১৪৩০ সালের সাধভক্ষনের তারিখ

সাধ ভক্ষন হল হিন্দু মহিলাদের গর্ভাবস্থায় সেই হবু মা এবং আগত সন্তানকে আশির্বাদ স্বরুপ এক অনুষ্ঠান। অবাঙ্গালিদের এই অনুষ্ঠানকে বলা হয় গোদ ভরাই। স্থান ভেদে এই অনুষ্ঠানটির নাম ও প্রক্রিয়া আলাদা হলেও মূল অনুষ্ঠানের উদ্দেশ্য এক। সাধের এই অনুষ্ঠানটি গর্ভাবস্থায় শেষ মাসে অর্থাৎ সপ্তম মাসের শেষের দিকে অথবা অট মাসের শুরুতে অনুষ্ঠিত হয়। এই অংশে আপনারা জানবেন ১৪৩০ সালের বাংলা ক‍্যালেন্ডার অনুসারে সাধ ভক্ষনের তারিখ গুলো। বাংলা পঞ্জিকা অনুসারে ১৪৩০ সালের বৈশাখ মাসের বিয়ের তারিখ থেকে শুরু করে চৈত্র মাস পযর্ন্ত সাধ ভক্ষনের তারিখ সমূহ।

১৪৩০ সালের বাংলা ক‍্যালেন্ডারে সাধ ভক্ষনের তারিখ

১.বৈশাখ
৯ বৈশাখ, ১২ বৈশাখ, ১৩ বৈশাখ, ১৪ বৈশাখ, ১৯ বৈশাখ।

২.জৈষ্ঠ্য
৬ জৈষ্ঠ্য, ৯ জৈষ্ঠ্য, ১৪ জৈষ্ঠ্য, ১৭ জৈষ্ঠ্য, ২০ জৈষ্ঠ্য।

৩.আষাঢ়
৫ আষাঢ়, ১২ আষাঢ়, ১৩ আষাঢ়।

৪.শ্রাবণ
২ শ্রাবণ, ৬ শ্রাবণ, ৭ শ্রাবণ, ৯ শ্রাবণ।

৫.ভাদ্র
১৩ ভাদ্র, ২৮ ভাদ্র।

৬.আশ্বিন
৩ আশ্বিন, ৪ আশ্বিন, ৭ আশ্বিন, ৯ আশ্বিন, ২৮ আশ্বিন।

৭.কার্তিক
১ কার্তিক, ২৮ কার্তিক।

৮.অগ্রহায়ণ
৭ অগ্রহায়ণ, ২৬ অগ্রহায়ণ।

৯.পৌষ
১ পৌষ, ৪ পৌষ, ২৮ পৌষ।

১০.মাঘ
২ মাঘ, ৬ মাঘ, ১০ মাঘ, ২৭ মাঘ।

১১.ফাল্গুন
১ ফাল্গুন, ৮ ফাল্গুন, ৯ ফাল্গুন।

১২.চৈত্র
৬ চৈত্র, ১১ চৈত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *