2023 সালের রথযাত্রা // Rath Yatra 2023
রথযাত্রা বা রথদ্বিতীয়া অন্যতম প্রধান হিন্দু উৎসব। উৎসবটি পালিত হয় মূলত আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে। রথযাত্রার মূল উৎসবটি পালিত হয় ওডিশা রাজ্যের পুরীতে।
রথযাত্রা কি এবং কেন?
কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। এই দিন জগন্নাথ দেব,বলরাম ও শুভদ্রা রথে আরোহন করেন। তাহলে দেখে নেওয়া যাক রথ কি এবং রথযাত্রা কথাটির অর্থ কি? “রথযাত্রা” শব্দটি মূলত দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। একটি হল ‘রথ’ যার আভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনোপ্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। এবং ‘যাত্রা’ কথাটির অর্থ হল কোথাও গমন করা বা অতিবাহন বা তীর্থযাত্রা। আবার “জগন্নাথ” শব্দটির অর্থ হল “বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু”।
প্রতিবছরই এই রথযাত্রার উৎসব প্রায় সব জায়গাতে পালিত হয়। এবার দেখে নেওয়া যাক 2023 সালের রথযাত্রার বিস্তারিত সময়সূচী।
রথযাত্রা কবে? // 2023 সালের রথযাত্রা কবে :
তারিখ : 20 জুন।
বার : মঙ্গলবার।
সময়সূচী :
দ্বিতীয়া তিথি শুরু – 19 জুন, 2023 তারিখে 11:25 AM.
দ্বিতীয়া তিথি শেষ – 20 জুন, 2023 তারিখে 01:07 PM.