2023 দীপাবলি তারিখ ও সময়সূচী

  2023 দীপাবলি


আশ্বিন মাসের কৃষ্ণ ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয় এবং এই উৎসব চলে পাঁচ দিন। এই উৎসব শেষ হয় কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে। দুর্গা পুজা শেষ হবার ১৮ দিন পর এই দিপাবলী উৎসব শুরু হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন শ্রী রাম চন্দ্র চোদ্দ বছর বনবাসের পর অযোধ্যায় ফেরেন। এই দিন প্রতিটি ঘর আলোকসজ্জায় সেজে ওঠে এবং আতসবাজি পোড়ানো হয়। এইদিন প্রতিটি গৃহে লক্ষ্মী পুজো করা হয়।


2023 সালের দীপাবলি উৎসবের পাঁচ দিন :


10 নভেম্বর, 2023 ত্রয়োদশী – ধনতেরাস।

11 নভেম্বর, 2023 চতুর্দশী – ছোট দিওয়ালি।

12 নভেম্বর, 2023 অমাবস্যা – দিওয়ালি।

13 নভেম্বর, 2023 প্রতিপদ – পাদোয়া।

14 নভেম্বর, 2023 – ভাইফোঁটা


2023 সালের দিপাবলীর তারিখ ও লক্ষ্মী পুজোর সময়সূচী :


তারিখ : 12 নভেম্বর।

বার : রবিবার।


লক্ষ্মী পূজার মুহুর্ত – 05:05 PM থেকে 07:03 PM

সময়কাল – 01 ঘণ্টা 58 মিনিট

প্রদোষ কাল – 04:54 PM থেকে 07:29 PM

বৃষভ কাল – 05:05 PM থেকে 07:03 PM


অমাবস্যা তিথি শুরু – 12 নভেম্বর, 2023-এ 02:44 PM.

অমাবস্যা তিথি শেষ –  13 নভেম্বর, 2023 02:56 PM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *