Table of Contents
প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে গোটা পালিত হয়ে থাকে দোল উৎসব। দেশের অন্যান্য অংশে এই দোলযাত্রার উৎসবকে বলা হয় হোলি। এটি মূলত রঙ্গের উৎসব যা পালিত হয় মূলত রাধা কৃষ্ণের আরাধনার মাধ্যমে। এই দিন আবার চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। এই পূর্ণিমা তিথিতে প্রায় প্রতিটি বাড়িতেই আয়োজিত হয় রাধা কৃষ্ণের বিশেষ পুজো। এই পূর্ণিমা তিথিতে অনেক গৃহস্থে করা হয়ে সত্যনারায়ণের পুজো। আবার এই বছর দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে গ্রহণ। সুতরাং সব দিক থেকে এই দোল পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন তাহলে জেনে নেওয়া যাক কবে পড়েছে 2024 সালের দোল পূর্নিমা এবং এর নির্ঘন্টই কি রয়েছে?
2024 সালের দোল যাত্রার সময়সূচীঃ
তারিখ : ২৫ মার্চ ( বাংলার ১০ই চৈত্র )।
পূর্ণিমা তিথি শুরু : সকাল ৯:৫৪ ( ২৪ মার্চ )।
পূর্ণিমা তিথি শেষ : দুপুর ১২:২৯ ( ২৫ মার্চ )।
হোলি : ২৬ মার্চ।
হোলিকা দহনঃ
তারিখ : ২৪ মার্চ.
দুপুর ১১:১৩ থেকে ১১:৪২.
সময় : ৩০ মিনিট।
হোলাষ্ঠকঃ
হোলাষ্ঠক মূলত পালন করা হয় উত্তর ভারতে হোলি শুরু হবার আগের আট দিন ব্যাপি অনুষ্ঠান। হোলাষ্টক শুরু হয় শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে এবং ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত চলে।
হোলাষ্ঠক শুরু : ১৭ই মার্চ।
অষ্টমী তিথি শুরু: রাত ০৯:৩৯ ১৬ মার্চ।
অষ্টমী তিথি শেষ: রাত ০৯:৫৩ ১৭ মার্চ।