রামাষ্টোত্তরশত নামাবলি // রামের ১০৮ নাম মন্ত্র

রামাষ্টোত্তরশত নামাবলি বা ভগবান রামের ১০৮ নাম মন্ত্র রামের যত মন্ত্র রয়েছে তার মধ্যে অন‍্যতম শক্তিশালী একটি মন্ত্র। আজ আপনারা জানতে পারবেন প্রভু রামের ১০৮ টি নাম কি, এই নামগুলো নিয়মিত উচ্চারণ করলে আপনি কি ফল পাবেন এবং কিভাবে এবং কোন শাস্ত্রীয় বিধিতে আপনি এই রাম মন্ত্র জপ করবেন।

এই মন্ত্র নিত‍্য পাঠ বা শ্রবণে জীবনের সকল প্রকার সমস্যার সমাধান করে আপনার মনোকামনা পূরণ করেন স্বয়ং প্রভু রাম। এই রাম মন্ত্র পাঠে সবচেয়ে বেশি প্রসন্ন হন ভক্ত শিরোমনি বজরংবলী। তিনি ভক্তকে সবাত্মক ভাবে রক্ষা করেন। তার সকল প্রকার সঙ্কটকে তিনি নিমিষেই দূর করে দেন। শুধুমাত্র তাই নয় মন্ত্র নিয়মিত পাঠে লক্ষ্মী অবতার মাতা সীতার কৃপায় ভক্তের সকল প্রকার আর্থিক সঙ্কট দূর হয়।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি পরিশুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মন ও শুদ্ধ আত্মায় ভগবান রামের ছবি বা মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে এই মন্ত্রটি জপ করবেন।

রামাষ্টোত্তরশত নামাবলি  // Ashtottara Shatanamavali of Lord Rama // 108 Names of Lord Rama

ওঁ শ্রীরামায় নমঃ ।
ওঁ রামভদ্রায় নমঃ ।
ওঁ রামচন্দ্রায় নমঃ ।
ওঁ শাশ্বতায় নমঃ ।
ওঁ রাজীবলোচনায় নমঃ ।
ওঁ শ্রীমতে নমঃ ।
ওঁ রাজেন্দ্রায় নমঃ ।
ওঁ রঘুপুংগবায় নমঃ ।
ওঁ জানকীবল্লভায় নমঃ ।
ওঁ জৈত্রায় নমঃ ।

ওঁ জিতামিত্রায় নমঃ ।
ওঁ জনার্দনায় নমঃ ।
ওঁ বিশ্বামিত্রপ্রিয়ায় নমঃ ।
ওঁ দান্তায় নমঃ ।
ওঁ শরণত্রাণ তত্পরায় নমঃ ।
ওঁ বালিপ্রমথনায় নমঃ ।
ওঁ বাগ্মিনে নমঃ ।
ওঁ সত্যবাচে নমঃ ।
ওঁ সত্যবিক্রমায় নমঃ ।
ওঁ সত্যব্রতায় নমঃ ।

ওঁ ব্রতধরায় নমঃ ।
ওঁ সদাহনুমদাশ্রিতায় নমঃ ।
ওঁ কৌসলেয়ায় নমঃ ।
ওঁ খরধ্বংসিনে নমঃ ।
ওঁ বিরাধবধপণ্ডিতায় নমঃ ।
ওঁ বিভীষণ পরিত্রাত্রে নমঃ ।
ওঁ হরকোদণ্ড খঁডনায় নমঃ ।
ওঁ সপ্ততাল প্রভেত্ত্রে নমঃ ।
ওঁ দশগ্রীব শিরোহরায় নমঃ ।
ওঁ জামদ্গ্ন্য মহাদর্পদলনায় নমঃ ।

ওঁ তাটকান্তকায় নমঃ ।
ওঁ বেদান্তসারায় নমঃ ।
ওঁ বেদাত্মনে নমঃ ।
ওঁ ভবরোগস্য ভেষজায় নমঃ ।
ওঁ দূষণ ত্রিশিরো হন্ত্রে নমঃ ।
ওঁ ত্রিমূর্তয়ে নমঃ ।
ওঁ ত্রিগুণাত্মকায় নমঃ ।
ওঁ ত্রিবিক্রমায় নমঃ ।
ওঁ ত্রিলোকাত্মনে নমঃ ।
ওঁ পুণ্যচারিত্রকীর্তনায় নমঃ ।

ওঁ ত্রিলোকরক্ষকায় নমঃ ।
ওঁ ধন্বিনে নমঃ ।
ওঁ দণ্ডকারণ্য পুণ্যকৃতে নমঃ ।
ওঁ অহল্যা শাপ শমনায় নমঃ ।
ওঁ পিতৃ ভক্তায় নমঃ ।
ওঁ বরপ্রদায় নমঃ ।
ওঁ জিতেন্দ্রিয়ায় নমঃ ।
ওঁ জিতক্রোধায় নমঃ ।
ওঁ জিতামিত্রায় নমঃ ।
ওঁ জগদ্গুরবে নমঃ ।

ওঁ ঋক্ষ বানর সংঘাতিনে নমঃ ।
ওঁ চিত্রকূট সমাশ্রয়ায় নমঃ ।
ওঁ জয়ন্ত ত্রাণ বরদায় নমঃ ।
ওঁ সুমিত্রাপুত্র সেবিতায় নমঃ ।
ওঁ সর্বদেবাদি দেবায় নমঃ ।
ওঁ মৃতবানর্ জীবিতায় নমঃ ।
ওঁ মায়ামারীচহন্ত্রে নমঃ ।
ওঁ মহাদেবায় নমঃ ।
ওঁ মহাভুজায় নমঃ ।
ওঁ সর্বদেবস্তুতায় নমঃ ।

ওঁ সৌম্যায় নমঃ ।
ওঁ ব্রহ্মণ্যায় নমঃ ।
ওঁ মুনিসংস্তুতায় নমঃ ।
ওঁ মহা য়োগিনে নমঃ ।
ওঁ মহোদরায় নমঃ ।
ওঁ সুগ্রীবেপ্সিত রাজ্যদায় নমঃ ।
ওঁ সর্বপুণ্যাধিক ফলায় নমঃ ।
ওঁ স্মৃত সর্বাঘ নাশনায় নমঃ ।
ওঁ আদিপুরুষায় নমঃ ।
ওঁ পরমপুরুষায় নমঃ ।

ওঁ মহাপুরুষায় নমঃ ।
ওঁ পুণ্যোদয়ায় নমঃ ।
ওঁ দয়াসারায় নমঃ ।
ওঁ পুরাণপুরুষোত্তমায় নমঃ ।
ওঁ স্মিতবক্ত্রায় নমঃ ।
ওঁ মিতভাষিণে নমঃ ।
ওঁ পূর্বভাষিণে নমঃ ।
ওঁ রাঘবায় নমঃ ।
ওঁ অনন্তগুণ গম্ভীরায় নমঃ ।
ওঁ ধীরোদ্দাত্তগুণোত্তমায় নমঃ ।

ওঁ মায়ামানুষ চরিত্রায় নমঃ ।
ওঁ মহাদেবাদিপূজিতায় নমঃ ।
ওঁ সেতুকৃতে নমঃ ।
ওঁ জিতবারাশয়ে নমঃ ।
ওঁ সর্বতীর্থময়ায় নমঃ ।
ওঁ হরয়ে নমঃ ।
ওঁ শ্যামাংগায় নমঃ ।
ওঁ সুন্দরায় নমঃ ।
ওঁ শূরায় নমঃ ।
ওঁ পীতবাসসে নমঃ ।

ওঁ ধনুর্ধরায় নমঃ ।
ওঁ সর্বয়জ্ঞাধিপায় নমঃ ।
ওঁ য়জ্বনে নমঃ ।
ওঁ জরামরণবর্জিতায় নমঃ ।
ওঁ বিভীষণ প্রতিষ্ঠাত্রে নমঃ ।
ওঁ সর্বাবগুণবর্জিতায় নমঃ ।
ওঁ পরমাত্মনে নমঃ ।
ওঁ পরস্মৈ ব্রহ্মণে নমঃ ।
ওঁ সচ্চিদানন্দ বিগ্রিহায় নমঃ ।
ওঁ পরস্মৈ জ্যোতিষে নমঃ ।

ওঁ পরস্মৈ ধাম্নে নমঃ ।
ওঁ পরাকাশায় নমঃ ।
ওঁ পরাত্পরায় নমঃ ।
ওঁ পরেশায় নমঃ ।
ওঁ পারগায় নমঃ ।
ওঁ পারায় নমঃ ।
ওঁ সর্বদেবাত্মকায় পরস্মৈ নমঃ ।

॥ ইতি রামাষ্টোত্তরশত নামাবলিঃ ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *