শ্ৰী সূৰ্য চালিশা

শ্ৰী সূৰ্য চালিশা // Surya Chalisa in Bengali // Surya Chalisa Lyrics


surya chalisa

শ্রী সূর্য চালিশা হনুমান চালিশার মতই এক শক্তিশালী মন্ত্র। সূর্য দেবের আরাধনায় এই চালিশা পাঠ করা হয়। আপনারা এই অংশে পড়বেন সম্পূর্ণ বাংলা লিরিক্স সহ শ্ৰী সূৰ্য চালিশা।


শ্ৰী সূৰ্য চালিশা পাঠের বিধি :

প্রত‍্যহ ভোরে সূর্যদেবকে জলার্ঘ প্রদানের পর কোন লাল ফুল হাতে এই চালিসা ভক্তি ভরে পাঠ করতে হয়।

শ্ৰী সূৰ্য চালিশা পাঠের উপকারিতা :

এই চালিশা পাঠে কুষ্ট সহ নানান জটিল রোগ নিরাময় হয় এবং দৃষ্টিহীন ব‍্যক্তিরা দৃষ্টি ফিরে পান। এছাড়াও পাঠকের সকল পাপ নাশ হয়।


                  ।। দোহা ।।


ভুবনভাস্কর সূর্যদেব কো, নিত প্রতি শীশ নবায়।

সূরজ চালীসা লিখুঁ, ভক্তন হোউ সহায়।।


                   ||চৌপাঈ ||


জয় জয় সূর্যদের ভগবানা। তুমহারো ভেদ কোউ নহি জানা।।

তেজপুজ হ্যায় কলা তুমহারী। সদা করত ত্রিভুবন উজিয়ারী।।

স্বর্ণমুকুট মাথে পর রাজৈ। কানন মে কুণ্ডল ছবি ভ্ৰাজৈ ।।

শ্বেত পদ্ম কর চক্রহিঁ ধারে। সপ্ত অশ্ব রথ মে হ্যায় ন্যারে।।

রথ মহঁ উচ্চশ্রবস্ হয় ধারী। অজর অমর ত্রিভুবন গতি চারী।।

এক চক্র সে রথ গতিশীলা। কোউ নহিঁ জানত অদ্ভুত লীলা।।

উদয় হোত ত্রিভুবন তম ভাগৈ। নীংদ বিহাই জীব সব জাগৈ ।।

দৈনিক কাজ জীব সব করহীঁ। নিজ নিজ মারগ সব অনুসরহীঁ।।

বেদ কহহিঁ তব দ্বাদশ নামা। পাঠ করৈ পূরন সব কামা।।

রবি আদিত্য দিবাকর ভাস্কর। সহস্রাঁণ্ড হরিদশ্ব প্রভাকর।।

দ্বাদশ নাম জপৈ নিত জোই। তেহি কে কাজ সব সিধি হোই।।

দুষ্ট স্বপ্ন ফল কবহুঁ না পাবে। নিশ্চয় হী কলি-কলুষ মিটাবৈ।।

অরুণ সারথী রথ আসীনা। রথ-চালন হিত পরম প্রবীনা।।

তব সুত কর্ণ পরম বলবানা। পরশুরাম মুনি শিষ্য সুজানা।।

পরম সখা দুর্যোধন মানা। নহি কোউ ভট জগ তেহি সম আনা।।

তেহি সম নহি কোউ দুসর দাতা। দানবীর ত্রিভুবন বিখ্যাতা।।

ভিক্ষুক বনি জব ইন্দ্ৰহি আয়ে। করত দান নহি মন সকুচায়ে।।

কানন কুণ্ডল তেহি তব দীনহা। অচল কীর্তি জগ মই করি লীনহা।।

দেখি অতুল সাহস ইন্দ্ৰহি জব। কৰ্ণহি দিয়ে বজ্ৰ শক্তিহি তব।।

মণিমণ্ডিত রথ আপ বিরাজত। শোভা দেখি সকল সুর লাজত।।

অগণিত দানব নিত সংহাৱৈ। নিজ ভক্তন কর কষ্ট নিবারৈ।।

অমিত তেজয়ুত তুম ভগবানা। তব মহিমা সব বেদ বখানা।।

অগম অগোচর সব দুঃখহারী। ব্রহ্মা শিব অরু তুমহি মুরারী।।

ধন্য ধন্য সুরজ অঘনাশক। মঙ্গল কারন বিঘ্ন-বিনাশক।।

প্রাতঃ রূপ চতুর্মুখ ধারে। শিবস্বরূপ মধ্যাহ্ন বিচারে।।

বিষ্ণু রূপ ধরি সায়ঁকালা। ত্রিভুবন পালন দীন-দয়ালা।।

গ্রহণ কাল জো বধুজন অহহীঁ। মোক্ষ হোন হিত সাধন ধরহীঁ।।

স্নান দান ব্রত নেম অচারা। সাধন সকল মোক্ষ কা দ্বারা ।।

উদয় অস্ত লৌ তুমহারো রাজা। সিদ্ধ করত ভক্তন সব কাজা।।

বর্ষ মাহি তব বারহ নামা। ভক্তন কো পুরবহিঁ সব কামা।।

পটঋতু দিন তিথি পক্ষ মহীনা। ঘটী মুহূর্ত তুমহহি আধীনা।।

চন্দ্ৰাদিক গ্রহ নভ কে তারে। হোত প্রকাশিত তুমহী অধারে।।

কুষ্ঠাদিক ব্রণ জেহি তন হোই। রবি কো পাঠ করে নিত সোই।।

ব্ৰত বিনু লবণ করে রবিবারা। তাকর পাপ হোই জরি ছারা।।

রক্ত বর্ণ কো পুষ্পহি লীজৈ। জল সঙ্গ মেলি অৰ্ধ তৰ দীজৈ।।

করি পূজন ফির হবন করাবে। তাকর ভস্ম শরীর লগাবৈ।।

এহি বিধি নাশে দুষ্কর রোগা। নিশ্চয় সাধক হোই নিরোগা।।

মাংসাদিক-মধু-নারি প্রসঙ্গা। বর্জন কিয়ে হোয় দুঃখ ভঙ্গা।।

নেত্রহীন রবি পদ মন লাবহি। নিশ্চয় দিব্য দৃষ্টি বহু পাবহি।।

দোহা-শ্রদ্ধাভক্তি সমেত হিয়, পাঠ করে চালীস। সানুকুল রহ তাহি পর, কৃপা করহি জগদীস।


          । ইতি শ্রী সূর্য চালীসা সমাপ্ত ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *