মহা মৃত্যুঞ্জয় মন্ত্র

মহা মৃত্যুঞ্জয় মন্ত্র – Maha Mrityunjaya Mantra 

 

 

maha mrityunjay mantra



মহাদেব শিবের এক অন‍্যতম মন্ত্র হল মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। ভোলেনাথের কৃপা পাওয়ার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল এই Maha Mrityunjaya Mantra। এটি রচনা করেন ঋষি মার্কেন্ডেয়। এই মহামৃত‍্যুঞ্জয় মন্ত্র ঋক বেদের সপ্তম অধ‍্যায় র্যযুরবেদের তৃতীয় অধ‍্যায় এবং অথর্ববেদের চোদ্দতম ছন্দে উল্লেখ পেয়ে থাকি। এবার আমরা আলোচনা করব :

 

  1. মহা মৃত‍্যঞ্জয় মন্ত্র।

  2. মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অর্থ।

  3. বীজমন্ত্র সহ মহা মৃত‍্যঞ্জয় মন্ত্র।

  4. এই মন্ত্র পাঠ করবার নিয়ম।

  5. এই মন্ত্র পাঠে কি ফলাফল পাওয়া যায়।

1.মহা মৃত‍্যঞ্জয় মন্ত্র / Maha Mrityunjaya Mantra lyrics :

                           ॥ জপ ॥

 
ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে

সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ ।

উর্বারূকমিব বন্ধনাম্

   মৃত্যুরমোক্ষিয় মামৃতাত

 

2. মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অর্থ / Bengali meaning of Maha Mrityunjaya Mantra :

এবার দেখে নি এই মন্ত্রের আক্ষরিক বাংলা অর্থ।

 

ত্রৈয়ম্বকম্ : তিন নেত্র বা চোখ আছে যার।

য়জামহে : যার আমরা পুজো করি।

সূগন্ধিম্ : সুগন্ধ যুক্ত।

পূষ্টি : যা শক্তি যোগায়।

বর্ধনম্ : যা বৃদ্ধি করে বা শক্তি যোগায়।

উর্বারূকমিব : শশার মত।

বন্ধনাম্ : বন্ধন থেকে মুক্ত করতে পারেন যিনি।

মৃত্যুর : মৃত্যু থেকে।

মোক্ষিয় : মোক্ষলাভ।

মামৃতাত : মোক্ষলাভ থেকে মুক্ত করে।

 

বাংলা ভাবার্থ : যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন। তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত‍্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন। ঠিক যেমন একটি শশা পরিপক্ব হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ঠিক তেমনই আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ব হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষলাভ করতে পারি।

3. বীজমন্ত্র সহ মহা মৃত‍্যঞ্জয় মন্ত্র / Maha Mrityunjaya Mantra with beej mantra

                        ঔঁ হূম জূম স্বহা 

ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে

সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ ।

উর্বারূকমিব বন্ধনাম্

   মৃত্যুরমোক্ষিয় মামৃতাত ॥

 ঔঁ স্বহা জূম হূম ঔঁ

 

4. এই মন্ত্র পাঠ করবার নিয়ম বা বিধি / How to recite Maha Mrityunjaya Mantra : 

এই মন্ত্র পাঠ করবার মোট 13 টি নিয়মের কথা আলোচনা করব। যেগুলি হল :

  1. সব সময় বীজমন্ত্র সহ মহা মৃত‍্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়।

  2. সঠিক উচ্চারণে মন্ত্র পাঠ করবেন।

  3. মন্ত্র জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন। অর্থাৎ আজকে যদি আপনি 108 বার জপ করেন তবে কালকেও 108 বার জপ করুন। জপের সংখ্যা কখনই কমাবেন না। দরকারে বাড়াতে পারেন।

  4. ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করবেন।

  5. পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র পাঠ করুন।

  6. প্রতিদিন একই সময় এই মন্ত্র পাঠ করতে হয়।

  7. কুশের আসনে বসে জপ করুন।

  8. জপ করবার সময় মহাদেবের মূর্তি, ছবি বা শিব লিঙ্গের সামনে বসে জপ করুন।

  9. মন ও শরীর শুদ্ধ করে তবেই জপে বসুন।

  10. শুধুমাত্র রুদ্রাক্ষের মালা নিয়েই এই মন্ত্র জপ করুন।

  11. মন শান্ত করে তবেই জপে বসুন।

  12. সোমবার থেকে এই মন্ত্র জপ করা শুরু করুন।

  13. দিনে অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন।

 

এই মন্ত্র পাঠে কি ফলাফল পাওয়া যায় / Benefits of Maha Mrityunjaya Mantra :

 

মহা মৃত‍্যুঞ্জয় এই কথাটির মধ্যেই এর মাহাত্ম লুকিয়ে রয়েছে। মহা অর্থাৎ মহান এবং মৃত‍্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করতে পারেন যিনি। 

 

  • এই মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার এবং আপনার পরিবারের মৃত্যু ভয় দূর হয় 
  • কেও যদি কোন দুরারোগ‍্য ব‍্যধিতে ভোগে তার আরোগ্য লাভ হয় তাড়াতাড়ি।
  • সংসারে এবং ব‍্যক্তিগত জীবনে সমস্ত বাধা দূর হয়ে যায়।
  • পুত্র লাভে এই মন্ত্র খুব উপযোগী।
  • ধন প্রাপ্তি হয় এই মন্ত্র পাঠে।
  • কর্মক্ষেত্রে বা ব‍্যবসা ক্ষেত্রে উন্নতি হয় খুব তাড়াতাড়ি।

 

তাহলে আপনরা বুঝতে পারছেন মহামৃত‍্যুঞ্জয় মন্ত্রের মহাত্ম। মৃতু ভয় এড়াতে এবং জীবনের সকল বাধা দূর করে সাফল্যের চূড়ায় উঠতে প্রতিদিন পাঠ করুন এই মন্ত্র।

 

এ বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে নীচের Video টি দেখুন ও অনুগ্রহ করে আমাদের Channel টি Subscribe করুন :

 



 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *