গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র

গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র // Dwadasha Namavali Mantra of Lord Ganesha


সিদ্ধিদাতা গণেশের দ্বাদশা নামাবলী মন্ত্র এক শক্তিশালী মন্ত্র। ভগবান গণেশের আমাদের সকল দেব দেবীর পুজোর আগে বা যেকোন শুভ কাজের আগে পূজিত হন। তার মন্ত্র পাঠ করলে পাঠকের যেকোন দুঃখ কষ্ট দূর হয়ে আসে সুখ ও শান্তি। ভক্তদের যেকোন মনোস্কামনা পূরণ হয় এবং যেকোন সঙ্কট কেটে যায় নিমিষেই।

আপনারাও যদি প্রতি বুধবার কোন গণেশের মূর্তি বা ছবির সামনে বসে এই গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র পাঠ করলে আপনার জীবনেও আসবে সুখ এবং সমৃদ্ধি এবং কেটে যাবে যেকোন সঙ্কট।

Dwadasha namavali mantra of lord Ganesha



Dwadasha Namavali of Lord Ganesha //গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র 
1) মন্ত্র : ওম সুমুখায় নমঃ।
অর্থ: যার একটি সুন্দর মুখ আছে।
নাম : সুমুখায়।
2) মন্ত্র : ওম একদন্তায় নমঃ।
অর্থ : একটি দাঁত আছে যার।
নাম : একদন্তায়
3) মন্ত্র : ওম কপিলায় নমঃ।
অর্থ :
নাম : কপিলায়।
4) মন্ত্র : ওম গজকর্ণকায় নমঃ।
অর্থ : হাতির ন‍্যায় কান রয়েছে যার।
নাম : গজকর্ণকায়।
5) মন্ত্র : ওম লম্বোদরায় নমঃ।
অর্থ : একটি লম্বা অর্থাৎ উদর অর্থাৎ পেট আছে যার।
নাম : লম্বোদরায়।
6) মন্ত্র : ওম বিকাটায় নমঃ।
অর্থ : যার বিশাল চেহারা বিশেষ।
নাম : বিকটায়
7) মন্ত্র : ওম বিঘ্নাশায় নমঃ।
অর্থ : বাধা বিপত্তি ধ্বংসকারী।
নাম : বিঘ্নাশায়।
8) মন্ত্র : ওম বিনায়কায় নমঃ।
অর্থ : যার নেতৃত্ব দেওয়ার গুণ আছে।
নাম : বিনায়ক।
9) মন্ত্র : ওম ধুম্রকেতভে নমঃ।
অর্থ : ধুম্র রং অর্থাৎ ধোঁয়াটে রং আছে যার।
নাম : ধুম্রকেতু।
10) মন্ত্র : ওম গণাধ্যক্ষায় নমঃ।
অর্থ : গণদের অধ‍্যক্ষ যিনি।
নাম : গণাধ্যক্ষ।
11) মন্ত্র : ওম ভালচন্দ্রায় নমঃ।
অর্থ : যার মস্তকে চাঁদ রয়েছে।
নাম : ভালচন্দ্রায়।
12) মন্ত্র : ওম গজাননায় নমঃ।
অর্থ : একজন যার মুখ হাতির মতো।
নাম : গজানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *