সোমনাথ জ‍্যোর্তিলিঙ্গ

 Somnath Jyotirlinga // সোমনাথ জ‍্যোর্তিলিঙ্গ

 

Somnath Jyotirlinga

 

দ্বাদশ জ‍্যোর্তিলিঙ্গের প্রথম জ‍্যোর্তিলিঙ্গ হল ই সোমনাথ জ‍্যোর্তিলিঙ্গ। সোমনাথ মন্দিরটি গুজরাটের পশ্চিম উপকূলরেখায় সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভালের কাছে প্রভাস পাটনে অবস্থিত। সোমনাথ শব্দটির অর্থ “চন্দ্র দেবতার রক্ষাকর্তা”। সোমনাথ মন্দির ‘চিরন্তন পীঠ” নামেও পরিচিত। এই মন্দিরে শিব সোমেশ্বর মহাদেব নামে পুজিত হন।

 

পৌরাণিক কাহিনী : 

 

চন্দ্র তার সাতাস স্ত্রীর মধ্যে শুধুমাত্র রোহিণীকে ভালবাসতেন এবং বাকী ২৬ স্ত্রীকে উপেক্ষা করতেন। এই ২৬ জন স্ত্রী ছিলেন দক্ষ রাজা প্রজাপ্রতির কন‍্যা। এই কারনে রাজা দক্ষ চন্দ্রের ওপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে তাকে ক্ষয় হবার অভিশাপ দেন। চন্দ্র মহাদেব শিবের তপস‍্যা করেন এবং কিছুটা পাপ মোচন করেন। ব্রহ্মার উপদেশে চন্দ্র মহাদেবের প্রতি কৃতজ্ঞতা বশত সোমনাথে এই স্বর্ন শিব মন্দির তৈরী করেন।

 

পুজোর সময়সূচী :

 

  •   মন্দির খোলার সময় : সকাল ৬ টা।
  •   মন্দির বন্ধের সময় : রাত ১০টা।
  •   আরতির সময় : সকাল ৭টা; দুপুর ১২টা এবং          রাত ৭টা।

 

সোমনাথ মন্দিরের Official Website : এখানে

Click করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *