Top Five Hanuman Temple in Kolkata
পবনপুত্র হনুমানজী কলীযুগের সর্বত্র বিরাজমান। হাওয়া যেমন সর্বত্র বিরাজমান কিন্তু কোন পাখার সামনে আসলে তার উপস্থিতি লক্ষ করা যায় ঠিক তেমনি মন্দিরে গেলে আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি। প্রকৃতপক্ষে কলকাতার সর্বত্র হনুমান মন্দির বর্তমান। তাও আপনার কাছের কলকাতার বিখ্যাত পাঁচটি হনুমান মন্দির সম্পর্কে আমরা জেনে নি।
দমদম হনুমান মন্দির :
কলকাতার মন্দির নিয়ে বলতে গেলে প্রথমেই যার নাম আসে সেটা হল দমদম হনুমান মন্দির। দেড়শ বছরের পুরোন এই মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবার উপচে পড়া ভক্তদের ভিড় দেখা যায়। তাছাড়াও সপ্তাহের সাতদিনই এই মন্দিরে হনুমানজীর পূজা হয়ে থাকে। বলা হয় এই মন্দিরে ভক্তদের যে কোন মনঃস্কামনা পূরন হয়।
অবস্থান : দমদম রোড;
কলকাতা : 700074.
কলকাতা : 700074.
কিভাবে পৌছবেন :
- নিকটবর্তী মেট্রো ষ্টেশন: দমদম।
- নিকটবর্তী মেট্রো ষ্টেশন: দমদম রেলওয়ে জংশন।
- বাস রুট :30B; 30B/1, AC 38, S10, S34C; S58A; S58.
পূজার সময় :
সকাল : 5 am টায় খোলে 12 টায় বন্ধ।
আরতি : 8:30 am.
বিকেল : 3.30 am টায় খোলে 10 টায় বন্ধ।
আরতি : 9 pm.
আরতি : 8:30 am.
বিকেল : 3.30 am টায় খোলে 10 টায় বন্ধ।
আরতি : 9 pm.
ব্যারাকপুর হনুমান মন্দির :
ব্যরাকপুর ষ্টেশন সংলগ্ন এই মন্দির 40 বছরের পুরোনো। এখানেও ভক্তদের ভিড় প্রতিদিন লক্ষ করা যায়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনঃস্কামনা পূরন করতে।
কিভাবে পৌছাবেন :
- নিকটবর্তী রেলওয়ে ষ্টেশন : ব্যারাকপুর রেলওয়ে জংশন।
- বাস রুট : 78, D24, C29; C50;D25; E32 S11.
বাল হনুমান মন্দির :
বাল হনুমান মন্দির কলকাতার লেকটাউনে অবস্থািত। এই মন্দিরের স্থাপত্য এক কথায় অনন্য। এই মন্দিরেও প্রতি শনি ও মঙ্গলবার আড়ম্বরপূর্ণ হনুমান পূজা হয়ে থাকে। এছাড়াও প্রতিদিন হনুমানজীর পূজা, আরতি, সুন্দরখণ্ড পাঠ হয়ে থাকে।
অবস্থান : লেকটাউন।
Block A; কোলকাতা : 89.
কিভাবে পৌছাবেন :
অবস্থান : লেকটাউন।
Block A; কোলকাতা : 89.
কিভাবে পৌছাবেন :
- নিকটবর্তী মেট্রো ষ্টেশন: বেলগাছিয়া।
- নিকটবর্তী মেট্রো ষ্টেশন: পাতিপুকুর রেলওয়ে ষ্টেশন।
- বাস রুট : 3C, 3C/1, 79B, 219,219/1, 227.
পূজার সময় :
সকাল : 5.15 am খোলে 1.30 pm বন্ধ হয়।
শনিবার : 5.15 am থেকে 2 pm.
বিকেল : 4.30 pm খোলে 10.15 pm বন্ধ।
শনিবার : 4.30 pm 11pm বন্ধ।
মঙ্গল আরতি : 10.15 am.
সন্ধ্যা আরতি : 07.15 pm.
সয়ন আরতি : 10.15 pm.
সুন্দরখণ্ড পাঠ : 5 pm.
রাজা কাটরা হনুমান মন্দির :
কলকাতা তথা ভারতের প্রাচীন হনুমান মন্দির গুলোর মধ্যে অন্যতম হল রাজাকাটরা হনুমান মন্দির। এই মন্দিরটি প্রায় 350 বছরের পুরোনো। এই মন্দিরটির বৈশিষ্ট্য হল এখানে দক্ষিণমুখী পঞ্চমুখী হনুমানজীর অবস্থান। এই মন্দিরটি হল একটি সিদ্ধি দাতা হনুমান মন্দির। অনেক দূর দূরান্ত থেকে আসেন যেকোন সমস্যা থেকে মুক্তি পেতে। প্রতি শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড়ে ঠাসা থাকে এই মন্দির।
অবস্থান : বড়বাজার।
রাজাকাটরা কোলকাতা : 700007.
কিভাবে পৌছবেন :
- নিকটবর্তী রেলওয়ে ষ্টেশন : হাওড়া ও বড়বাজার।
- নিকটবর্তী মেট্রো ষ্টেশন : মহাত্মা গান্ধী।
- বাস রুট :
পূজা সময় :
সকাল : 5 am খোলে এবং 11 am বন্ধ।
সকাল আরতি : 5 am.
বিকেল : 4 pm খোলে এবং 10 pm বন্ধ।
সন্ধ্যা আরতি : 7.30 pm.
পাকুড়িয়া সালাসর বালাজী হনুমান মন্দির :
এই মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানের সালাসর বাল হনুমান মন্দিরের আদলে। এই মন্দিরের যে মূর্তি রয়েছে তাও ঐ রাজস্থানের সালাসর মন্দিরের আদলে। স্থাপত্য নৈপুণ্যে এই মন্দির এক বিশেষ জায়গা রাখে। এই মন্দিরের অনন্য রুপ ও মন্দিরের ভেতরের পবিত্র পরিবেশ ভক্তবৃন্দের মন কেড়ে নেয়। হনুমান জয়ন্তী সহ অন্যান্য যেকোন অনুষ্ঠানে এই মন্দিরে ভক্তবৃন্দরা আসেন অনেক দূর দূরান্ত থেকে।
অবস্থান : পাকুড়িয়া, হাওড়া।
কলকাতা : 711409.
কলকাতা : 711409.
কিভাবে পৌছবেন :
- নিকটবর্তী রেলওয়ে ষ্টেশন : ডাঁসী রেলওয়ে ষ্টেশন ও কোনা রেলওয়ে ষ্টেশন।
- বাস রুট : 24B, AC59, E32, S172, S18C, 219, S10A, S5.
পূজোর সময় :
মঙ্গলা আরতি : 5 am.
বাল ভোগ : 5 am.
রাজ ভোগ : 11.15 am.
সন্ধ্যা আরতি : 6.15 pm.
সন্ধ্যা ভোগ : 7.00 pm.
সয়ন আরতি : 9.15 am.