April 15, 2024

শিব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম

শিব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম // Shiva Dwadasha Jyotirlinga Stotram

Shiva Dwadasha Jyotirlinga Stotram

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র হল ভগবান শিবের এক শক্তিশালী মন্ত্র।ভগবান শিবের ভারতে মোট বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে যাকে একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়। এই বারোটি স্থানে শিব স্বয়ম্ভু হয়েছিলেন। হিন্দু ধর্মে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। কিন্তু সকলের পক্ষে এই ১২ টি জ্যোতির্লিঙ্গ দর্শন সম্ভব হয় না। তাই কেউ যদি এই প্রত‍্যহ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র পাঠ করে তাহলে তার এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান ফল মেলে।

 

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র :

 

সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম্।

উজ্জয়িন্যাং মহাকালমোঙ্কারামমলেশ্বরম্।।

পরল্যাং বৈদ্যনাথং চ ডাকিন্যাং ভীমশঙ্করম্।

সেতুবন্ধে তু রামেশং নাগেশং দারুকাবনে।।

বারাণস্যাং তু বিশ্বেশম ত্র্যম্বকং গৌতমীতটে।

হিমালয়ে তু কেদারং ঘুশ্মেশং চ শিবালয়ে।।

এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাতঃ পঠেন্নরঃ।

সপ্তজন্মকৃতং পাপং স্মরণেন বিনশ্যতি।।

এতেশাং দর্শনাদেব পাতকং নৈব তিষ্ঠতি।

কর্মক্ষয়ো ভবেত্তস্য যস্য তুষ্টো মহেশ্বরাঃ।।

 

অর্থ :

সৌরাষ্ট্রে সোমনাথ এবং শ্রী-শৈলমে মল্লিকার্জুন।

উজ্জয়িনীতে মহাকাল এবং অমলেশ্বরে ওঙ্কারেশ্বর। পরলীতে বৈদ্যনাথ এবং ডাকিনীতে ভীমশঙ্কর। সেতুবন্ধে রামেশ্বর এবং দারুকাবনে নাগেশ্বর। বারাণসীতে বিশ্বেশ্বর এবং গৌতমী নদীর তীরে ত্র্যম্বক। হিমালয়ে কেদারনাথ এবং শিবালয়ে ঘুশ্মেশ্বর। এই সকল জ্যোতির্লিঙ্গের পাঠ সকালে এবং সন্ধ্যা বেলা করলে গত সাত জন্মের পাপ বিনষ্ট হবে। এই সকল দর্শন করলে পাপ খন্ডন হয়। যার ওপর মহেশ্বর তুষ্ট হবেন তার কর্ম ক্ষয় পাবে।

 

এই মন্ত্র পাঠের বিধি : এই মন্ত্রেই রয়েছে এই মন্ত্র পাঠের বিধি। এই মন্ত্র আপনি সকালে ও সন্ধ্যায় দুবার করে পাঠ করতে পারেন। বাড়িতে কোন মহাদেবের ছবি বা শিব লিঙ্গের সামনে বসে আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *