April 15, 2024

২০২১ সালের দুর্গা পূজার নির্ভূল নির্ঘন্ট

         ২০২১ সালের দুর্গা পূজার নির্ভূল নির্ঘন্ট


এবছর তথা ২০২১ সালের বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা প্রায় আসন্ন। হাতে মাত্র আর কয়েক দিন। এর মধ্যেই রয়েছে করোনার তৃতীয় ঢেউের ভ্রুকুটি। আপনারা আশাকরি সমস্ত সরকারি নিষেধাজ্ঞা মেনে এবারের শারদীয়ায় মেতে উঠবেন। যাই হোক এবারের এই আলোচনায় রইল ২০২১ সালের দূর্গা পূজার নির্ভূল নির্ঘন্ট এবং দেবীর কিসে আগমন এবং কিসে গমন ও তার ফলাফল।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২০২১ সালের দূর্গা পূজার নির্ঘন্টঃ

মহালয়া :

অমাবস্যা তিথি আরম্ভ :

বাংলা : ১৮ আশ্বিন।

ইংরেজি : ৫ অক্টোবর।

বার : মঙ্গলবার।

সময় : সন্ধ্যা ৭টা ০৬ মিনিট।

অমাবস্যা তিথি শেষ :

বাংলা– ১৯ আশ্বিন।

ইংরেজি– ৬ অক্টোবর।

বার : বুধবার।

সময় : বিকেল ৪টে ৩৫ মিনিট।

পঞ্চমী :

পঞ্চমী তিথি আরম্ভ :

বাংলা : ২২ আশ্বিন।

ইংরেজি– ৯ অক্টোবর।

বার : শনিবার।

সময় : ভোর ৪টে ৫৭ মিনিট।

পঞ্চমী তিথি শেষ :

বাংলার : ২৩ আশ্বিন।

ইংরেজি : ১০ অক্টোবর।

বার : রবিবার।

সময় : রাত ২টো ১৫।

ষষ্ঠী :

ষষ্ঠী তিথি আরম্ভ :

বাংলা : ২৩ আশ্বিন।

ইংরেজি : ১০ অক্টোবর।

বার : রবিবার।

সময় : রাত ২টো ১৬ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা : ২৪ আশ্বিন।

ইংরেজি : ১১ অক্টোবর।

বার : সোমবার।

সময় : রাত ১১টা ৫১ মিনিট।

সপ্তমী :

সপ্তমী তিথি আরম্ভ :

বাংলা : ২৪ আশ্বিন।

ইংরেজি : ১১ অক্টোবর।

বার : সোমবার।

সময় : রাত ১১টা ৫২ মিনিট।

সপ্তমী তিথি শেষ :

বাংলা : ২৫ আশ্বিন।

ইংরেজি : ১২ অক্টোবর।

বার : মঙ্গলবার।

সময় : রাত ৯টা ৪৮ মিনিট।

অষ্টমী : 

অষ্টমী তিথি আরম্ভ :

বাংলা : ২৫ আশ্বিন।

ইংরেজি : ১২ অক্টোবর।

বার : মঙ্গলবার।

সময় : রাত ৯টা ৪৯ মিনিট।

অষ্টমী তিথি শেষ :

বাংলা : ২৬ আশ্বিন।

ইংরেজি : ১৩ অক্টোবর।

বার : বুধবার।

সময় : রাত ৮টা ০৮ মিনিট।

সন্ধিপূজা : 

শুরু : রাত ৭টা ৪৪ মিনিট।

শেষ : রাত ৮টা ৩২ মিনিট।

বলিদান : রাত ৮টা ০৮ মিনিট।

নবমী :

নবমী তিথি আরম্ভ :

বাংলা : ২৬ আশ্বিন।

ইংরেজি : ১৩ অক্টোবর।

বার : বুধবার।

সময় : রাত ৮টা ৯ মিনিট।

নবমী তিথি শেষ :

বাংলা : ২৭ আশ্বিন।

ইংরেজি : ১৪ অক্টোবর।

বার : বৃহস্পতিবার।

সময় : রাত ৬টা ৫৩ মিনিট।

দশমী :

দশমী তিথি আরম্ভ :

বাংলা : ২৭ আশ্বিন।

ইংরেজি : ১৪ অক্টোবর।

বার : বৃহস্পতিবার।

সময় : রাত ৬টা ৫৪ মিনিট।

দশমী তিথি শেষ :

বাংলা : ২৮ আশ্বিন।

ইংরেজি : ১৫ অক্টোবর।

বার : শুক্রবার।

সময় : সন্ধ্যা ৬টা ০৩ মিনিট।

২০২১ সালের দেবী দুর্গার আগমন ও গমন এবং ফলাফল : 

আগমন : ঘোটক।

ফলাফল : ছত্রভঙ্গ।

গমন : দোলা।

ফলাফল : মোড়ক অর্থাৎ মহামারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *