রাখী পূর্নিমা কবে?রাখী বাঁধার শুভ সময়?

রাখী পূর্নিমা কবে // রাখী বাাঁধার শুভ সময়


Raksha Bandhan 2023

প্রতি বছর পবিত্র শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী বন্ধন উৎসব। ভারত,বাংলাদেশ সহ গোটা বিশ্বের সনাতনীরা মেতে ওঠেন এই উৎসবে।ভাই এবং বোনের ভালবাসার প্রতীক হল এই রাখী বন্ধন উৎসব। এই পবিত্র দিনে বোন তার ভাইকে রাখী বেঁধে দেয়। বোন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে এবং ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে।


2023 সালের রাখী পূর্নিমা কবে?

তারিখ : 30 আগস্ট।

বার : বুধবার।


পূর্ণিমা তিথি শুরু – 30 আগস্ট, 2023 তারিখে 10:58 AM.

পূর্ণিমা তিথি শেষ – 31 আগস্ট, 2023 তারিখে 07:05 AM.

 রাখি বাঁধার শুভ মুহুর্ত : 09:01 PM থেকে 07:05 AM.

সময়কাল : 10 ঘ: 04 মি:

Leave a Comment