April 15, 2024

2023 গঙ্গা পুজোর তারিখ ও সময়

২০২৩ সালের গঙ্গা পুজোর তারিখ ও সময় // 2023 Ganga Puja Date and Time

2023 Ganga Puja Date and Time


হিন্দুদের সবচেয়ে পবিত্র নদী হল গঙ্গা। পঞ্জিকা মতে প্রতিবছর বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই পবিত্র গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। এই দশমী তিথিকে আবার “দশহরাও” বলা হয়। এটা বিশ্বাস করা হয় এদিন গঙ্গায় স্নান করলে মা গঙ্গা সেই ভক্তদের সমস্ত পাপ নির্মূল করে থাকে মুক্তি প্রদান করে। এইদিনই দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে আগমন করেছিলেন। এই দিনই শিবকে গঙ্গা জলে অভিষেক করালে সকল মনোস্কামনা পূরন হয়।


2023 সালের গঙ্গা পুজোর তারিখ ও সময়সূচী :

তারিখ : 30 মে।

বার : মঙ্গলবার।

দশমী তিথি শুরু – 29 মে, 2023, 11:49 AM.

দশমী তিথি শেষ – 30 মে, 2023, 01:07 PM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *