April 24, 2024

জানুন সতীর ৫১পীঠের বর্তমান অবস্থান এবং কোথায় কোন অঙ্গ পড়েছিল

শক্তিপীঠ হল হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান সমূহ। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানগুলোতে সতীর দেহাংশ পড়ে। হিন্দু শাস্ত্রের অধিক মান‍্যতা অনুসারে এই সতীর শক্তিপীঠের সংখ‍্যা ৫১ টি। তবে এই সংখ্যাটি নিয়ে বেশ কিছু মতবিরোধ রয়েছে। পীঠনির্ণয় তন্ত্র গ্রন্থে শক্তিপীঠের সংখ্যাটি হল ৫১ টি আবার কুব্জিকাতন্ত্র গ্রন্থে এই সংখ্যা ৪২টি এবংজ্ঞানার্ণবতন্ত্র গ্রন্থে পীঠের সংখ্যা ৫০। অন‍্যদিকে শিবচরিত গ্রন্থে ৫১টি শক্তিপীঠের সঙ্গে সঙ্গে ২৬টি উপপীঠের কথাও বলা হয়েছে। তবে অধিক মান‍্যতা অনুসারে মোট সতী পীঠের সংখ‍্যা ৫১টি।

পুরাণ অনুসারে দেবী সতী পিতা দক্ষ রাজার অমতে যোগী মহাদেবকে বিবাহ করেছিলেন। এই কারনে রাজা দক্ষ সতী এবং মহাদেবের ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশে এক যজ্ঞের আয়োজন করেছিলেন রাজা দক্ষ। সেই যজ্ঞে সকর দেবতারা আমন্ত্রিত হলেও আমন্ত্রণ জানান হয়নি শিব ও সতীকে। শিবের প্রবল আপত্তি সত্ত্বেও সতী সেই যজ্ঞ স্থলে উপস্থিত হন। বিনা আমন্ত্রনে আসবার জন‍্য দক্ষ তার কন্যা সতীকে চরম অপমান করেন। শুধু তাই নয় দক্ষ শিবের নামেও যথেষ্ট কটূক্তি করে। পিতার মুখে স্বামীর অপমান সহ‍্য করতে না পেরে যজ্ঞের আগুনেই আত্মাহুতি দেন সতী। খবর শুনে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। সতীর মরদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে শিব। সৃষ্টি ধ্বংস হবার উপক্রম হয়। সৃষ্টি রক্ষার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে, সুদর্শন চক্র পাঠিয়ে দেবীর দেহ ৫১টি খণ্ডে ছিন্ন করে এবং সেই দেহাংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে। এই সবকটি জায়গাকে সতীপীঠ বা শক্তিপীঠ বলা হয়।

এবার দেখে নেওয়া যাক সতীর এই পীঠ গুলো বর্তমানে কোথায় অবস্থান করছে, সেই স্থান গুলোতে সতীর কোন দেহাংশ পতিত হয়েছিল এই স্থানে সতী কি নাভে পূজিতা হন এবং এই পীঠ গুলোতে পীঠ রক্ষক ভৈরবের নাম কি?

১ ) পীঠের নাম : হিঙ্গুলা বা হিঙ্গলাজ্।
অবস্থান : করাচী ( পাকিস্তান )।
যে দেহাংশ পতিত হয়েছিল : ব্রহ্মরন্ধ্র।
এই পীঠে দেবীর নাম : কোট্টরী।
দ্বার রক্ষক ভৈরব : ভীমলোচন।

২ ) পীঠের নাম : করবীর / সর্করারে।
অবস্থান : করাচী ( পাকিস্তান )।
যে দেহাংশ পতিত হয়েছিল : ত্রিনেত্র।
এই পীঠে দেবীর নাম : মহিষমর্দিনী।
দ্বার রক্ষক ভৈরব : ক্রোধীশ।

৩ ) পীঠের নাম : সুগন্ধা।
অবস্থান : বরিশাল ( বাংলাদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : নাসিকা।
এই পীঠে দেবীর নাম : সুনন্দা।
দ্বার রক্ষক ভৈরব : ত্রয়ম্বক।

৪ ) পীঠের নাম : অমরনাথ।
অবস্থান : কাশ্মীর।
যে দেহাংশ পতিত হয়েছিল : কন্ঠ বা গলা।
এই পীঠে দেবীর নাম : মহামায়া।
দ্বার রক্ষক ভৈরব : ত্রিসন্ধ্যেশ্বর।

৫ ) পীঠের নাম : জ্বালামুখী।
অবস্থান : কাঙড়া ( হিমাচলপ্রদেশ )
যে দেহাংশ পতিত হয়েছিল : জিহ্বা।
এই পীঠে দেবীর নাম : সিদ্ধিতা।
দ্বার রক্ষক ভৈরব : উন্মত্ত।

৬ ) পীঠের নাম : জলন্ধর।
অবস্থান : জলন্ধর ( পাঞ্জাব )।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম স্তন।
এই পীঠে দেবীর নাম : ত্রিপুরমালিনী।
দ্বার রক্ষক ভৈরব : ভীষন।

৭ ) পীঠের নাম : বৈদ‍্যনাথ।
অবস্থান : ঝাড়খন্ড।
যে দেহাংশ পতিত হয়েছিল : হৃদয়।
এই পীঠে দেবীর নাম : জয়দুর্গা।
দ্বার রক্ষক ভৈরব : বৈদ‍্যনাথ।

৮ ) পীঠের নাম : গুহ‍্যেশ্বরী।
অবস্থান : নেপাল।
যে দেহাংশ পতিত হয়েছিল : দুই জানু বা দুই হাঁটু।
এই পীঠে দেবীর নাম : মহাশিরা।
দ্বার রক্ষক ভৈরব : কপালী।

৯ ) পীঠের নাম : মানস।
অবস্থান : তীব্বতের মানস সরোবরের কৈলাস।
যে দেহাংশ পতিত হয়েছিল : দক্ষিণ হস্ত।
এই পীঠে দেবীর নাম : দাক্ষায়নী।
দ্বার রক্ষক ভৈরব : অমর।

১০ ) পীঠের নাম : বিমলা।
অবস্থান : পুরী ( ওডিশা )।
যে দেহাংশ পতিত হয়েছিল : নাভি।
এই পীঠে দেবীর নাম : বিমলা।
দ্বার রক্ষক ভৈরব : জগন্নাথ।

১১) পীঠের নাম : গন্ডকী।
অবস্থান : নেপাল।
যে দেহাংশ পতিত হয়েছিল : গন্ডদেশ।
এই পীঠে দেবীর নাম : গন্ডকীচন্ডী।
দ্বার রক্ষক ভৈরব : চক্রপাণি।

১২ ) পীঠের নাম : বহুলা।
অবস্থান : কেতুগ্রাম – কাটোয়া ( বর্ধমান )।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম বাহু।
এই পীঠে দেবীর নাম : বহুলা।
দ্বার রক্ষক ভৈরব : ভীরুক।

১৩ ) পীঠের নাম : মঙ্গলচন্ডী।
অবস্থান : ডান কব্জি।
যে দেহাংশ পতিত হয়েছিল :
এই পীঠে দেবীর নাম : মঙ্গলচন্ডীকা।
দ্বার রক্ষক ভৈরব : কপিলাম্বর।

১৪ ) পীঠের নাম : চন্দ্রনাথ।
অবস্থান : চট্টগ্রাম ( বাংলাদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : দক্ষিন বাহু।
এই পীঠে দেবীর নাম : ভবানী।
দ্বার রক্ষক ভৈরব : চন্দ্রশেখর।

১৫ ) পীঠের নাম : ত্রিপুরেশ্বরী।
অবস্থান : ত্রিপুরা।
যে দেহাংশ পতিত হয়েছিল : দক্ষিণ পা।
এই পীঠে দেবীর নাম : ত্রিপুরসুন্দরী।
দ্বার রক্ষক ভৈরব : ত্রিপুরেশ।

