শণি গায়েত্রী মন্ত্র // মন্ত্র পাঠের বিধি এবং উপকারিতা
পাপ পুণ্যের দেবতা শণির মন্ত্র পাঠ করলে আমাদের জীবনে সকল বাধা দূর হয়। কিন্তু শণি দেবের দৃষ্টি একবার যার ওপরে পরে তার আর দুর্দশার অন্ত থাকে না। শণি আমাদের জীবনের কঠোর সত্যের মুখোমুখি করে। কিন্তু শত চেষ্টার পরেও কী শণি দেবের প্রকোপ থেকে বেঁচে থাকা যায়? হ্যাঁ শণি দেবের প্রকোপ লাঘু করতে শণি দেবের এই গায়েত্রী মন্ত্র যদি সঠিক বিধি মেনে পাঠ করা যেতে পারে।
মন্ত্র পাঠের বিধি :
আপনারা প্রতি শণিবার নিকটবর্তী কোন শণি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে শণিদেবের পুজো করে এই শণি মন্ত্র ১০৮ বার পাঠ করবেন।
শণি দেবের গায়েত্রী মন্ত্র :
ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে
মৃত্যুরূপায় ধীমহি
তন্নোঃ সৌরিঃ প্রচোদয়াৎ।
এই শণি গায়েত্রী মন্ত্র পাঠের উপকারিতা :
১. আপনার ওপর শণি মহারাজের কোন প্রকার কুদৃষ্টি প্রভাব পড়বে না।
২. আপনার জীবনে সফলতা আসবে দ্রুত।
৩. বিবাহ সংক্রান্ত বাধা দূরে যায়।
৪. মন্ত্রটি আপনাকে সর্বত্র সৌভাগ্য এবং সাফল্য প্রদান করে কারণ শনি আমাদের ভাগ্যের শাসক।
৫. শণি ঠাকুরের কৃপা সর্বদা বজায় থাকবে।