতপদমানসা স্থিতঙ ত্রিকালনজং মহেস্বরম।।
ত্বমেব ব্রহ্মা,বিষ্ণু ত্বমেব,ত্বমেব শিব শঙ্করং।
সচ্চিদানন্দ স্বরুপায় পূর্ণব্রহ্ম রূপঙ স্বয়ং।।
২. পুষ্পাঞ্জলি মন্ত্র
বন্দেহঙ করুনাসিন্ধো।
লোকনাথ চারনাম্বুজম।।
সর্বসিদ্ধি প্রদঙ দেব।
ধর্মকামার্থ মোক্ষদাম।।
৩. হোমমন্ত্র
এতত সাজ্য বিল্বপত্রম,
ওম নমস্তে সর্বরুপায়,
লোকনাথ পরমাত্মনে স্বাহা।।
৪. প্রনাম মন্ত্র
ওঁম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীস্বরায় বৈ নমঃ
ভুমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ,
নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম ।
নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম
ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে ।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরঃ
নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রীকাল দরশিনে
নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ
জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ,
জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ,
জয় গুরু লোকনাথ।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম।