13 টি শক্তিশালী গণেশ মন্ত্র

সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জানা আমাদের খুবই প্রয়োজন। সকল শুভ কর্মের আগে সিদ্ধিদাতা গনেশের পুজো অবশ‍‍্যই করতে হয়। এছাড়াও সপ্তাহের বুধবার ভগবান গনেশের পুজোর জন‍্য ধার্য করা হয়। শাস্ত্রমতে সিদ্ধিদাতা গণেশ সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দাতা। ভগবান13 টি শক্তিশালী গণেশকে সঙ্কটমোচনও বলা হয়। তার আরাধনায় ভক্তের সকল বিপদ দূর হয় এবং সিদ্ধিদাতার আশীর্বাদে আসে সাফল্য।

All Ganesh mantra in bengali, গণেশ মন্ত্র

সকল প্রকার ভগবান গণেশ মন্ত্র

প্রণাম মন্ত্র –

একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং ।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্ ॥

ধ্যান মন্ত্র –

ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং।

প্রস্যন্দন্মদান্ধলুব্ধ মধুপব্যালোল গন্ডস্থলম্ ॥

দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দূরশোভাকরং।

বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ ॥

গণেশ জপ মন্ত্র –

ওঁ গং গণপতেয় নমঃ ।

গণেশের বীজ মন্ত্র :

গং এবং গ্লৌং।

গণেশ গায়ত্রী মন্ত্র –

ওঁ তৎপুরুষায় বিদ্মহে,
বক্রতুণ্ডায় ধীমহি,
তন্নো দন্তি প্রচোদয়াৎ।

গণেশ প্রার্থনা মন্ত্র –

দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুনাঃ।
বিঘ্নং হরন্তু হেরম্বচরণাম্বুজরেনবঃ ॥

গণপতি আবাহন মন্ত্র –

আবাহনং ন জানামি ন জানামি তবার্চ্চনম্।
পূজাং চৈব ন জানামি ক্ষমস্ব গণেশ্বর।
অন্যথা শরণং নাস্তি ত্বমেব শরণং মম।
তস্মাৎ কারুণ্য ভাবেন রক্ষস্ব বিঘ্নেশ্বর॥
গতং পাপং গতং দুঃখং গতং দারিদ্র্যমেব চ। আগতাঃ সুখ সম্পত্তিঃ পুণ্যাঞ্চ তব দর্শনাৎ। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর।
সৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদম্ভ মে।
যদক্ষর পদং ভ্রষ্টং মাত্রাহীনং চ যদভবেৎ।
তৎসৰ্ব্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর॥

গণেশ প্রাতঃস্মরণ স্তোত্রম্

প্রাতঃ স্মরামি গণনাথমনাথ বন্ধুং; সিন্দূরপূর-পরিশোভিত-গভযুগ্মম্।
উদ্দন্ডবিঘ্ন পরিখন্ডন চন্ড দন্ড – মাখন্ডলাদিসুরনায়কবৃন্দ-বন্দ্যম্ ॥

প্রাতর্নমামি চতুরাননবন্দ্যমান-
মিচ্ছানুকূলমখিলঞ্চ বরং দদানম্ ।
তুং তুন্দিলং দ্বিরসনাধিপ যজ্ঞসূত্রং
পুত্রং বিলাসচতুরং শিবয়োঃ-শিবায় ॥

প্রাতভজাম্যভয়দং খলু ভক্তশোক-
দাবানলং গণবিভুং বরকুঞ্জরাস্যম্ ।
অজ্ঞানকানন বিনাশন-হব্যবাহ-
মুৎসাহবর্ধনমহং সুতমীশ্বরস্য ॥

শ্লোকত্ৰয় মিদং পুণ্যং সদা-সাম্রাজ্যদায়কম্। প্রাতুরুখায় সততং প্রপঠেৎ প্রযুতঃ পুমান্ ॥

ইতি শ্রী গণেশ প্রাতঃস্মরণ-স্তোত্রং সম্পূর্ণম্।

সঙ্কটনাশন গণেশ স্তোত্রম্

নারদ উবাচ

প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রং বিনায়কম্। ভক্ত্যাবাসং স্মরেন্নিত্যমায়ুষ্কামার্থ সিদ্ধয়ে ॥
প্রথমং বক্রতুণ্ডঞ্চ একদন্তনং দ্বিতীয়কম্।
তৃতীয়ং কৃষ্ণপিঙ্গাক্ষং গজবক্ত্রং চতুর্থকম্ ॥ লম্বোদরং পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকটমেব চ।
সপ্তমং বিঘ্নরাজঞ্চ ধূম্রবণং তথাষ্টকম্ ॥
নবমং ভালচন্দ্রঞ্চ দশমং তু বিনায়কম্।
একাদশং গণপতিং দ্বাদশং তু গজাননঃ ॥ দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধ্যং যঃ পঠেন্নরঃ।
নাস্তি বিঘ্নভয়ং তস্য সৰ্ব্বসিদ্ধিং লভেদ্ ধ্রুবম্ ॥ বিদ্যার্থী লভতে বিদ্যাং ধনার্থী লভতে ধনম্ । পুত্ৰাৰ্থী লভতে পুত্রান্ মোক্ষার্থী লভতে গতিম্ ॥ জপন্ গণপতিস্তোত্রং ষডুভির্মাসৈঃ ফলং লভেৎ।
সংবৎসরেণ সিদ্ধিঞ্চ লভতে নাত্র সংশয়ঃ ॥

|| ইতি শ্রী নারদপুরাণে সংকটনাশনং নাম গণেশস্তোত্রং সম্পূর্ণম্ ||

গণেশ দ্বাদশা নামাবলী মন্ত্র

1) মন্ত্র : ওম সুমুখায় নমঃ।
নাম : সুমুখায়।
2) মন্ত্র : ওম একদন্তায় নমঃ।
নাম : একদন্তায়
3) মন্ত্র : ওম কপিলায় নমঃ।
নাম : কপিলায়।
4) মন্ত্র : ওম গজকর্ণকায় নমঃ।
নাম : গজকর্ণকায়।
5) মন্ত্র : ওম লম্বোদরায় নমঃ।
নাম : লম্বোদরায়।
6) মন্ত্র : ওম বিকাটায় নমঃ।
নাম : বিকটায়
7) মন্ত্র : ওম বিঘ্নাশায় নমঃ।
নাম : বিঘ্নাশায়।
8) মন্ত্র : ওম বিনায়কায় নমঃ।
নাম : বিনায়ক।
9) মন্ত্র : ওম ধুম্রকেতভে নমঃ।
নাম : ধুম্রকেতু।
10) মন্ত্র : ওম গণাধ্যক্ষায় নমঃ
নাম : গণাধ্যক্ষ।
11) মন্ত্র : ওম ভালচন্দ্রায় নমঃ।
নাম : ভালচন্দ্রায়।
12) মন্ত্র : ওম গজাননায় নমঃ।
নাম : গজানন

◆এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে এখানে Click করুন।

শ্রী গণেশ চালীসা

জয় গণপতি সদ্গুণসদন,
কবিবর বদন কৃপাল । 

বিঘ্ন হরণ মংগল করণ,
জয় জয় গিরিজালাল ॥

জয় জয় জয় গণপতি রাজূ,
মংগল ভরণ করণ শুভ কাজূ ॥

জয় গজবদন সদন সুখদাতা ।
বিশ্ব বিনায়ক বুদ্ধি বিধাতা ॥

বক্র তুণ্ড শুচি শুণ্ড সুহাবন ।
তিলক ত্রিপুণ্ড ভাল মন ভাবন ॥

রাজিত মণি মুক্তন উর মালা ।
স্বর্ণ মুকুট শির নয়ন বিশালা ॥

পুস্তক পাণি কুঠার ত্রিশূলং ।
মোদক ভোগ সুগন্ধিত ফূলং ॥

সুন্দর পীতাম্বর তন সাজিত ।
চরণ পাদুকা মুনি মন রাজিত ॥

ধনি শিবসুবন ষডানন ভ্রাতা ।
গৌরী ললন বিশ্ব-বিধাতা ॥

ঋদ্ধি সিদ্ধি তব চঁবর সুধারে ।
মূষক বাহন সোহত দ্বারে ॥

কহৌং জন্ম শুভ কথা তুম্হারী ।
অতি শুচি পাবন মংগল কারী ॥

এক সময় গিরিরাজ কুমারী ।
পুত্র হেতু তপ কীন্হা ভারী ॥

ভয়ো যজ্ঞ জব পূর্ণ অনূপা ।
তব পহুঁচ্যো তুম ধরি দ্বিজ রূপা ॥

অতিথি জানি কৈ গৌরী সুখারী ।
বহু বিধি সেবা করী তুম্হারী ॥

অতি প্রসন্ন হ্বৈ তুম বর দীন্হা ।
মাতু পুত্র হিত জো তপ কীন্হা ॥

মিলহি পুত্র তুহি বুদ্ধি বিশালা ।
বিনা গর্ভ ধারণ যহি কালা ॥

গণনায়ক গুণ জ্ঞান নিধানা ।
পূজিত প্রথম রূপ ভগবানা ॥

অস কহি অন্তর্ধ্যান রূপ হ্বৈ ।
পলনা পর বালক স্বরূপ হ্বৈ ॥

বনি শিশু রুদন জবহি তুম ঠানা ।
লখি মুখ সুখ নহিং গৌরি সমানা ॥

সকল মগন সুখ মংগল গাবহিং ।
নভ তে সুরন সুমন বর্ষাবহিং ॥

শম্ভু উমা বহুদান লুটাবহিং ।
সুর মুনি জন সুত দেখন আবহিং ॥

লখি অতি আনন্দ মংগল সাজা ।
দেখন ভী আয়ে শনি রাজা ॥

নিজ অবগুণ গুনি শনি মন মাহীং ।
বালক দেখন চাহত নাহীং ॥

গিরজা কছু মন ভেদ বঢ়ায়ো ।
উৎসব মোর ন শনি তুহি ভায়ো ॥

কহন লগে শনি মন সকুচাঈ ।
কা করিহৌ শিশু মোহি দিখাঈ ॥

নহিং বিশ্বাস উমা কর ভয়ঊ ।
শনি সোং বালক দেখন কহ্যঊ ॥

পড়তহিং শনি দৃগ কোণ প্রকাশা ।
বালক শির ইড়ি গয়ো আকাশা ॥

গিরজা গিরীং বিকল হ্বৈ ধরণী ।
সো দুখ দশা গয়ো নহিং বরণী ॥

হাহাকার মচ্যো কৈলাশা ।
শনি কীন্হ্যোং লখি সুত কো নাশা ॥

তুরত গরুড় চঢ়ি বিষ্ণু সিধায়ে ।
কাটি চক্র সো গজ শির লায়ে ॥

বালক কে ধড় ঊপর ধারয়ো ।
প্রাণ মংত্র পঢ় শংকর ডারয়ো ॥

নাম গণেশ শম্ভু তব কীন্হে ।
প্রথম পূজ্য বুদ্ধি নিধি বর দীন্হে ॥

বুদ্ধি পরীক্শা জব শিব কীন্হা ।
পৃথ্বী কী প্রদক্শিণা লীন্হা ॥

চলে ষডানন ভরমি ভুলাঈ ।
রচী বৈঠ তুম বুদ্ধি উপাঈ ॥

চরণ মাতু-পিতু কে ধর লীন্হেং ।
তিনকে সাত প্রদক্শিণ কীন্হেং ॥

ধনি গণেশ কহি শিব হিয় হরষে ।
নভ তে সুরন সুমন বহু বরসে ॥

তুম্হরী মহিমা বুদ্ধি বড়াঈ ।
শেষ সহস মুখ সকৈ ন গাঈ ॥

মৈং মতি হীন মলীন দুখারী ।
করহুঁ কৌন বিধি বিনয় তুম্হারী ॥

ভজত রামসুন্দর প্রভুদাসা ।
লখ প্রয়াগ ককরা দুর্বাসা ॥

অব প্রভু দয়া দীন পর কীজৈ ।
অপনী শক্তি ভক্তি কুছ দীজৈ ॥

                দোহা

  শ্রী গণেশ যহ চালীসা পাঠ করেং ধর ধ্যান ।
নিত নব মংগল গৃহ বসৈ লহে জগত সন্মান ॥
 সংবৎ অপন সহস্র দশ ঋষি পংচমী দিনেশ ।  পূরণ চালীসা ভয়ো মংগল মূর্তি গণেশ ॥

◆এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে এখানে Click করুন।

 || গণেশ আরতি ||

জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।।
মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা।
এক দন্ত দয়াবন্ত, চার ভুজাধারী।
মাথে পর তিলক সোহে, মূসেক সবারি।।
পান চড়ে, ফুল চড়ে ওর চড়ে মবা।
লডুঅন কা ভোগ লগে, সন্ত করে সেবা।।
জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।
মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা।
অন্ধেকো আঁখ দেত, কোড়িন কো কায়া।।
বাঞ্ঝ কো পুত্র দেত, নির্ধন কো মায়া।
সূরশ্যাম শারণ আয়ে সফল কীজে সেবা।।
মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা।
জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।।
মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা।
জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা।।
মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা….
মাতা জাকী পার্বতী, পিতা মহাদেবা….


◆এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে এখানে Click করুন।

Leave a Comment