১৬ ) পীঠের নাম : ভ্রামরী।
অবস্থান : জলপাইগুড়ি।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম পা।
এই পীঠে দেবীর নাম : ভ্রামরী
দ্বার রক্ষক ভৈরব : অম্বর।

১৭) পীঠের নাম : কামরুপ কামাক্ষা।
অবস্থান : কামাক্ষা ( আসাম )।
যে দেহাংশ পতিত হয়েছিল : যোনি।
এই পীঠে দেবীর নাম : কামাক্ষা।
দ্বার রক্ষক ভৈরব : উমানন্দ।

১৮ ) পীঠের নাম : যোগাদ‍্যা।
অবস্থান : ক্ষীরগ্রাম ( বর্ধমান )।
যে দেহাংশ পতিত হয়েছিল : বুড়ো আঙ্গুল।
এই পীঠে দেবীর নাম : যোগাদ‍্যা।
দ্বার রক্ষক ভৈরব : ক্ষীর গন্ডক।

১৯ ) পীঠের নাম : কালীঘাট।
অবস্থান : কলকাতা।
যে দেহাংশ পতিত হয়েছিল : ডান পায়ের আঙ্গুল।
এই পীঠে দেবীর নাম : কালিকা।
দ্বার রক্ষক ভৈরব : নকুলেশ্বর।

২০ ) পীঠের নাম : প্রয়াগ।
অবস্থান : এলাহাবাদ ( উওরপ্রদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : হাতের আঙ্গুলী।
এই পীঠে দেবীর নাম : ললিতা।
দ্বার রক্ষক ভৈরব : ভব।

২১ ) পীঠের নাম : জয়ন্তী।
অবস্থান : বাংলাদেশ।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম জংঘা।
এই পীঠে দেবীর নাম : জয়ন্তী।
দ্বার রক্ষক ভৈরব : ক্রমদীশ্বর।

২২ ) পীঠের নাম : কিরীটেশ্বরী।
অবস্থান : মুর্শিদাবাদ।
যে দেহাংশ পতিত হয়েছিল : মুকুট।
এই পীঠে দেবীর নাম :বিমলা।
দ্বার রক্ষক ভৈরব : সংবর্ত।

২৩ ) পীঠের নাম : বারানসী।
অবস্থান : মণিকর্ণিকা ঘাট, বারাণসী।
যে দেহাংশ পতিত হয়েছিল : কর্ন কুন্ডল।
এই পীঠে দেবীর নাম : বিশালাক্ষী।
দ্বার রক্ষক ভৈরব : কাল ভৈরব।

২৪ ) পীঠের নাম : কণ‍্যাকুমারী।
অবস্থান : তামিলনাড়ু।
যে দেহাংশ পতিত হয়েছিল : পৃষ্ঠদেশ।
এই পীঠে দেবীর নাম : সর্বাণী।
দ্বার রক্ষক ভৈরব : নিমিষ।

২৫ ) পীঠের নাম : কুরুক্ষেত্র।
অবস্থান : হরিয়াণা।
যে দেহাংশ পতিত হয়েছিল : গোড়ালি।
এই পীঠে দেবীর নাম : সাবিত্রী।
দ্বার রক্ষক ভৈরব : স্থানু।

২৬ ) পীঠের নাম : মনিবেদ / মনিবেদিক।
অবস্থান : গায়ত্রী পর্বত ( রাজস্থান )।
যে দেহাংশ পতিত হয়েছিল : কবজির বালা।
এই পীঠে দেবীর নাম : গায়ত্রী।
দ্বার রক্ষক ভৈরব : সর্বানন্দ।

২৭ ) পীঠের নাম : শ্রীশৈলে।
অবস্থান : বাংলাদেশ।
যে দেহাংশ পতিত হয়েছিল : গ্রীবা।
এই পীঠে দেবীর নাম : মহালক্ষ্মী।
দ্বার রক্ষক ভৈরব : সম্বরানন্দ।

২৮ ) পীঠের নাম : কঙ্কালীতলা।
অবস্থান : বোলপুর ( বীরভূম )।
যে দেহাংশ পতিত হয়েছিল : হাড় বা কঙ্কাল।
এই পীঠে দেবীর নাম : দেবগর্ভা।
দ্বার রক্ষক ভৈরব : রুরু।

২৯ ) পীঠের নাম : কালমাধব।
অবস্থান : অমরকন্টক ( মধ‍্যপ্রদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম নিতম্ব।
এই পীঠে দেবীর নাম : কালী।
দ্বার রক্ষক ভৈরব : অসিতাঙ্গ।

৩০ ) পীঠের নাম : শোন্দেশ।
অবস্থান : অমরকন্টক ( মধ‍্যপ্রদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল :
এই পীঠে দেবীর নাম : নর্মদা।
দ্বার রক্ষক ভৈরব : ডান নিতম্ব।

৩১ ) পীঠের নাম : রামগিরি।
অবস্থান : চিত্রকূট।
যে দেহাংশ পতিত হয়েছিল : ডান স্তন।
এই পীঠে দেবীর নাম : শিবানি।
দ্বার রক্ষক ভৈরব : চন্দা।

৩২ ) পীঠের নাম : বৃন্দাবন।
অবস্থান : বৃন্দাবন ( উত্তর প্রদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : কেশ জাল।
এই পীঠে দেবীর নাম : উমা।
দ্বার রক্ষক ভৈরব : ভূতেশ।

৩৩ ) পীঠের নাম : শুচি / অনল।
অবস্থান : তামিলনাড়ু।
যে দেহাংশ পতিত হয়েছিল : উপরের দাঁত।
এই পীঠে দেবীর নাম : নারায়নী।
দ্বার রক্ষক ভৈরব : সংহার।

৩৪ ) পীঠের নাম : পঞ্চসাগর।
অবস্থান : অজানা।
যে দেহাংশ পতিত হয়েছিল : নীচের দাঁত।
এই পীঠে দেবীর নাম : বারাহী।
দ্বার রক্ষক ভৈরব : মহারুদ্র।

৩৫ ) পীঠের নাম : ভবানীপুর।
অবস্থান : বাংলাদেশ।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম তল্প।
এই পীঠে দেবীর নাম : অপর্না।
দ্বার রক্ষক ভৈরব : বামন।

৩৬ ) পীঠের নাম : শ্রীপর্বত।
অবস্থান : লাদাখ ( কাশ্মীর ) / গুন্টুর ( অন্ধ্রপ্রদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : ডান পায়ের নুপুর।
এই পীঠে দেবীর নাম : শ্রীসুন্দরী।
দ্বার রক্ষক ভৈরব : সুন্দরানন্দ।

৩৭ ) পীঠের নাম : বিভাস / বর্গভীমা।
অবস্থান : তমলুক ( পূর্ব মেদিনীপুর )।
যে দেহাংশ পতিত হয়েছিল : বা পায়ের নুপূর।
এই পীঠে দেবীর নাম : ভীম রুপা।
দ্বার রক্ষক ভৈরব : সর্বানন্দ।

৩৮ ) পীঠের নাম : প্রভাস।
অবস্থান : জুনাগড় ( গুজরাট )।
যে দেহাংশ পতিত হয়েছিল : পাকস্থলী।
এই পীঠে দেবীর নাম : চন্দ্রভাগা।
দ্বার রক্ষক ভৈরব : বক্রতুন্ড।

৩৯ ) পীঠের নাম : ভৈরব পর্বত।
অবস্থান : উজ্জয়নী।
যে দেহাংশ পতিত হয়েছিল : ওপরের ওষ্ঠ।
এই পীঠে দেবীর নাম : অবন্তী।
দ্বার রক্ষক ভৈরব : লম্বকর্ণ।

৪০ ) পীঠের নাম : জনস্হানে / জনস্থলে।
অবস্থান : নাসিক ( মহারাষ্ট্র )।
যে দেহাংশ পতিত হয়েছিল : চিবুক।
এই পীঠে দেবীর নাম : ভ্রামরী।
দ্বার রক্ষক ভৈরব : বিকৃতাক্ষ।

৪১ ) পীঠের নাম : কোটিলিঙ্গেশ্বর।
অবস্থান : রাজমুন্দ্রি ( অন্ধ্রপ্রদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : গাল।
এই পীঠে দেবীর নাম : বিশ্বেশ্বরী / রাখিনী।
দ্বার রক্ষক ভৈরব : বৎসনাভ / দন্ডপানি।

৪২ ) পীঠের নাম : রত্নাবলী।
অবস্থান : অবস্থান অজানা।
যে দেহাংশ পতিত হয়েছিল : দক্ষিন স্কন্ধ।
এই পীঠে দেবীর নাম : কুমারী।
দ্বার রক্ষক ভৈরব : শিব।

৪৩ ) পীঠের নাম : মিথিলা।
অবস্থান : মিথিলা ( ভারত নেপাল সীমান্ত )।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম স্কন্ধ।
এই পীঠে দেবীর নাম : উমা।
দ্বার রক্ষক ভৈরব : মহোদর।

৪৪ ) পীঠের নাম : নলহাটেশ্বরী।
অবস্থান : নলহাটি ( বীরভূম )।
যে দেহাংশ পতিত হয়েছিল : নলী।
এই পীঠে দেবীর নাম : কালি।
দ্বার রক্ষক ভৈরব : যোগেশ।

৪৫ ) পীঠের নাম : কর্ণাট
অবস্থান : অবস্থান জানা যায় নি।
যে দেহাংশ পতিত হয়েছিল : কর্ণদ্বয়।
এই পীঠে দেবীর নাম : জয় দুর্গা।
দ্বার রক্ষক ভৈরব : অভীরু।

৪৬ ) পীঠের নাম : বক্রেশ্বর।
অবস্থান : বক্রেশ্বর।
যে দেহাংশ পতিত হয়েছিল : ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ।।
এই পীঠে দেবীর নাম : মহিষ মর্দিনি।
দ্বার রক্ষক ভৈরব : বক্রনাথ।

৪৭ ) পীঠের নাম : যশোর।
অবস্থান : যশোর ( বাংলাদেশ )।
যে দেহাংশ পতিত হয়েছিল : হাতের তালু ও পায়ের পাতা।
এই পীঠে দেবীর নাম : যশোশ্বরী।
দ্বার রক্ষক ভৈরব : চন্ড।

৪৮ ) পীঠের নাম : অট্টহাস।
অবস্থান : বাংলাদেশ।
যে দেহাংশ পতিত হয়েছিল : ওপরের ওষ্ঠ।
এই পীঠে দেবীর নাম : ফুল্লরা।
দ্বার রক্ষক ভৈরব : বিশ্বেশ।

৪৯ ) পীঠের নাম : নন্দীকেশ্বর।
অবস্থান : সাইথিয়া ( বীরভূম )।
যে দেহাংশ পতিত হয়েছিল : গলার হার।
এই পীঠে দেবীর নাম : নন্দিনী।
দ্বার রক্ষক ভৈরব : নন্দীকেশ্বর।

৫০ ) পীঠের নাম : লঙ্কা।
অবস্থান : সঠিক অবস্থান অজানা।
যে দেহাংশ পতিত হয়েছিল : নুপূর।
এই পীঠে দেবীর নাম : ইন্দ্রাক্ষী।
দ্বার রক্ষক ভৈরব : রাক্ষসেশ্বর।

৫১ ) পীঠের নাম : বিরাট।
অবস্থান : রাজস্থান / উত্তরবঙ্গ।
যে দেহাংশ পতিত হয়েছিল : বাম পায়ের আঙ্গুল।
এই পীঠে দেবীর নাম : অমব।
দ্বার রক্ষক ভৈরব : অমৃতেশ্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *