108 Names of Hanuman in Bengali

108 Names of Hanuman in Bengali / অর্থসহ হনুমানজীর 108 নাম।

হনুমানজীর আরাধনায় আমরা Hanuman Chalisa পাঠ করে থাকি। কিন্তু শিবজীর একাদশতম রুদ্র অবতার হনুমানজীরও 108 নাম রয়েছে। এই 108 টি হনুমানজীর নাম বা যাকে বলা হয় হনুমান অষ্টোত্তর শত নাম পাঠ করলেও ভক্তদের বিপদ নাশ হয় এবং দিব্য জ্ঞান লাভ হয়।


Ashtottara Shatanamavali of Hanuman / হনুমান অষ্টোত্তর শত নামাবলি



ঔঁ অঞ্জনেয়ায় নমঃ [ 1 ]
Om Anjaneyaya Namah
বাংলা অর্থঃ  অঞ্জনীর পুত্র।


ঔঁ মহাবীরায় নমঃ [ 2 ]
Om Mahaviraya Namah।
বাংলা অর্থঃ সর্বাধিক সাহসী।


ঔঁ হনুমতে নমঃ [ 3 ]
Om Hanumate Namah।
বাংলা অর্থঃ সম্মুখদিকে প্রলম্বিত চোয়াল।


ঔঁ মারুতাত্মজায় নমঃ [ 4 ]
Om Marutatmajaya Namah।
বাংলা অর্থঃসর্বাধিক প্রিয় রত্ন।


ঔঁ তত্ত্বজ্ঞানপ্রদায় নমঃ [ 5 ]
Om Tatvajnanapradaya Namah।
বাংলা অর্থ : জ্ঞানের দাতা।


ঔঁ সীতাদেবীমুদ্রাপ্রদায়কায় নমঃ [ 6 ]
Om Sitadevimudrapradayakaya Namah
বাংলা অর্থঃ সীতার আংটি সরবরাহকারী।


ঔঁ অশোকবনিকাচ্চেত্রে নমঃ [ 7 ]
Om Ashokavanakachchhetre Namah।
বাংলা অর্থঃ অশোকার বাগান ধ্বংসকারী।


ঔঁ সর্বমায়াবিভংজনায় নমঃ [ 8 ]
Om Sarvamayavibhanjanaya Namah।
বাংলা অর্থঃ সর্ব মায়া ভঞ্জনকারী।


ঔঁ সর্ববংধবিমোক্ত্রে নমঃ [ 9 ]
Om Sarvabandhavimoktre Namah।
বাংলা অর্থঃ সর্ব বন্ধন মুক্তকারী।


ঔঁ রক্ষোবিধ্বংসকারকায়নমঃ [ 10 ]
Om Rakshovidhwansakarakaya Namah।
বাংলা অর্থঃ রাক্ষস হত্যাকারী।


ঔঁ বরবিদ্যা পরিহারায় নমঃ [ 11]
Om Paravidya Pariharaya Namah।
বাংলা অর্থ : শত্রুদের জ্ঞান বিনাশকারী।


ঔঁ পরশৌর্য বিনাশনায় নমঃ [ 12 ]
Om Parashaurya Vinashanaya Namah।
বাংলা অর্থ : শত্রুদের বীরত্ব ধ্বংসকারী।


ঔঁ পরমংত্র নিরাকর্ত্রে নমঃ [ 13 ]
Om Paramantra Nirakartre Namah।
বাংলা অর্থ : প্রভু রামের মন্ত্র গ্রহণকারী।


ঔঁ পরমংত্র প্রভেদকায় নমঃ [ 14 ]
Om Parayantra Prabhedakaya Namah।
বাংলা অর্থ: শত্রুর উদ্দেশ্য বিনাশকারী।


ঔঁ সর্বগ্রহ বিনাশিনে নমঃ [ 15 ]
Om Sarvagraha Vinashine Namah।
বাংলা অর্থ : পৃথিবীর ওপর মন্দ প্রভাব বিনাশকারী।


ঔঁ ভীমসেন সহায়কৃতে নমঃ [ 16 ]
Om Bhimasena Sahayakrithe Namah।
বাংলা অর্থ : ভীমের সাহায্যকারী।


ঔঁ সর্বদুঃখ হরায় নমঃ [ 17 ]
Om Sarvadukha Haraya Namah।
বাংলা অর্থ : সমস্ত কষ্টের নাশক।


ঔঁ সর্বলোক চারিণে নমঃ [ 18 ]
Om Sarvalokacharine Namah।
বাংলা অর্থ : সর্ব লোকে ভ্রমনকারী।


ঔঁ মনোজবায় নমঃ [ 19 ]
Om Manojavaya Namah।
বাংলা অর্থ : হাওয়ার চেয়ে দ্রুত।


ঔঁ পারিজাত ধৃমমূলস্থায় নমঃ [ 20 ]
Om Parijata Drumulasthaya Namah।
বাংলা অর্থ : পারিজাত গাছের নীচে যার বাস।


ঔঁ সর্বমংত্র স্বরূপবতে নমঃ [ 21 ]
Om Sarvamantra Swarupavate Namah।
বাংলা অর্থ : সকল শ্লোকের অধিষ্ঠাতা।


ঔঁ সর্বতংত্র স্বরূপিণে নমঃ [ 22 ]
Om Sarvatantra Swarupine Namah।
বাংলা অর্থ : সমস্ত শ্লোকের স্বরূপ দানকারী।


ঔঁ সর্বয়ংত্রাত্মকায় নমঃ [ 23 ]
Om Sarvayantratmakaya Namah।
বাংলা অর্থ : সমস্ত যন্ত্রের অধিষ্ঠাতা।


ঔঁ কপীশ্বরায় নমঃ [ 24 ]
Om Kapishwaraya Namah।
বাংলা অর্থ : বানরের ভগবান।


ঔঁ মহাকায়ায় নমঃ [ 25 ]
Om Mahakayaya Namah।
বাংলা অর্থ : বিশাল শারীরিক আকার ধারনকারী।


ঔঁ সর্বরোগহরায় নমঃ [ 26 ]
Om Sarvarogaharaya Namah।
বাংলা অর্থ : সমস্ত অসুস্থতা থেকে মুক্তিদাতা।


ঔঁ প্রভাবে নমঃ [ 27 ]
Om Prabhave Namah।
বাংলা অর্থ :জনপ্রিয়।



ঔঁ বলসিদ্ধিকরায় নমঃ [ 28 ]
Om Bala Siddhikaraya Namah।
বাংলা অর্থ :


ঔঁ সর্ববিদ্যাসংপত্র্পদায়কায় নমঃ [ 29 ]
Om Sarvavidya Sampattipradayakaya Namah।
বাংলা অর্থ :জ্ঞান এবং প্রজ্ঞা দাতা।


ঔঁ কপিসেনা নাযকায় নমঃ [ 30 ]
Om Kapisenanayakaya Namah।
বাংলা অর্থ :বানর সেনা প্রধান।


ঔঁ ভবিষ্যচ্চতুরাননায় নমঃ [ 31 ]
Om Bhavishyathchaturananaya Namah।
বাংলা অর্থ :ভবিষ্যতের সুখ বহনকারী।


ঔঁ কুমার ব্রহ্মচারিণে নমঃ [ 32 ]
Om Kumara Brahmacharine Namah।
বাংলা অর্থ :বাল ব্রহ্মাচারী।


ঔঁ রত্নকুংডল দীপ্তিমতে নমঃ [ 33 ]
Om Ratnakundala Diptimate Namah।
বাংলা অর্থ :কানে যার রত্ন খচিত কুন্ডল।


ঔঁ সংচলদ্বাল সন্নদ্ধলংবমান শিখোজ্জ্বলায় নমঃ [ 34 ]
Om Chanchaladwala Sannaddhalambamana Shikhojwala Namah।
বাংলা অর্থ :শুশোভিত লেজ মাথা উপরে স্থগিত।


ঔঁ গংধর্ব বিদ্যাতত্ত্বজ্ঞায় নমঃ [ 35 ]
Om Gandharva Vidyatatvajnaya Namah।
বাংলা অর্থ :স্বর্গীয় শিল্পের প্রতিবেদক।


ঔঁ মহাবলপরাক্রমায় নমঃ [ 36 ]
Om Mahabala Parakramaya Namah।
বাংলা অর্থ :অসীম শক্তিশালী।


ঔঁ কারাগৃহ বিমোক্ত্রে নমঃ [ 37 ]
Om Karagraha Vimoktre Namah।
বাংলা অর্থ :করাবাস থেকে মুক্তি দাতা।


ঔঁ শৃংখলাবংধবিমোচকায় নমঃ [ 38 ]
Om Shrinkhala Bandhamochakaya Namah।
বাংলা অর্থ :নিরন্তর দুঃখ থেকে মুক্তিদাতা।


ঔঁ সাগরোত্তারকায় নমঃ [ 39 ]
Om Sagarottarakaya Namah।
বাংলা অর্থ :এক লাফে মহাসাগর যিনি পার করেন।


ঔঁ প্রাজ্ঞায় নমঃ [40 ]
Om Prajnaya Namah।
বাংলা অর্থ :পণ্ডিত।


ঔঁ রামদূতায় নমঃ [ 41 ]
Om Ramadutaya Namah।
বাংলা অর্থ :শ্রীরামের দূত।


ঔঁ প্রতাপবতে নমঃ [ 42 ]
Om Pratapavate Namah।
বাংলা অর্থ :বীরত্বের জন্য যিনি পরিচিত।


ঔঁ বানরায় নমঃ [ 43 ]
Om Vanaraya Namah।
বাংলা অর্থ :বানর।


ঔঁ কেসরীসুতায় নমঃ [ 44 ]
Om Kesarisutaya Namah।
বাংলা অর্থ :কেশরী পুত্র।


ঔঁ সীতাশোক নিবারণায় নমঃ [ 45 ]
Om Sitashoka Nivarakaya Namah।
বাংলা অর্থ :সীতার দুঃখ বিনাশকারী।


ঔঁ অঞ্জনা গর্ভসংভূতায় নমঃ [ 46 ]
Om Anjanagarbha Sambhutaya Namah।
বাংলা অর্থ :অঞ্জনীর গর্ভে জন্ম যার।


ঔঁ বালার্ক সদৃশাননয় নমঃ [ 47 ]
Om Balarkasadrashananaya Namah।
বাংলা অর্থ :উদিত সূর্য সম।


ঔঁ বিভীষণ প্রিযকরায় নমঃ [ 48 ]
Om Vibhishana Priyakaraya Namah।
বাংলা অর্থ :বিভীষণের প্রিয়।


ঔঁ দশগ্রীব কুলাংতকায় নমঃ [ 49 ]
Om Dashagriva Kulantakaya Namah।
বাংলা অর্থ :দশ মাথার রাবণের হত্যাকারী।


ঔঁ লক্ষ্মণ প্রাণদাত্রে নমঃ [ 50 ]
Om Lakshmanapranadatre Namah।
বাংলা অর্থ :লক্ষনের প্রান দাতা।


ঔঁ বজ্রকায়ায় নমঃ [ 51 ]
Om Vajrakayaya Namah।
বাংলা অর্থ :বজ্রের ন্যায় বলিষ্ঠ।


ঔঁ মহাদ্যুতয়ে নমঃ [ 52 ]
Om Mahadyuthaye Namah।
বাংলা অর্থ :সর্বাধিক ঊজ্জ্বল।


ঔঁ চিরঞ্জীবিনে নমঃ [ 53 ]
Om Chiranjivine Namah।
বাংলা অর্থ :চিরঞ্জীবি।


ঔঁ রামভক্তায় নমঃ [ 54 ]
Om Ramabhaktaya Namah।
বাংলা অর্থ :শ্রীরামের একান্ত অনুগত।


ঔঁ দৈত্যকার্য বিঘাতকায় নমঃ [ 55 ]
Om Daityakarya Vighatakaya Namah।
বাংলা অর্থ :সমস্ত পৈশাচিক কাজের ধ্বংসকারী।


ঔঁ অক্ষহংত্রে নমঃ [ 56 ]
Om Akshahantre Namah।
বাংলা অর্থ :অক্ষয়কে হত্যাকারী।


ঔঁ কাঞ্চনাভায় নমঃ [ 57 ]
Om Kanchanabhaya Namah।
বাংলা অর্থ :স্বর্ন বর্ণিত শরীর।


ঔঁ পঞ্চবক্ত্রায় নমঃ [ 58 ]
Om Panchavaktraya Namah।
বাংলা অর্থ :পঞ্চমুখী।


ঔঁ মহাতপসে নমঃ [ 59 ]
Om Mahatapase Namah।
বাংলা অর্থ :মহান সাধক।


ঔঁ লঙ্কিণীভংজনায় নমঃ [ 60 ]
Om Lankini Bhanjanaya Namah।
বাংলা অর্থ :লঙ্কেশ্বর হত্যাকারী।


ঔঁ শ্রীমতে নমঃ [ 61 ]
Om Shrimate Namah।
বাংলা অর্থ :সম্মানী।


ঔঁ সিংহিকাপ্রাণভংজনায় নমঃ [ 62 ]
Om Simhikaprana Bhanjanaya Namah।
বাংলা অর্থ :সিমহীকাকে হত্যাকারী।


ঔঁ গংধমাদন শৈলস্থায় নমঃ [ 63 ]
Om Gandhamadana Shailasthaya Namah।
বাংলা অর্থ :গন্ধমাধন পর্বতের অধিষ্ঠাতা।


ঔঁ লঙ্কাপুর বিদাহকায় নমঃ [ 64 ]
Om Lankapura Vidayakaya Namah।
বাংলা অর্থ :লঙ্কা দহনকারী।


ঔঁ সুগ্রীব সচিবায় নমঃ [ 65 ]
Om Sugriva Sachivaya Namah।
বাংলা অর্থ :সুগ্রীবের সেনাপতি।


ঔঁ ধীরায় নমঃ [ 66 ]
Om Dhiraya Namah।
বাংলা অর্থ :বীর।


ঔঁ শূরায় নমঃ [ 67 ]
Om Shuraya Namah।
বাংলা অর্থ :সাহসী।


ঔঁ দৈত্যকুলাংতকায় নমঃ [68 ]
Om Daityakulantakaya Namah।
বাংলা অর্থ :দৈত্য কূল ধ্বংসকারী।


ঔঁ সুরার্চিতায় নমঃ [ 69 ]
Om Surarchitaya Namah।
বাংলা অর্থ :অপার্থিব দ্বারা পূজনীয়।


ঔঁ মহাতেজসে নমঃ [ 70 ]
Om Mahatejase Namah।
বাংলা অর্থ :অত্যন্ত দীপ্তিমান।


ঔঁ রামচূড়ামণি প্রদায় নমঃ [ 71 ]
Om Ramachudamanipradayakaya Namah।
বাংলা অর্থ :শ্রীরামের আংটি বাহক।


ঔঁ কামরূপিণে নমঃ [ 72 ]
Om Kamarupine Namah।
বাংলা অর্থ :নিজের ইচ্ছা অনুসারে রুপ পরিবর্তন কারী।


ঔঁ শ্রী পিংগলাক্ষায় নমঃ [ 73 ]
Om Pingalakshaya Namah।
বাংলা অর্থ :গোলাপী চক্ষু রয়েছে যার।


ঔঁ বার্ধিমৈনাকপূজিতায় নমঃ [ 74 ]
Om Vardhimainaka Pujitaya Namah।
বাংলা অর্থ :মৈনাক পর্বত দ্বারা পূজিত হন যিনি।


ঔঁ কবলীকৃত মার্তাংডমংডলায় নমঃ [ 75 ]
Om Kabalikrita Martandamandalaya Namah।
বাংলা অর্থ :সূর্য দেবকে গিলে নিয়েছিল যে।


ঔঁ বিজিতেংদ্রিয়ায় নমঃ [ 76 ]
Om Vijitendriyaya Namah।
বাংলা অর্থ :পঞ্চ ইন্দ্রিয়র ওপর নিয়ন্ত্রণ যার।


ঔঁ রামসুগ্রীব সংধাত্রে নমঃ [ 77 ]
Om Ramasugriva Sandhatre Namah।
বাংলা অর্থ :সুগ্রীব ও শ্রীরামের মধ্যস্থতাকারী।


ঔঁ মহারাবণ মর্দনায় নমঃ [ 78 ]
Om Maharavana Mardhanaya Namah।
বাংলা অর্থ :রাবণ হত্যাকারী।


ঔঁ স্ফটিকাভায় নমঃ [ 79 ]
Om Sphatikabhaya Namah।
বাংলা অর্থ :স্ফটিক ন্যায় স্বচ্ছ।


ঔঁ বাগধীশায় নমঃ [ 80 ]
Om Vagadhishaya Namah।
বাংলা অর্থ :প্রভু রামের বাণী প্রচারক।


ঔঁ নবব্যাকৃতি পংডিতায় নমঃ [ 81 ]
Om Navavyakritapanditaya Namah।
বাংলা অর্থ :দক্ষ পণ্ডিত।


ঔঁ চতুর্বাহবে নমঃ [ 82 ]

Om Chaturbahave Namah।

বাংলা অর্থ :চর্তুবাহ।


ঔঁ দীনবংধবে নমঃ [ 83 ]
Om Dinabandhuraya Namah।
বাংলা অর্থ :নিপীড়িতদের রক্ষাকর্তা।


ঔঁ মহাত্মনে নমঃ [ 84 ]
Om Mayatmane Namah।
বাংলা অর্থ :সর্বোচ্চ সত্তার অধিকারী।


ঔঁ ভক্তবত্সলায় নমঃ [ 85 ]
Om Bhaktavatsalaya Namah।
বাংলা অর্থ :ভক্তদের রক্ষাকর্তা।


ঔঁ সংজীবন নগার্ত্রে নমঃ [ 86 ]
Om Sanjivananagayartha Namah।
বাংলা অর্থ :সঞ্জীবনী পর্বতের বাহক।


ঔঁ শুচয়ে নমঃ [ 87 ]

Om Suchaye Namah।
বাংলা অর্থ :সতী।


ঔঁ বাগ্মিনে নমঃ [ 88 ]
Om Vagmine Namah।
বাংলা অর্থ :মুখপাত্র।


ঔঁ দৃঢব্রতায় নমঃ [ 89 ]
Om Dridhavrataya Namah।
বাংলা অর্থ :দৃঢ় প্রতিজ্ঞ সাধক।


ঔঁ কালনেমি প্রমথনায় নমঃ [ 90 ]
Om Kalanemi Pramathanaya Namah।
বাংলা অর্থ :কালানেমির হত্যাকারী।


ঔঁ হরিমর্কট মর্কটায় নমঃ [ 91 ]
Om Harimarkata Markataya Namah।
বাংলা অর্থ :মরকতদের রাজা।


ঔঁ দাংতায় নমঃ [ 92 ]
Om Dantaya Namah।
বাংলা অর্থ :শান্ত।


ঔঁ শাংতায় নমঃ [ 93 ]
Om Shantaya Namah।
বাংলা অর্থ :খুব ধীরস্থির প্রকৃতির।


ঔঁ প্রসন্নাত্মনে নমঃ [ 94 ]
Om Prasannatmane Namah।
বাংলা অর্থ :প্রফুল্ল।


ঔঁ শতকংঠ মদাপহৃতেনমঃ [ 95 ]
Om Shatakantamudapahartre Namah।
বাংলা অর্থ :শত কান্তের ঊদ্ধত্য বিনাশকারী।


ঔঁ যোগিনে নমঃ [ 96 ]
Om Yogine Namah।
বাংলা অর্থ :যোগী।


ঔঁ রামকথালোলায় নমঃ [ 97 ]
Om Ramakatha Lolaya Namah।
বাংলা অর্থ :রাম কথা শুনতে যিনি সদা উগ্রীব।


ঔঁ সীতান্বেষণ পংডিতায় নমঃ [ 98]
Om Sitanveshana Panditaya Namah।
বাংলা অর্থ :সীতার হদিশ যিনি দিতে দক্ষ ছিলেন।



ঔঁ বজ্রদ্রানুষ্ঠায়েয় নমঃ [ 99 ]

Om Vajradranushtaya Namah।
বাংলা অর্থ :


ঔঁ বজ্রনখায় নমঃ [ 100 ]
Om Vajranakhaya Namah।
বাংলা অর্থ :দৃঢ় বজ্র।


ঔঁ রুদ্রবীর্য সমুদ্ভবায় নমঃ [ 101 ]
Om Rudra Virya Samudbhavaya Namah।
বাংলা অর্থ :শিবের অংশ হতে জন্ম।


ঔঁ ইংদ্রজিত্প্রহিতামোঘ ব্রহ্মাস্ত্রনিবারকায় নমঃ [ 102 ]
Om Indrajitprahitamoghabrahmastra Vinivarakaya Namah।
বাংলা অর্থ :ইদ্রজীতের ব্রহ্মাস্ত্রর ক্ষমতা নাশক।


ঔঁ পার্থধ্বজাগ্র সংবাসিনে নমঃ [ 103 ]
Om Partha Dhwajagrasamvasine Namah।
বাংলা অর্থ :অর্জুনের পতাকার সামনে অবস্থান কারী।


ঔঁ শরপংজর ভেদকায় নমঃ [ 104 ]
Om Sharapanjara Bhedakaya Namah।
বাংলা অর্থ :তীর দ্বারা তৈরি বাসা ধ্বংসকারী।


ঔঁ দশবাহবে নমঃ [ 105 ]
Om Dashabahave Namah।
বাংলা অর্থ :দশ ভূজা।


ঔঁ লোকপূজ্যায় নমঃ [ 106 ]
Om Lokapujyaya Namah।
বাংলা অর্থ :ব্রহ্মান্ড যাকে পূজা করে।


ঔঁ জাংববতীত্প্রীতিবর্ধনায় নমঃ [ 107 ]
Om Jambavatpritivardhanaya Namah।
বাংলা অর্থ :যিনি জাম্বুবানের ভালবাসা লাভ করে ছিলেন।


ঔঁ সীতাসমেত শ্রীরামপাদসেবাদুরংধরায় নমঃ [ 108 ]
Om Sitasameta Shriramapada sevadurandharaya Namah।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *