বিশ্বের 10টি উচ্চতম হনুমান মূর্তি

Tallest Hanuman Statue of India / India’s Top 10 Tallest Hanuman Statues


এই কলীযুগের সবচেয়ে আরাধ্য দেবতা হল পবনপুত্র হনুমান। সারা ভারত তথা গোটা পৃথিবী জুড়ে হনুমানজীর অসংখ্য মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সমস্ত হনুমান মূর্তি গুলোর মধ্যে প্রথম দশটি হনুমান মূর্তির অবস্থান ও উচ্চতা নীচে বর্ণিত হল।


1.মাদাপাম হনুমান স্ট্যাচু – Madapam Hanuman Statue 


Madapam Hanuman Statue

অবস্থান : মন্ডাপাম, অন্ধ্রপ্রদেশ।
উচ্চতা : 176 ফুট।

ভারতের সবচেয়ে উঁচু হনুমান ভাস্কর্যটি মন্ডপামের নিকটে নরসন্যাপেতে নির্মিত হয়েছে। এটি ভারতের উচ্চতম হনুমান ভাস্কর্য যার উচ্চতা 176 ফুট। 2015 সালে এর নির্মান কার্য শেষ হয়েছে। মাদাপাম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলায় অবস্থিত নরসন্যাপেতা মণ্ডলের একটি গ্রাম।

2.প্যারিটাল অঞ্জনেয় স্বামী মন্দির হনুমান মূর্তি – Paritala Anjaneya Hanuman Statue



Pic Via : Wikimedia.
License : Creative Common.


অবস্থান : প্যারিটাল, অন্ধ্রপ্রদেশ।
উচ্চতা : 135 ফুট।
প্যারিটাল আঞ্জনিয় ভাস্কর্যটিকে বীরা অভয়া আঞ্জনেয় হনুমান স্বামী বলা হয়, যা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা অঞ্চলে অবস্থিত। পরিতলা অঞ্জনেয় স্বামী ভারতের দ্বিতীয় বৃহত্তমতম হনুমান ভাস্কর্য যার উচ্চতা 135 ফুট।

3দামানজোদির হনুমান মূর্তি – Hanuman Statue of Damanjodi 


Damanjodi Hanuman Statue, Tallest hanuman statue
Damanjodi Hanuman Statue


Pic Via : Wikimedia.


অবস্থান : NALCO Township,দামানজোদিতে,কোরাপুট, ওডিষা।
উচ্চতা : 108’9 ফুট।

ওড়িশার দামানজোদিতে বিশ্বের তৃতীয় উচ্চতম হনুমান ভাস্কর্য রয়েছে। এটি কোরাপুটের থেকে মাত্র 36 কিমি দূরে NALCO  Township এ অবস্থিত।

4. জাখু হনুমান মূর্তি সিমলা – Jakhu Shimla Hanuman Statue


Tallest Hanuman statue, Jakhu hanuman statue
Jakhu Hanuman Statue 
Pic Via : Wikimedia


অবস্থান : সিমলা; হিমাচল প্রদেশ।
উচ্চতা : 108 ফুট।

হিমাচল প্রদেশের সিমলায় অবস্থান করছে পৃথিবীর চতুর্থ উচ্চতম হনুমান মূর্তি। রামায়ণ অনুসারে লক্ষ্মণকে পুনরুদ্ধারে সঞ্জীবনী বুটীর সন্ধান করতে গিয়ে হনুমানজী এই জায়গায় বিশ্রাম করেছিলেন বলে মনে করা হয়। এই মূর্তিটি সমুদ্র পৃষ্ট থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত মূর্তি।

5. সংকট মোচন হনুমান মূর্তি দিল্লি – Sankat Mochan Hanuman Delhi 


Sankat Mochan Hanuman Statue Delhi, Tallest hanuman statue
Sankat Mochan Hanuman Statue Delhi


অবস্থান : দিল্লী।
উচ্চতা : 108 ফুট।

দিল্লির করোল বাগে অবস্থিত 108 ফুট লম্বা হনুমানের মূর্তি যা জাখু হনুমান মূর্তির সঙ্গে যুগ্ম ভাবে উচ্চতার দিক থেকে চতুর্থ। একে দিল্লীর সঙ্কট মোচন হনুমান মন্দির বলা হয়। এটি ভারতের অন্যতম পরিচিত সংকট মোচন ধাম এবং এই শহরের গুরুত্বপূর্ণ অবকাশের গন্তব্য স্থান।

6. হনুমান মুর্তি-নন্দুরা – Hanuman Statue of Nandura


Nandura Hanuman Statue, tallest Hanuman Statue
Nandura Hanuman Statue
Pic Via : wikimedia


অবস্থান : নন্দুরা, মহারাষ্ট্র।
উচ্চতা : 105 ফুট।

মহারাষ্ট্রের নানদুরায় জাতীয় হাইওয়ে 6-এ অবস্থিত 105 ফুট লম্বা  হনুমান স্ট্যাচুটিকে বিশ্বের পঞ্চম উচ্চতম হনুমান ভাস্কর্য হিসাবে গণ্য করা হয়। প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে ভক্তদের ভীড় লক্ষ করা যায়। এছাড়াও সারা বছর প্রচুর পরিমাণ দর্শনার্থি আসেন এই স্থানে।

7. হনুমাত ধাম স্ট্যাচু শাহজাহানপুর – Hanumat Dham Statue Shahjahanpur


Hanuman Dham Statue, Sahajahanpur


অবস্থান : শাহজাহানপুর।
উচ্চতা : 104 ফুট।

104 ফুট উঁচু হনুমানের মূর্তি উত্তর প্রদেশের ভিসারত ঘাট শাহজাহানপুরের হনুমাত ধামে অবস্থিত যা উচ্চতম হনুমান মূর্তি গুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।  কান্নট নদীর কাছে এই হনুমত ধাম মন্দিরটি অবস্থিত।  এটি শাহজাহানপুর রেলস্টেশন থেকে মাত্র 4/5 কিলোমিটার দূরে রয়েছে। এখানে হনুমানের মূর্তিটি লাল সিঁদুরে আবৃত রয়েছে এবং তাঁর বুকে অবস্থান করছে দেবী সীতা ও প্রভু রাম।

8. আগরা হনুমান মন্দির – Agara Hanuman Statue


Tallest Hanuman Statue, Agara Hanuman Statue
Agara Hanuman Statue



অবস্থান : আগরা, ব্যঙ্গালোর।
উচ্চতা : 102 ফুট।

ভারতের সপ্তম উচ্চতম হনুমান মূর্তিটি ব্যঙ্গালোর শহরের কাছে আগরা গ্রামে অবস্থিত। এটির উচ্চতা 102 ফুট।

9. চত্বরপুর হনুমান মূর্তি – Chattarpur Hanuman Statue


Chattarpur Hanuman Statue, Tallest hanuman Statue
Chattarpur Hanuman Statue


অবস্থান : দক্ষিণ দিল্লী।
উচ্চতা : 100 ফুট।

চত্বরপুর মন্দির কমপ্লেক্সেের হনুমান স্ট্যাচুটি দিল্লির দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা 100 ফুট। উচ্চতার দিক থেকে এটি অষ্টম স্থানে রয়েছে।

10. শ্রীরাম ত্রীনাথ হনুমান মূর্তি – Ram Tirath Hanuman Idol Amritsar


Trinath hanuman temple amritsar, Tallest Hanuman Statue
Trinath Hanuman Statue, Amritsar



অবস্থান : অমৃতসর।
উচ্চতা : 75 ফুট।

অমৃতসর এর রামঘাটে 75 ফুট উঁচু হনুমান মূর্তিটি উত্তর ভারতের অন্যতম প্রধান হানুমানের ভাস্কর্যের মধ্যে অন্যতম। এটি বিশ্বের উচ্চতম হনুমান মূর্তি গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে। এটি অমৃতসর শহর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে অবস্থিত। প্রতি শনি – মঙ্গলবার ছাড়াও এখানে সারা বছর প্রচুর ভক্তের সমাগম দেখা যায়।

11. হনুমান বাটিকা ওডিষা – Rourkela Statue of Lord Hanuman



Hanuman Vatika Rourkella, tallest hanuman statue
Hanuman Vatika Rourkella



অবস্থান : ওডিষা।
উচ্চতা : 74 ফুট 9 ইঞ্ছি।

রাউরকেলায় হনুমান বাটিকায় অবস্থিত হনুমান মূর্তিটি পৃথিবীর দশম উচ্চতম হনুমান মূর্তি।  এটি ওডিষার দ্বিতীয় উচ্চতম হনুমান মূর্তি। হনুমান মন্দিরের পাশাপাশি এখানের বাগানটিও ভ্রমন পিপাসুদের মধ্যে খুব জনপ্রিয়। এটি রাউরকেল্লা রেল স্টেশন থেকে মাত্র 5 – 6 কিলোমিটার দূরে অবস্থিত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *