March 23, 2024

মা দুর্গার ১০৮ নাম মন্ত্র

মা দুর্গার ১০৮ নাম মন্ত্র // 108 Names of Durga in Bengali

108 names of Durga

মা দুর্গা হলেন দেবী পার্বতীর আরেক রুপ। অন‍্য সকল দেবদেবীর মত মা দুর্গারও রয়েছে ১০৮ টি নাম। যেকোন ব‍্যক্তি যদি ভক্তি ভরে মা দুর্গার এই অষ্টোওর শতনামাবলী মন্ত্র পাঠ বা শ্রবণ করেন দুর্গতিনাশিনী তার সকল দুর্গতি নাশ করেন এবং জীবনে নিয়ে আসে সুখ,স্বাচ্ছন্দ এবং সাফল‍্য।

দুর্গা অষ্টোওর শতনামাবলী মন্ত্র

১. সতী,
২. সাধ্বী,
৩. ভবপ্রীতা,
৪. ভবানী,
৫. ভবমোচনী,
৬. আর্যা,
৭. দুর্গা,
৮. জয়া,
৯. আদ্যা,
১০. ত্রিনেত্রা,
১১. শূলধারিণী,
১২. পিনাকধারিণী,
১৩. চিত্রা,
১৪. চণ্ডঘন্টা,
১৫. মহাতপা,
১৬. মন,
১৭. বুদ্ধি,
১৮. অহংকারা,
১৯. চিত্তরূপা,
২০. চিতা,
২১. চিতি,
২২. সর্বমন্ত্রময়ী,
২৩. সত্তা,
২৪. সত্যানন্দস্বরূপিণী,
২৫. অনন্তা,
২৬. ভাবিনী,
২৭. ভাব্যা,
২৮. ভব্যা,
২৯. অভব্যা,
৩০. সদাগতি,
৩১. শাম্ভবী,
৩২. দেবমাতা,
৩৩. চিন্তা,
৩৪. রত্নপ্রিয়া,
৩৫. সর্ববিদ্যা,
৩৬. দক্ষকন্যা,
৩৭. দক্ষযজ্ঞবিনাশিনী,
৩৮. অপর্ণা,
৩৯. অনেকবর্ণা,
৪০. পাটলা,
৪১. পাটলাবতী,
৪২. পট্টাম্বরপরীধানা,
৪৩. কলমঞ্জীররঞ্জিনী,
৪৪. অমেয়বিক্রমা,
৪৫. ক্রূরা,
৪৬. সুন্দরী,
৪৭. সুরসুন্দরী,
৪৮. বনদুর্গা,
৪৯. মাতঙ্গী,
৫০. মতঙ্গমুনিপূজিতা,
৫১. ব্রাহ্মী,
৫২. মাহেশ্বরী,
৫৩. ঐন্দ্রী,
৫৪. কৌমারী,
৫৫. বৈষ্ণবী,
৫৬. চামুণ্ডা,
৫৭. বারাহী,
৫৮. লক্ষ্মী,
৫৯. পুরুষাকৃতি,
৬০. বিমলা,
৬১. উৎকর্ষিণী,
৬২. জ্ঞানা,
৬৩. ক্রিয়া,
৬৪. নিত্যা,
৬৫. বুদ্ধিদা,
৬৬. বহুলা,
৬৭. বহুলপ্রেমা,
৬৮. সর্ববাহনবাহনা,
৬৯. নিশুম্ভশুম্ভহননী,
৭০. মহিষাসুরমর্দিনী,
৭১. মধুকৈটভহন্ত্রী,
৭২. চণ্ডমুণ্ডবিনাশিনী,
৭৩. সর্বাসুরবিনাশা,
৭৪. সর্বদানবঘাতিনী,
৭৫. সর্বশাস্ত্রময়ী,
৭৬. সত্যা,
৭৭. সর্বাস্ত্রধারিণী,
৭৮. অনেকশস্ত্রহস্তা,
৭৯. অনেকাস্ত্রধারিণী,
৮০. কুমারী,
৮১. এককন্যা,
৮২. কৈশোরী,
৮৩. যুবতী,
৮৪. যতি,
৮৫. অপ্রৌঢ়া,
৮৬. প্রৌঢ়া,
৮৭. বৃদ্ধমাতা,
৮৮. বলপ্রদা,
৮৯. মহোদরী,
৯০. মুক্তকেশী,
৯১. ঘোররূপা,
৯২. মহাবলা,
৯৩. অগ্নিজ্বালা,
৯৪. রৌদ্রমুখী,
৯৫. কালরাত্রি,
৯৬. তপস্বিনী,
৯৭. নারায়ণী,
৯৮. ভদ্রকালী,
৯৯. বিষ্ণুমায়া,
১০০. জলোদরী,
১০১. শিবদূতী,
১০২. করালী,
১০৩. অনন্তা,
১০৪. পরমেশ্বরী,
১০৫. কাত্যায়নী,
১০৬. সাবিত্রী,
১০৭. প্রত্যক্ষা,
১০৮. ব্রহ্মবাদিনী 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *