শিবাষ্টকম্ হল ভগবান শিবের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তোত্রম্ গুলোর মধ্যে অন্যতম একটি। এই শিব স্তোত্রে মোট আটটি অংশ রয়েছে তাই এর নাম শিবাষ্টকম্। এখানে ভগবান শিবের স্বরুপ খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে এবং কল্পতরু শিবকে ভক্তি সহকারে প্রনাম জানানো হয়েছে। বলা হয় যে ভক্ত এই শিবাষ্টকম্ স্তোত্র নিত্য পাঠ করেন তার পুনর্জন্মের দুঃখ থেকে শুরু করে সকল প্রকার দুঃখ হতে পরিত্রান প্রদান করেন স্বয়ং ভোলেনাথ।
শিবাষ্টকম্
প্রভুমীশমনীশমশেষ গুণং, গুণহীনমহীশ গরাভরণম্।
রণনির্জিতদুর্জয়দৈত্যপুরং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্।।
গিরিরাজসুতান্বিতবামতনুং, তনু-নিন্দিতরাজিতকোটিবিধুম্।
বিধিবিষ্ণুশিরোধৃতপাদযুগং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্।।
শশলাঞ্ছিত-রঞ্জিতসন্মুকুটং, কটিলম্বিতসুন্দর কৃত্তিপটম্।
সুরশৈবলিনীকৃত পূতজটং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্।।
নয়নত্রয়ভূষিতচারুমুখং, মুখপদ্মপরাজিতকোটিবিধুম্।
বিধুখণ্ডবিমণ্ডিত-ভালতটং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্।।
বৃষরাজনিকেতনমাদিগুরুং, গরলাশনমাজিবিষাণধরম্।
প্রমথাধিপ সেবকরঞ্জনকং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্।।
মকরধ্বজমত্তমাতঙ্গহরং, করিচর্মগনাগবিবোধকরম্। বরদাভয়শূলবিষাণধরং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্ ।।
মকরধ্বজমত্তমাতঙ্গহরং, করিচর্মগনাগবিবোধকরম্।
বরদাভয়শূলবিষাণধরং, প্রণমামি শিবং শিব-কল্পতরুম্ ।।
মহেশ বিশ্বেশ বিশ্ববিভো, পুনর্জন্মদুঃখাৎ পরিত্রাহি শন্তো।
ভজতোহখিলদুঃখসমূহহরং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্ ।।
ইতি শ্রীশিবাষ্টকং সমাপ্তম্।