What Does Mahalaya Mean // Significance of Mahalaya // 2023 Mahalaya Date and Time
পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনাকালের মধ্যবর্তী সময়কেই বলা হয় মহালয়া। মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন এবং এই তিথিকে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়। মহালয়া কথাটির অর্থ হল মহান আলয়, অর্থাৎ পিতৃলোক। এদিন হিন্দু ধর্মানুলম্বী লোকেরা তাদের পূর্ব পুরুষদের ভোরবেলা তর্পন করেন,শ্রাদ্ধ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। এই মহালয়ার দিনটি কিন্তু কখনও শুভ দিন নয়। কিন্তু মহালয়ার দিনটি বাঙ্গালীদের কাছে একটি আনন্দের দিন। এইদিন বাঙ্গালীদের কাছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের সূচনার দিন। এই দিনে দেবী দুর্গার মূর্তিতে চক্ষু দান করা হয়। মহালয়ার দিন দেবী তার চার পুত্র ও কন্যাকে নিয়ে কৈলাস পর্বত থেকে মাতৃগৃহে আসার জন্য রওনা দেন। মহালয়ার দিন ভোরবেলা প্রতিটি বাঙ্গালীর ঘরে বেজে ওঠে মহালয়া চন্ডপাঠ। মহিষাসুরমর্দ্দিনী বাজান হয় বেতারে।
2023 সালের মহালয়া কবে?
তারিখ : 14 অক্টোবর।
বার : শনিবার।
সময়সূচী :
অমাবস্যা তিথি শুরু : 13 অক্টোবর,
সময় : 9:50 PM.
অমাবস্যা তিথি শেষ : 14 অক্টোবর,
সময় : 11:25 PM.